বাজারে শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১০সি

স্মার্টফোন কোম্পানি শাওমি বাংলাদেশের বাজারে রেডমি সিরিজের নতুন স্মার্টফোন রেডমি ১০সি উন্মোচনের ঘোষণা দিয়েছে। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি বাংলাদেশ #MakeInBangladesh উদ্যোগে স্থানীয়ভাবে তৈরি স্মার্টফোনের সর্বশেষ সংযোজন রেডমি ১০সি উন্মোচনের ঘোষণা দিতে পেরে খুব আনন্দিত। ডিভাইসটিতে দেয়া হয়েছে ব্লকবাস্টার ডিসপ্লে এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। আমার বিশ্বাস, এই দামের মধ্যে রেডমি ১০সি শাওমি ফ্যানরা খুব পছন্দ করবে।’

৬.৭১ ইঞ্চি ডট ড্রপ ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টফোনটিতে আছে ১৬৫০ বাই ৭২০ পিক্সেল এইচডি প্লাস রেজ্যুলেশন। ডিসপ্লের সুরক্ষায় এতে কর্নিং গরিলা গ্লাস ৩ দেয়া হয়েছে। ডিভাইসটিতে রয়েছে কার্ভড ইউনিবডি ডিজাইন এবং পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আছে একটি ডুয়াল সিম ও মাইক্রোএসডি ট্রে, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

ডিভাইসটিতে দেয়া হয়েছে শক্তিশালী ডুয়াল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা উচ্চ রেজ্যুলেশনের ৫০ মেগাপিক্সেলের, যা সহজে স্টেলার ছবি ধারণ করতে দেয়। পোর্ট্রেইট শটগুলোর জন্য একটি প্রাকৃতিক বোকেহের ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেয়া হয়েছে, যা রেডমি ১০সি ব্যবহারকারীদের অসাধারণ সব ছবি নিতে দেবে। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীরা ঘরে বাইরে ঝলমলে সব সেলফি নিতে পারবেন। শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি রেডমি ১০সি ফোনটিকে সারাদিন নিরবিচ্ছিন্ন পারফম্যান্স নিশ্চিত করবে। রেডমি ১০সি ১৮ ওয়াট ফাস্টচার্জিং দেয়ার পাশাপাশি এটি দিচ্ছে বক্সে ১০ ওয়াটের চার্জার।

ফোনটি গ্রাফাইট গ্রে, ওশান ব্লু এবং মিন্ট গ্রিন কালারে পাওয়া যাবে। স্মার্টফোনটির দাম ৪+৬৪জিবি ১২,৯৯৯ টাকা এবং ৪+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ , ০৯ বৈশাখ ১৪২৮ ২০ রমাদ্বান ১৪৪৩

বাজারে শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১০সি

image

স্মার্টফোন কোম্পানি শাওমি বাংলাদেশের বাজারে রেডমি সিরিজের নতুন স্মার্টফোন রেডমি ১০সি উন্মোচনের ঘোষণা দিয়েছে। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি বাংলাদেশ #MakeInBangladesh উদ্যোগে স্থানীয়ভাবে তৈরি স্মার্টফোনের সর্বশেষ সংযোজন রেডমি ১০সি উন্মোচনের ঘোষণা দিতে পেরে খুব আনন্দিত। ডিভাইসটিতে দেয়া হয়েছে ব্লকবাস্টার ডিসপ্লে এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। আমার বিশ্বাস, এই দামের মধ্যে রেডমি ১০সি শাওমি ফ্যানরা খুব পছন্দ করবে।’

৬.৭১ ইঞ্চি ডট ড্রপ ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টফোনটিতে আছে ১৬৫০ বাই ৭২০ পিক্সেল এইচডি প্লাস রেজ্যুলেশন। ডিসপ্লের সুরক্ষায় এতে কর্নিং গরিলা গ্লাস ৩ দেয়া হয়েছে। ডিভাইসটিতে রয়েছে কার্ভড ইউনিবডি ডিজাইন এবং পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আছে একটি ডুয়াল সিম ও মাইক্রোএসডি ট্রে, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

ডিভাইসটিতে দেয়া হয়েছে শক্তিশালী ডুয়াল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা উচ্চ রেজ্যুলেশনের ৫০ মেগাপিক্সেলের, যা সহজে স্টেলার ছবি ধারণ করতে দেয়। পোর্ট্রেইট শটগুলোর জন্য একটি প্রাকৃতিক বোকেহের ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেয়া হয়েছে, যা রেডমি ১০সি ব্যবহারকারীদের অসাধারণ সব ছবি নিতে দেবে। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীরা ঘরে বাইরে ঝলমলে সব সেলফি নিতে পারবেন। শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি রেডমি ১০সি ফোনটিকে সারাদিন নিরবিচ্ছিন্ন পারফম্যান্স নিশ্চিত করবে। রেডমি ১০সি ১৮ ওয়াট ফাস্টচার্জিং দেয়ার পাশাপাশি এটি দিচ্ছে বক্সে ১০ ওয়াটের চার্জার।

ফোনটি গ্রাফাইট গ্রে, ওশান ব্লু এবং মিন্ট গ্রিন কালারে পাওয়া যাবে। স্মার্টফোনটির দাম ৪+৬৪জিবি ১২,৯৯৯ টাকা এবং ৪+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।