র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য নিহত

দুই র‌্যাব সদস্য আহত

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত ও দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। গত বুধবার রাত পৌনে দুইটার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমারা সেতুর কাজে এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তল ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। সিঙ্গাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম মো. কাউসার (৪৫)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে।

সিঙ্গাইর থানার পুলিশ জানায়, গত বুধবার রাতে র‌্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জের একটি আভিযানিক দল একটি মাইক্রোবাস নিয়ে উপজেলার মালিপাড়া এলাকায় মাদক উদ্ধারর অভিযানে যায়। পথে রাত পৌনে দুইটার দিকে আলমমারায় একটি সেতুর পাশে রাস্তায় র‌্যাবের দলটি পৌঁছালে একদল ডাকাত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষায় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে কাউসার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ডাকাত দলের ছোড়া গুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হন। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমমারা এলাকার একটি কলাবাগানের ভেতর থেকে নিহত কাউসারের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত দুটি পিস্তল, দুটি রাম দা, একটি চাপাতি, দুটি চাকু, দুটি প্লাস্টিকের টর্চলাইট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সিঙ্গাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, নিহত কাউসারের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি ডাকাত দলের সদস্য। তার বিরদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। গতকাল বিকেলে র‌্যাবের পক্ষ থেকে এ ব্যাপারের মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের সদস্যরা লাশ নিতে আসেনি।

র‌্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জের লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, বুধবার রাতে চারিগ্রামে মাদক অভিযান পরিচালন করে ফেরার পথে আলমমারা ব্রিজের কাছে ১০/১২ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে গুলি করে। এ সময় র‌্যাবের পক্ষ থেকে আত্মরক্ষার্থে গুলি করা হয়। বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য কাউছার মারা যান। তাদের দুইজন সদস্য আশিক ও তামিম আহত হয়। তাদের সাভার সিএচএম হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশিককে ছুটি দেয়া হয়েছে। এই ঘটনায় নায়েব সুবেদার মির হোসেন সরকার বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেছেন।

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ , ০৯ বৈশাখ ১৪২৮ ২০ রমাদ্বান ১৪৪৩

মানিকগঞ্জের সিঙ্গাইরে

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য নিহত

দুই র‌্যাব সদস্য আহত

রামপ্রসাদ সরকার দীপু, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত ও দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। গত বুধবার রাত পৌনে দুইটার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমারা সেতুর কাজে এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তল ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। সিঙ্গাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম মো. কাউসার (৪৫)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে।

সিঙ্গাইর থানার পুলিশ জানায়, গত বুধবার রাতে র‌্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জের একটি আভিযানিক দল একটি মাইক্রোবাস নিয়ে উপজেলার মালিপাড়া এলাকায় মাদক উদ্ধারর অভিযানে যায়। পথে রাত পৌনে দুইটার দিকে আলমমারায় একটি সেতুর পাশে রাস্তায় র‌্যাবের দলটি পৌঁছালে একদল ডাকাত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষায় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে কাউসার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ডাকাত দলের ছোড়া গুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হন। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমমারা এলাকার একটি কলাবাগানের ভেতর থেকে নিহত কাউসারের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত দুটি পিস্তল, দুটি রাম দা, একটি চাপাতি, দুটি চাকু, দুটি প্লাস্টিকের টর্চলাইট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সিঙ্গাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, নিহত কাউসারের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি ডাকাত দলের সদস্য। তার বিরদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। গতকাল বিকেলে র‌্যাবের পক্ষ থেকে এ ব্যাপারের মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের সদস্যরা লাশ নিতে আসেনি।

র‌্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জের লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, বুধবার রাতে চারিগ্রামে মাদক অভিযান পরিচালন করে ফেরার পথে আলমমারা ব্রিজের কাছে ১০/১২ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে গুলি করে। এ সময় র‌্যাবের পক্ষ থেকে আত্মরক্ষার্থে গুলি করা হয়। বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য কাউছার মারা যান। তাদের দুইজন সদস্য আশিক ও তামিম আহত হয়। তাদের সাভার সিএচএম হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশিককে ছুটি দেয়া হয়েছে। এই ঘটনায় নায়েব সুবেদার মির হোসেন সরকার বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেছেন।