মকবুলের মুক্তি দাবিতে আন্দোলনে নামার ঘোষণা বিএনপির

হচ্ছে তদন্ত কমিটি

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার মামলায় আটক বিএনপির নেতা মকবুল হোসেনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ দাবিতে আগামী ২৬ মার্চ ঢাকাসহ সব মহানগরে প্রতিবাদ সভা করবে বিএনপির নেতাকর্মীরা। এছাড়া সংঘর্ষের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটিও গঠন করার ঘোষণা দিয়েছে বিএনপি।

গতকাল দুপুরে গুলশানে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুলকে গ্রেপ্তার এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৪ জন নেতার নামে মামলা দায়ের করায় বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সরকার উদ্দেশ্যমূলকভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে জড়াচ্ছে, জানিয়ে তিনি বলেন, পুলিশ নিজেদের ব্যর্থতা ও জড়িত ছাত্রলীগ কর্মীদের আড়াল করার চেষ্টা করছে।

টানা দুদিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২ জন নিহত ও সাংবাদিকসহ অনেকে আহত হওয়ার ঘটনায় বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন ও বিক্ষুব্ধ উল্লেখ করেন ফখরুল।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ঘটনা প্রমাণ করেছে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। পুলিশের উপস্থিতির মধ্যে ভয়াবহ হামলা-পাল্টা হামলা, মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হেলমেট পরিহিত সন্ত্রাসী পিটিয়ে মানুষ মারছে অথচ পুলিশের নিষ্ক্রিয়তার জন্য জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সর্বক্ষেত্রে ব্যর্থতার বিরুদ্ধে যখন জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠছে। তখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই সরকার উদ্দেশ্যমূলকভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে জড়াচ্ছে।

এদিকে ওই ঘটনায় দায়ের করা মামলায় গতকাল বিএনপির নেতা মকবুল হোসেনকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মকবুল হোসেন নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি ও দলের ঢাকা দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য।

রবিবার, ২৪ এপ্রিল ২০২২ , ১১ বৈশাখ ১৪২৮ ২২ রমাদ্বান ১৪৪৩

মকবুলের মুক্তি দাবিতে আন্দোলনে নামার ঘোষণা বিএনপির

হচ্ছে তদন্ত কমিটি

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার মামলায় আটক বিএনপির নেতা মকবুল হোসেনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ দাবিতে আগামী ২৬ মার্চ ঢাকাসহ সব মহানগরে প্রতিবাদ সভা করবে বিএনপির নেতাকর্মীরা। এছাড়া সংঘর্ষের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটিও গঠন করার ঘোষণা দিয়েছে বিএনপি।

গতকাল দুপুরে গুলশানে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুলকে গ্রেপ্তার এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৪ জন নেতার নামে মামলা দায়ের করায় বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সরকার উদ্দেশ্যমূলকভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে জড়াচ্ছে, জানিয়ে তিনি বলেন, পুলিশ নিজেদের ব্যর্থতা ও জড়িত ছাত্রলীগ কর্মীদের আড়াল করার চেষ্টা করছে।

টানা দুদিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২ জন নিহত ও সাংবাদিকসহ অনেকে আহত হওয়ার ঘটনায় বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন ও বিক্ষুব্ধ উল্লেখ করেন ফখরুল।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ঘটনা প্রমাণ করেছে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। পুলিশের উপস্থিতির মধ্যে ভয়াবহ হামলা-পাল্টা হামলা, মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হেলমেট পরিহিত সন্ত্রাসী পিটিয়ে মানুষ মারছে অথচ পুলিশের নিষ্ক্রিয়তার জন্য জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সর্বক্ষেত্রে ব্যর্থতার বিরুদ্ধে যখন জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠছে। তখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই সরকার উদ্দেশ্যমূলকভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে জড়াচ্ছে।

এদিকে ওই ঘটনায় দায়ের করা মামলায় গতকাল বিএনপির নেতা মকবুল হোসেনকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মকবুল হোসেন নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি ও দলের ঢাকা দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য।