আ’লীগের বর্ধিত সভায় ২ নেতাকে পিটিয়ে ফের আলোচনায় বদি

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বির্তকিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তার ভাই আবদুস শুক্কুর (স্বঘোষিত মাদক কারবারি) টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা নেতাদের উপস্থিতিতে দুই নেতাকে ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বদির কথার বিরোধীতা করায় এই দুই নেতাকে মারধর করা হয়।

মারধরের শিকার হয়েছেন, টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফ মনু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা মো. ইউছুফ ভুট্টো।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উখিয়া-টেকনাফের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের প্রধান রাজা শাহ আলমসহ অন্যদের উপস্থিতিতে এই মারধরের ঘটনা ঘটে। তবে তার কিছুই জানেন না বলে বলছেন শাহ আলম।

শুক্রবার টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন ইফতারের আগে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফ মনু সম্পর্কে সাবেক এমপি বদির আপন মামতো ভাই। তিনি জানান, বর্ধিত সভা চলাকালীন সাবেক সংসদ সংসদ বদি পৌর কমিটিকে ডিঙিয়ে বারবার ওয়ার্ড কমিটিকে প্রাধান্য দিয়ে কথা বলছিলেন। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে আমি তার বক্তব্যের প্রতিবাদ করায় সেখানে বাকবিত-ার সৃষ্টি হয়। এক পর্যায়ে বদি মঞ্চ থেকে নেমে তার ক্যাডার বাহিনীকে ডেকে এনে আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় আমাকে বাঁচাতে এগিয়ে আসা যুগ্ম সম্পাদক ইউছুফ ভুট্টোকেও একইভাবে মারধর করেন বদি ও তার লোকেরা। এ ঘটনায় তিনি এবং ভুট্টো আহতাবস্থায় এখন চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী জানান, পৌর আওয়ামী লীগের সম্মেলনের জন্য জেলা সাংগঠনিক টিমের নেতাদের উপস্থিতিতে পূর্ব নির্ধারিত বর্ধিত সভা হওয়ার ছিল শুক্রবার। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. রণজিত দাশ, ইউনুস বাঙালি, উপজেলা সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বশরসহ জেলা-উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তিনি।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর জানান, টেকনাফ পৌর আওয়ামী লীগের কমিটি হয়েছে ১৩ বছর আগে। আর এদের অধীনে ৯টি ওয়ার্ডের কমিটি হয়েছে ২ বছর আগে। ওয়ার্ড কমিটিগুলো একটিও পূর্ণাঙ্গ হয়নি। ফলে এই কমিটি দিয়ে সম্মেলন করা নিয়ে সন্দিহান নেতাকর্মীরা। বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি করে সম্মেলনের দাবি উঠে। এতে ক্ষিপ্ত হয়ে এমপি বদি, তার ভাই শুক্কুরসহ অন্যরা ২ নেতাকে মারধর করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা সাংগঠনিক টিম লিডার (উখিয়া-টেকনাফ) শাহ আলম রাজা বলেন, শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে। বাইরে কোন কিছু ঘটে থাকলে সেটা আমার জানা নেই।

এ বিষয়ে জানতে উখিয়া টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও খবর
আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
বিভিন্ন স্থানে পাকিস্তানিদের সঙ্গে মুক্তিবাহিনীর লড়াই অব্যাহত
বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন
ডিজিটাল নিরাপত্তা আইনে দুই বছরে দুই শতাধিক মামলা
স্ত্রীর ওপর জেদ করে প্রতিবন্ধী শ্যালককে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন
ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন ৩২ হাজার ৯০৪ গৃহহীন
ব্রাহ্মণবাড়িয়ায় পানির নিচে
পৌরসভার ‘সচিব’ পদ এখন ‘পৌর নির্বাহী কর্মকর্তা’
ফরিদপুরের আলোচিত জোড়া খুনের প্রধান আসামি গ্রেপ্তার
খাগড়াছড়িতে ইটভাটায় চলছে অভিযান, বন্ধ ২টি
টাঙ্গাইল তাঁতপল্লী ও শাড়ির বাজার

রবিবার, ২৪ এপ্রিল ২০২২ , ১১ বৈশাখ ১৪২৮ ২২ রমাদ্বান ১৪৪৩

আ’লীগের বর্ধিত সভায় ২ নেতাকে পিটিয়ে ফের আলোচনায় বদি

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বির্তকিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তার ভাই আবদুস শুক্কুর (স্বঘোষিত মাদক কারবারি) টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা নেতাদের উপস্থিতিতে দুই নেতাকে ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বদির কথার বিরোধীতা করায় এই দুই নেতাকে মারধর করা হয়।

মারধরের শিকার হয়েছেন, টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফ মনু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা মো. ইউছুফ ভুট্টো।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উখিয়া-টেকনাফের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের প্রধান রাজা শাহ আলমসহ অন্যদের উপস্থিতিতে এই মারধরের ঘটনা ঘটে। তবে তার কিছুই জানেন না বলে বলছেন শাহ আলম।

শুক্রবার টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন ইফতারের আগে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফ মনু সম্পর্কে সাবেক এমপি বদির আপন মামতো ভাই। তিনি জানান, বর্ধিত সভা চলাকালীন সাবেক সংসদ সংসদ বদি পৌর কমিটিকে ডিঙিয়ে বারবার ওয়ার্ড কমিটিকে প্রাধান্য দিয়ে কথা বলছিলেন। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে আমি তার বক্তব্যের প্রতিবাদ করায় সেখানে বাকবিত-ার সৃষ্টি হয়। এক পর্যায়ে বদি মঞ্চ থেকে নেমে তার ক্যাডার বাহিনীকে ডেকে এনে আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় আমাকে বাঁচাতে এগিয়ে আসা যুগ্ম সম্পাদক ইউছুফ ভুট্টোকেও একইভাবে মারধর করেন বদি ও তার লোকেরা। এ ঘটনায় তিনি এবং ভুট্টো আহতাবস্থায় এখন চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী জানান, পৌর আওয়ামী লীগের সম্মেলনের জন্য জেলা সাংগঠনিক টিমের নেতাদের উপস্থিতিতে পূর্ব নির্ধারিত বর্ধিত সভা হওয়ার ছিল শুক্রবার। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. রণজিত দাশ, ইউনুস বাঙালি, উপজেলা সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বশরসহ জেলা-উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তিনি।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর জানান, টেকনাফ পৌর আওয়ামী লীগের কমিটি হয়েছে ১৩ বছর আগে। আর এদের অধীনে ৯টি ওয়ার্ডের কমিটি হয়েছে ২ বছর আগে। ওয়ার্ড কমিটিগুলো একটিও পূর্ণাঙ্গ হয়নি। ফলে এই কমিটি দিয়ে সম্মেলন করা নিয়ে সন্দিহান নেতাকর্মীরা। বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি করে সম্মেলনের দাবি উঠে। এতে ক্ষিপ্ত হয়ে এমপি বদি, তার ভাই শুক্কুরসহ অন্যরা ২ নেতাকে মারধর করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা সাংগঠনিক টিম লিডার (উখিয়া-টেকনাফ) শাহ আলম রাজা বলেন, শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে। বাইরে কোন কিছু ঘটে থাকলে সেটা আমার জানা নেই।

এ বিষয়ে জানতে উখিয়া টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।