ফরিদপুরের আলোচিত জোড়া খুনের প্রধান আসামি গ্রেপ্তার

ফরিদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি সাগর মোল্যাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার সাগরের কাছে থেকে দুই রাউন্ড গুলিসহ ১টি শুটার পিস্তল, ১৫শ’ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়।

শনিবার (২৩ এপ্রিল) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালি থানার ওসি এম.এ জলিল, উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১১টার দিকে পুলিশের একটি টিম ফরিদপুর শহরের পূর্ব কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে সাগর মোল্যাকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার সাগরের কাছে থেকে দুই রাউন্ড গুলিসহ ১টি শুটার পিস্তল, ১৫শ’ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়। সাগর মোল্যা ফরিদপুর জেলা সদরের লোকমানখাঁর ডাঙ্গী এলাকার কাশেম মোল্যার ছেলে। সে এলাকায় উঠতি বয়সের ছেলেদের নিয়ে মাদক, চুরি দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ মামলায় এর আগে আছমত শেখ ও শিশু অপরাধী আশিক শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয় এবং প্রধান আসামি সাগর মোল্যার নাম প্রকাশ করে।

প্রসঙ্গত, ফরিদপুরে কোতয়ালি থানার দয়ারামপুর এলাকায় একটি নেপিয়ার ঘাসের ক্ষেতে হাত-পা বেঁধে ও গলায় কালো কাপড় পেঁচিয়ে অটোরিকশা চালক সাব্বির বিশ্বাসকে (১৪) শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গত ২০ এপ্রিল নাইম শেখ (১৫) নামে এক অটোবাইক চালককে হাত-পা বেঁধে ও গলায় শাড়ির কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে মাটি খুঁড়ে গর্ত করে পুঁতে রাখে। এই দুই হত্যাকা-ের প্রধান পরিকল্পনাকারী সাগর মোল্যা।

আরও খবর
আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
বিভিন্ন স্থানে পাকিস্তানিদের সঙ্গে মুক্তিবাহিনীর লড়াই অব্যাহত
বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন
ডিজিটাল নিরাপত্তা আইনে দুই বছরে দুই শতাধিক মামলা
স্ত্রীর ওপর জেদ করে প্রতিবন্ধী শ্যালককে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন
আ’লীগের বর্ধিত সভায় ২ নেতাকে পিটিয়ে ফের আলোচনায় বদি
ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন ৩২ হাজার ৯০৪ গৃহহীন
ব্রাহ্মণবাড়িয়ায় পানির নিচে
পৌরসভার ‘সচিব’ পদ এখন ‘পৌর নির্বাহী কর্মকর্তা’
খাগড়াছড়িতে ইটভাটায় চলছে অভিযান, বন্ধ ২টি
টাঙ্গাইল তাঁতপল্লী ও শাড়ির বাজার

রবিবার, ২৪ এপ্রিল ২০২২ , ১১ বৈশাখ ১৪২৮ ২২ রমাদ্বান ১৪৪৩

ফরিদপুরের আলোচিত জোড়া খুনের প্রধান আসামি গ্রেপ্তার

কে এম রুবেল, ফরিদপুর

ফরিদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি সাগর মোল্যাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার সাগরের কাছে থেকে দুই রাউন্ড গুলিসহ ১টি শুটার পিস্তল, ১৫শ’ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়।

শনিবার (২৩ এপ্রিল) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালি থানার ওসি এম.এ জলিল, উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১১টার দিকে পুলিশের একটি টিম ফরিদপুর শহরের পূর্ব কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে সাগর মোল্যাকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার সাগরের কাছে থেকে দুই রাউন্ড গুলিসহ ১টি শুটার পিস্তল, ১৫শ’ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়। সাগর মোল্যা ফরিদপুর জেলা সদরের লোকমানখাঁর ডাঙ্গী এলাকার কাশেম মোল্যার ছেলে। সে এলাকায় উঠতি বয়সের ছেলেদের নিয়ে মাদক, চুরি দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ মামলায় এর আগে আছমত শেখ ও শিশু অপরাধী আশিক শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয় এবং প্রধান আসামি সাগর মোল্যার নাম প্রকাশ করে।

প্রসঙ্গত, ফরিদপুরে কোতয়ালি থানার দয়ারামপুর এলাকায় একটি নেপিয়ার ঘাসের ক্ষেতে হাত-পা বেঁধে ও গলায় কালো কাপড় পেঁচিয়ে অটোরিকশা চালক সাব্বির বিশ্বাসকে (১৪) শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গত ২০ এপ্রিল নাইম শেখ (১৫) নামে এক অটোবাইক চালককে হাত-পা বেঁধে ও গলায় শাড়ির কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে মাটি খুঁড়ে গর্ত করে পুঁতে রাখে। এই দুই হত্যাকা-ের প্রধান পরিকল্পনাকারী সাগর মোল্যা।