শেয়ারবাজারে উত্থান, সূচকের সঙ্গে দর ও লেনদেন বেড়েছে

আগের কার্যদিবসের মতো গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ সিকিউরিটিজের দরও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.৮৭ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৮৩.২৩ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৮.০৫ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৮৬.১২ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৩.০৮ পয়েন্ট বা ০.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৬১.৫৪ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট যা আগের কার্যদিবস থেকে ১৪১ কোটি ৭৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৫৪ কোটি ০৭ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০০টির বা ৫২.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪২টির বা ৩৭.২৭ শতাংশের এবং ৩৯টি বা ১০.২৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৪.৮৩ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৪৮.২৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। গতকাল সিএসইতে ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০০টির বা ৫২.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৪.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অলটেক্সের ৯.১২ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৭.৫৬ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৭.০৭ শতাংশ, ন্যাশনাল টি’র ৬.৫৪ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৬.৩৪ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫.৪৬ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.৩১ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.২৬ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৭৭ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৭.২৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শমরিতা হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস শমরিতা হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৬.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮১.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.৩০ টাকা বা ৪.৯৮ শতাংশ কমেছে।

সোমবার, ২৫ এপ্রিল ২০২২ , ১২ বৈশাখ ১৪২৮ ২৩ রমাদ্বান ১৪৪৩

শেয়ারবাজারে উত্থান, সূচকের সঙ্গে দর ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবসের মতো গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ সিকিউরিটিজের দরও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.৮৭ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৮৩.২৩ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৮.০৫ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৮৬.১২ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৩.০৮ পয়েন্ট বা ০.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৬১.৫৪ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট যা আগের কার্যদিবস থেকে ১৪১ কোটি ৭৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৫৪ কোটি ০৭ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০০টির বা ৫২.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪২টির বা ৩৭.২৭ শতাংশের এবং ৩৯টি বা ১০.২৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৪.৮৩ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৪৮.২৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। গতকাল সিএসইতে ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০০টির বা ৫২.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৪.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অলটেক্সের ৯.১২ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৭.৫৬ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৭.০৭ শতাংশ, ন্যাশনাল টি’র ৬.৫৪ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৬.৩৪ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫.৪৬ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.৩১ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.২৬ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৭৭ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৭.২৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শমরিতা হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস শমরিতা হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৬.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮১.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.৩০ টাকা বা ৪.৯৮ শতাংশ কমেছে।