ঈদে সক্রিয় অপরাধচক্র টার্গেট ঘরমুখী মানুষ

পবিত্র ঈদ সামনে করে ঝিনাইদহ কালীগঞ্জে প্রতারক ও অপরাধচক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা কখনও সরল সোজা নারী পুরুষকে ফাঁদে ফেলে ছিনতাইয়ের মাধ্যমে তাদের পকেট খালি করছে। আবার অভিনব কায়দায় প্রতারণার জালে ফেলে নগদ টাকা, মালামাল লুটে নিচ্ছে। এ প্রতারণার সঙ্গে পুরুষের পাশাপাশি নারী সদস্যরাও জড়িত রয়েছে। এমন অবস্থায় মানুষের ঈদের কেনাকাটা নির্বিঘেœ করতে শহরে জোরদার করা হয়েছে পুলিশ টহল।

জানা গেছে, চলতি মাসের ২৪ তারিখ উপজেলার বারোবাজার মান্দারতলা এলাকায় পিকআপ চালককে ভাড়ার জন্য ডেকে পিকআপটি ছিনতাইয়ের চেষ্টা করেছে। এ সময় ছিনতাইকারীদের রডের আঘাতে চালক সুজন শেখ (২৪) মারাত্মক জখম হয়। তিনি এখনও কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূজন কালীগঞ্জ শহরের আড়পাড়া (নদীপাড়া) গ্রামের মফিজুর রহমানের ছেলে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

সূজনের বড় ভাই সবুজ শেখ জানায়, সাগর নামের অপরিচিত এক ব্যক্তি ফোনে সূজনের পিকআপটির ভাড়ায় চুক্তি করে। সে বারোবাজার মান্দারতলা থেকে ঝিনাইদহ শহরের বাসার মালামাল নিয়ে যাওয়ার কথা বলে। চুক্তি মোতাবেক পিকআপ নিয়ে তারা সন্ধ্যার আগ দিয়ে মান্দারতলায় যায় এবং কৌশলে বিলম্ব করে বেশ অন্ধকারে এক নির্জন জায়গায় নিয়ে যায় পিকআপ ছিনতাইয়ের চেষ্টা চালায় ছিনতাইকারীরা। ব্যর্থ হয়ে তারা সুজনকে রড দিয়ে পিটিয়ে জখম করে ফেলে চলে যায়।

এর কয়েকদিন আগে শহরে ঈদের কেনাকাটায় এসে প্রতারকের ফাঁদে পড়ে দিনদুপুরে সর্বস্ব খোয়ান রিয়া নামের মধ্যবয়সী এক গৃহিনী। এ সময় তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইল সেট, স্বর্ণের ৮ আনা ওজনের একটি চেইন, ৩ আনা ওজনের একটি আংটি ও একই ওজনের একটি কানের দুল নিয়ে গেছে ওই প্রতারক। ভুক্তভোগী রিয়া খাতুন উপজেলার নিয়ামতপুর গ্রামের ওয়ারেস আলীর স্ত্রী।

রিয়া খাতুন জানান, সকাল ১১টার দিকে তিনি ঈদের কেনা কাটা করতে কালীগঞ্জ শহরে আসেন। জনতার মোড়ে আসলে অপরিচিত এক যুবক তার পরিচিত বলে কথা বলতে থাকে। এক পর্যায়ে ওই প্রতারক তাকে কৌশলে ন্যাশনাল মেডিকেলের পেছনের গলিতে নিয়ে বিশেষ ধরনের মেডিসিন ব্যবহার করলে তিনি হালকা চেতনা হারান। এরপর তিনি হতভম্ব বাকরুদ্ধ হয়ে গেলে ওই প্রতারক ৩ ধরনের স্বর্ণালংকার,৫ হাজার নগদ টাকা ও একটি মোবাইল সেট নিয়ে কেটে পড়ে ওই প্রতারক। এ বিষয়ে তিনিও কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন।

এছাড়াও গত শুক্রবার পাইকারি তরকারি হাটে লোকের ভীড়ে অপরিচিত এক কৃষকের শসা বিক্রির ১ হাজার ৪ শ টাকা পকেট কেটে নিয়ে গেছে। পরে কৃষককে গাঁটের টাকায় ইজিবাইক ভাড়া মিটিয়ে খালি পকেটে বাড়ি ফিরতে হয়েছে। এভাবে অনেককে প্রতারনার শিকার হতে হচ্ছে। অদৃশ্য কারনে তারা থাকছে ধরা ছোয়ার বাইরে।

অন্যদিকে শহরের সংগ্রাম টেইলার্সের মালিক ফারুক হোসেন জানান, ঈদ আসলেই অপরাধচক্র সক্রিয় হয়। গত বেশ কিছুদিন ধরে শহরের মধ্যে রাখা অনেকগুলো মটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। অর্থাৎ চোখের আড়াল হলেই মটর সাইকেল পাওয়া যাচ্ছে না। আবার হারানোর ভয়ে অনেকে শহরে মটর সাইকেল এড়িয়ে চলছেন।

কালীগঞ্জ থানার (ওসি) আব্দুর রহিম মোল্যা জানান, আমরা এমন অভিযোগ কয়েকটি পেয়েছি। জেলা পুলিশের নির্দেশনায় ঈদের কেনা কাটা নিবিঘেœ করতে এবং সাধারন মানুষের নিরাপত্তা বিধানে রাতে দিনে শহরে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

সোমবার, ২৫ এপ্রিল ২০২২ , ১২ বৈশাখ ১৪২৮ ২৩ রমাদ্বান ১৪৪৩

ঈদে সক্রিয় অপরাধচক্র টার্গেট ঘরমুখী মানুষ

প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

image

পবিত্র ঈদ সামনে করে ঝিনাইদহ কালীগঞ্জে প্রতারক ও অপরাধচক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা কখনও সরল সোজা নারী পুরুষকে ফাঁদে ফেলে ছিনতাইয়ের মাধ্যমে তাদের পকেট খালি করছে। আবার অভিনব কায়দায় প্রতারণার জালে ফেলে নগদ টাকা, মালামাল লুটে নিচ্ছে। এ প্রতারণার সঙ্গে পুরুষের পাশাপাশি নারী সদস্যরাও জড়িত রয়েছে। এমন অবস্থায় মানুষের ঈদের কেনাকাটা নির্বিঘেœ করতে শহরে জোরদার করা হয়েছে পুলিশ টহল।

জানা গেছে, চলতি মাসের ২৪ তারিখ উপজেলার বারোবাজার মান্দারতলা এলাকায় পিকআপ চালককে ভাড়ার জন্য ডেকে পিকআপটি ছিনতাইয়ের চেষ্টা করেছে। এ সময় ছিনতাইকারীদের রডের আঘাতে চালক সুজন শেখ (২৪) মারাত্মক জখম হয়। তিনি এখনও কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূজন কালীগঞ্জ শহরের আড়পাড়া (নদীপাড়া) গ্রামের মফিজুর রহমানের ছেলে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

সূজনের বড় ভাই সবুজ শেখ জানায়, সাগর নামের অপরিচিত এক ব্যক্তি ফোনে সূজনের পিকআপটির ভাড়ায় চুক্তি করে। সে বারোবাজার মান্দারতলা থেকে ঝিনাইদহ শহরের বাসার মালামাল নিয়ে যাওয়ার কথা বলে। চুক্তি মোতাবেক পিকআপ নিয়ে তারা সন্ধ্যার আগ দিয়ে মান্দারতলায় যায় এবং কৌশলে বিলম্ব করে বেশ অন্ধকারে এক নির্জন জায়গায় নিয়ে যায় পিকআপ ছিনতাইয়ের চেষ্টা চালায় ছিনতাইকারীরা। ব্যর্থ হয়ে তারা সুজনকে রড দিয়ে পিটিয়ে জখম করে ফেলে চলে যায়।

এর কয়েকদিন আগে শহরে ঈদের কেনাকাটায় এসে প্রতারকের ফাঁদে পড়ে দিনদুপুরে সর্বস্ব খোয়ান রিয়া নামের মধ্যবয়সী এক গৃহিনী। এ সময় তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইল সেট, স্বর্ণের ৮ আনা ওজনের একটি চেইন, ৩ আনা ওজনের একটি আংটি ও একই ওজনের একটি কানের দুল নিয়ে গেছে ওই প্রতারক। ভুক্তভোগী রিয়া খাতুন উপজেলার নিয়ামতপুর গ্রামের ওয়ারেস আলীর স্ত্রী।

রিয়া খাতুন জানান, সকাল ১১টার দিকে তিনি ঈদের কেনা কাটা করতে কালীগঞ্জ শহরে আসেন। জনতার মোড়ে আসলে অপরিচিত এক যুবক তার পরিচিত বলে কথা বলতে থাকে। এক পর্যায়ে ওই প্রতারক তাকে কৌশলে ন্যাশনাল মেডিকেলের পেছনের গলিতে নিয়ে বিশেষ ধরনের মেডিসিন ব্যবহার করলে তিনি হালকা চেতনা হারান। এরপর তিনি হতভম্ব বাকরুদ্ধ হয়ে গেলে ওই প্রতারক ৩ ধরনের স্বর্ণালংকার,৫ হাজার নগদ টাকা ও একটি মোবাইল সেট নিয়ে কেটে পড়ে ওই প্রতারক। এ বিষয়ে তিনিও কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন।

এছাড়াও গত শুক্রবার পাইকারি তরকারি হাটে লোকের ভীড়ে অপরিচিত এক কৃষকের শসা বিক্রির ১ হাজার ৪ শ টাকা পকেট কেটে নিয়ে গেছে। পরে কৃষককে গাঁটের টাকায় ইজিবাইক ভাড়া মিটিয়ে খালি পকেটে বাড়ি ফিরতে হয়েছে। এভাবে অনেককে প্রতারনার শিকার হতে হচ্ছে। অদৃশ্য কারনে তারা থাকছে ধরা ছোয়ার বাইরে।

অন্যদিকে শহরের সংগ্রাম টেইলার্সের মালিক ফারুক হোসেন জানান, ঈদ আসলেই অপরাধচক্র সক্রিয় হয়। গত বেশ কিছুদিন ধরে শহরের মধ্যে রাখা অনেকগুলো মটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। অর্থাৎ চোখের আড়াল হলেই মটর সাইকেল পাওয়া যাচ্ছে না। আবার হারানোর ভয়ে অনেকে শহরে মটর সাইকেল এড়িয়ে চলছেন।

কালীগঞ্জ থানার (ওসি) আব্দুর রহিম মোল্যা জানান, আমরা এমন অভিযোগ কয়েকটি পেয়েছি। জেলা পুলিশের নির্দেশনায় ঈদের কেনা কাটা নিবিঘেœ করতে এবং সাধারন মানুষের নিরাপত্তা বিধানে রাতে দিনে শহরে পুলিশ টহল জোরদার করা হয়েছে।