ঈদযাত্রায় মহাসড়কে নিরাপত্তা ছক

মাঠে নেমেছে হাইওয়ে গোয়েন্দা টিম

প্রতি বছর ঈদের সময় মহাসড়কে ঘরমুখো লাখ লাখ মানুষ যানজটের কবলে পড়ে চরম ভোগান্তির শিকার হন। পথে পথে দুর্ভোগের কারণে অনেকের ঈদ আনন্দ ম্লান হয়ে যায়। আবার অনেকে চাঁদাবাজ, ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব কিছু হারাচ্ছেন।

এসব বিষয় বিচেনায় রেখে পুলিশ হেডকোয়াটার্সের গাইডলাইন অনুযায়ী এ বছর হাইওয়ে পুলিশ গতকাল থেকে মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা দেয়া শুরু করেছেন। হাইওয়ে পুলিশের নিজস্ব গোয়েন্দা সংস্থা আগাম তথ্য সংগ্রহে কাজ করছেন। আগামী ২৭ এপ্রিল থেকে সব মহাসড়কে পুরোদমে নিরাপত্তা দেয়া হবে। চলবে ঈদ পর্যন্ত। হাইওয়ে পুলিশ হেডকোয়াটার্স থেকে বলা হয়েছে, ঈদকে সামনে রেখে মহাসড়কে যেকোন ধরনের চাঁদাবাজি ঠেকাতে হাইওয়ে পুলিশ নানা পদক্ষেপ নিয়েছেন। একই সঙ্গে যানবাহন চলাচল নিরাপদ করতে হাইওয়ে পুলিশ নিরপত্তা ছক তৈরি করেছেন।

মহাসড়কে বাড়তি নিরাপত্তায় ১৭১টি মোবাইল টিম, ১৭১টি পিকআপযোগে পুলিশ ডিউটি করবেন। গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে ১৮টি ওয়ার্চ টাওয়ার ও ১৪টি কন্ট্রোল রুম স্থাপন করে পরিস্থিতি মনিটরিং করা হবে।

ঈদ উপলক্ষে মহাসড়কে সংস্কার কাজ ৫ দিন আগে শেষ করতে ও খানাখন্দকের সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে ৪১৪টি স্পিডগান ১১০টি আরএফআইডি, ১২২টি অ্যালকোহল (মাদক শনাক্ত) ডিটেক্টর এবং ১৮০টি অত্যাধুনিক মেশিন নিয়ে হাইওয়ে পুলিশ মহাসড়কে অবস্থান করবে।

দুর্ঘটনার কবলে পড়া যানবাহন মহাসড়ক থেকে অপসারণ করতে গুরুত্বপূর্ণ স্থানে ২৪টি রেকার নিয়ে পুলিশ দায়িত্ব পালন করবেন। আর দুর্ঘটনায় পড়া যাত্রীদের সেবা দেয়ার জন্য ১২টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক থাকবে। শুধু তাই না দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ চালাতে ৯১টি কুইক রেসপন্স টিম থাকবে। আর অজ্ঞান পার্টি, মলম পার্টি, চুরি, ছিনতাই রোধে যাত্রী সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হচ্ছে।

ঈদের সময় মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করার ব্যবস্থা নেয়া হয়েছে। আর মোটরসাইকেলে মোবাইল টিম মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করার জন্য সাদা পোাশাকে গোয়েন্দা টিম ইতোমধ্যে সাদা পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন।

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কমিউনিটি পুলিশ ও স্বেচ্ছাসেবক রিফ্লেক্টিভং ভেস্ট (গায়ে আলো জ্বলে এমন পোশাক) পরে হাইওয়ে পুলিশকে সহায়তা করবে। মহাসড়কের পার্শ্বে ভ্রাম্যমাণ বাজার ও হাটের কারণে চলাচল যেন বিঘিœত না হয় তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য সারাদেশে ২১ হাজার কিলোমিটার মহাসড়কের মধ্যে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-টাঙ্গাইল, ময়মসনসিংহ মহাসড়ক, ঢাকা আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে গতকাল থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

নায়রায়ণগঞ্জ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে সংঘবদ্ধ অপরাধী চক্র রয়েছে। ভোরে বা গভীরাতে প্রাইভেটকার যাত্রী বা মাইক্রোবাস যাত্রীরা ছিনতাই ও চাঁদাবাজদের কবলে পড়ে। অপরাধীরা সুযোগ বুঝে রাস্তায় গাছ ফেলে চাপাতি দিয়ে কুপিয়ে মালামাল লুট করে নিয়ে যায়।

সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মুগরাপাড়া এলাকায় একটি ঘটনা ঘটেছে। গভীর রাতে প্রাইভেটকার যাত্রীকে জিম্মি করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার জানান, কুমিল্লা ও চট্টগ্রাম মহাসড়কে ঈদ নিরাপত্তা দেয়া শুরু হয়ে গেছে। জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরাপত্তা দেয়া হচ্ছে। যানজট যাতে না হয় তার জন্য এখনই হার্ডলাইনে থেকে পুলিশ কাজ করছেন।

গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার সংবাদকে জানান, গতকাল থেকে মহাসড়কে নিরাপত্তা দেয়া শুরু হয়েছে। পুরো নিরাপত্তা ও বাড়তি ফোর্স ২৭ এপ্রিল থেকে দেয়া হবে। এ লক্ষ্যে কাজ চলছে।

আমর্ড পুলিশ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদকে জানান, মহাসড়কের নিরাপত্তায় এবার প্রায় এক হাজার আমর্ড পুলিশ (এপিবিএন) দায়িত্ব পালন করবেন। ঈদের আগে ২৭ এপ্রিল বুধবার থেকে তারা মাঠে নামবেন। টার্গেট মহাসড়কে ঈদের সময় যাতে যানজট ও জনভোগান্তি না হয়। তার জন্য এ পদক্ষেপ নেয়া হচ্ছে। তারা হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করবেন।

সোমবার, ২৫ এপ্রিল ২০২২ , ১২ বৈশাখ ১৪২৮ ২৩ রমাদ্বান ১৪৪৩

ঈদযাত্রায় মহাসড়কে নিরাপত্তা ছক

মাঠে নেমেছে হাইওয়ে গোয়েন্দা টিম

নিজস্ব বার্তা পরিবেশক

প্রতি বছর ঈদের সময় মহাসড়কে ঘরমুখো লাখ লাখ মানুষ যানজটের কবলে পড়ে চরম ভোগান্তির শিকার হন। পথে পথে দুর্ভোগের কারণে অনেকের ঈদ আনন্দ ম্লান হয়ে যায়। আবার অনেকে চাঁদাবাজ, ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব কিছু হারাচ্ছেন।

এসব বিষয় বিচেনায় রেখে পুলিশ হেডকোয়াটার্সের গাইডলাইন অনুযায়ী এ বছর হাইওয়ে পুলিশ গতকাল থেকে মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা দেয়া শুরু করেছেন। হাইওয়ে পুলিশের নিজস্ব গোয়েন্দা সংস্থা আগাম তথ্য সংগ্রহে কাজ করছেন। আগামী ২৭ এপ্রিল থেকে সব মহাসড়কে পুরোদমে নিরাপত্তা দেয়া হবে। চলবে ঈদ পর্যন্ত। হাইওয়ে পুলিশ হেডকোয়াটার্স থেকে বলা হয়েছে, ঈদকে সামনে রেখে মহাসড়কে যেকোন ধরনের চাঁদাবাজি ঠেকাতে হাইওয়ে পুলিশ নানা পদক্ষেপ নিয়েছেন। একই সঙ্গে যানবাহন চলাচল নিরাপদ করতে হাইওয়ে পুলিশ নিরপত্তা ছক তৈরি করেছেন।

মহাসড়কে বাড়তি নিরাপত্তায় ১৭১টি মোবাইল টিম, ১৭১টি পিকআপযোগে পুলিশ ডিউটি করবেন। গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে ১৮টি ওয়ার্চ টাওয়ার ও ১৪টি কন্ট্রোল রুম স্থাপন করে পরিস্থিতি মনিটরিং করা হবে।

ঈদ উপলক্ষে মহাসড়কে সংস্কার কাজ ৫ দিন আগে শেষ করতে ও খানাখন্দকের সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে ৪১৪টি স্পিডগান ১১০টি আরএফআইডি, ১২২টি অ্যালকোহল (মাদক শনাক্ত) ডিটেক্টর এবং ১৮০টি অত্যাধুনিক মেশিন নিয়ে হাইওয়ে পুলিশ মহাসড়কে অবস্থান করবে।

দুর্ঘটনার কবলে পড়া যানবাহন মহাসড়ক থেকে অপসারণ করতে গুরুত্বপূর্ণ স্থানে ২৪টি রেকার নিয়ে পুলিশ দায়িত্ব পালন করবেন। আর দুর্ঘটনায় পড়া যাত্রীদের সেবা দেয়ার জন্য ১২টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক থাকবে। শুধু তাই না দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ চালাতে ৯১টি কুইক রেসপন্স টিম থাকবে। আর অজ্ঞান পার্টি, মলম পার্টি, চুরি, ছিনতাই রোধে যাত্রী সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হচ্ছে।

ঈদের সময় মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করার ব্যবস্থা নেয়া হয়েছে। আর মোটরসাইকেলে মোবাইল টিম মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করার জন্য সাদা পোাশাকে গোয়েন্দা টিম ইতোমধ্যে সাদা পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন।

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কমিউনিটি পুলিশ ও স্বেচ্ছাসেবক রিফ্লেক্টিভং ভেস্ট (গায়ে আলো জ্বলে এমন পোশাক) পরে হাইওয়ে পুলিশকে সহায়তা করবে। মহাসড়কের পার্শ্বে ভ্রাম্যমাণ বাজার ও হাটের কারণে চলাচল যেন বিঘিœত না হয় তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য সারাদেশে ২১ হাজার কিলোমিটার মহাসড়কের মধ্যে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-টাঙ্গাইল, ময়মসনসিংহ মহাসড়ক, ঢাকা আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে গতকাল থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

নায়রায়ণগঞ্জ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে সংঘবদ্ধ অপরাধী চক্র রয়েছে। ভোরে বা গভীরাতে প্রাইভেটকার যাত্রী বা মাইক্রোবাস যাত্রীরা ছিনতাই ও চাঁদাবাজদের কবলে পড়ে। অপরাধীরা সুযোগ বুঝে রাস্তায় গাছ ফেলে চাপাতি দিয়ে কুপিয়ে মালামাল লুট করে নিয়ে যায়।

সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মুগরাপাড়া এলাকায় একটি ঘটনা ঘটেছে। গভীর রাতে প্রাইভেটকার যাত্রীকে জিম্মি করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার জানান, কুমিল্লা ও চট্টগ্রাম মহাসড়কে ঈদ নিরাপত্তা দেয়া শুরু হয়ে গেছে। জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরাপত্তা দেয়া হচ্ছে। যানজট যাতে না হয় তার জন্য এখনই হার্ডলাইনে থেকে পুলিশ কাজ করছেন।

গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার সংবাদকে জানান, গতকাল থেকে মহাসড়কে নিরাপত্তা দেয়া শুরু হয়েছে। পুরো নিরাপত্তা ও বাড়তি ফোর্স ২৭ এপ্রিল থেকে দেয়া হবে। এ লক্ষ্যে কাজ চলছে।

আমর্ড পুলিশ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদকে জানান, মহাসড়কের নিরাপত্তায় এবার প্রায় এক হাজার আমর্ড পুলিশ (এপিবিএন) দায়িত্ব পালন করবেন। ঈদের আগে ২৭ এপ্রিল বুধবার থেকে তারা মাঠে নামবেন। টার্গেট মহাসড়কে ঈদের সময় যাতে যানজট ও জনভোগান্তি না হয়। তার জন্য এ পদক্ষেপ নেয়া হচ্ছে। তারা হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করবেন।