অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্র হতে সাবধান

আর কিছুদিন পর থেকেই ঈদে ঘরে ফেরা মানুষের ঢল নামবে রাজপথে। রাজধানীতে এই চাপ স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পাবে। রাজধানী থেকে মানুষ ছুটবে তাদের নিজ নিজ গন্তব্যে। প্রতিটা মানুষই চায় ঈদের আনন্দ পরিবারের সকল সদস্যের সঙ্গে ভাগাভাগি করে নিতে। তাই স্বাভাবিকভাবেই তাদের অন্যরকম আনন্দ ও আগ্রহ থাকে বাড়ি ফেরায়। আর এই সুযোগটিকে কাজে লাগানোর জন্য সারা দেশে তৎপর হয় অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্র।

সাধারণত ঈদের আগে বাড়ি ফেরা মানুষের সঙ্গে কমবেশি টাকা থাকে। কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য সঙ্গে করে টাকা বহন করে অনেকে। আর এসব ব্যক্তিদের টার্গেট করে ছিনতাইকারীরা। সময়-সুযোগ তাদের অনুকূলে পেলেই তারা ঘরে ফেরা মানুষের সর্বস্ব লুটে নেয়। ছিনতাইয়ে বাধা দিলে তারা মানুষের প্রাণও কেড়ে নেয়!

অজ্ঞান পার্টি তো আরও ভয়ংকর! এরা সাধারণ মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদেরও এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। ঈদযাত্রা নিরাপদ হোক। সবাই সাবধানে বাড়ি ফিরুক।

অনিক বনিক

সোমবার, ২৫ এপ্রিল ২০২২ , ১২ বৈশাখ ১৪২৮ ২৩ রমাদ্বান ১৪৪৩

অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্র হতে সাবধান

আর কিছুদিন পর থেকেই ঈদে ঘরে ফেরা মানুষের ঢল নামবে রাজপথে। রাজধানীতে এই চাপ স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পাবে। রাজধানী থেকে মানুষ ছুটবে তাদের নিজ নিজ গন্তব্যে। প্রতিটা মানুষই চায় ঈদের আনন্দ পরিবারের সকল সদস্যের সঙ্গে ভাগাভাগি করে নিতে। তাই স্বাভাবিকভাবেই তাদের অন্যরকম আনন্দ ও আগ্রহ থাকে বাড়ি ফেরায়। আর এই সুযোগটিকে কাজে লাগানোর জন্য সারা দেশে তৎপর হয় অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্র।

সাধারণত ঈদের আগে বাড়ি ফেরা মানুষের সঙ্গে কমবেশি টাকা থাকে। কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য সঙ্গে করে টাকা বহন করে অনেকে। আর এসব ব্যক্তিদের টার্গেট করে ছিনতাইকারীরা। সময়-সুযোগ তাদের অনুকূলে পেলেই তারা ঘরে ফেরা মানুষের সর্বস্ব লুটে নেয়। ছিনতাইয়ে বাধা দিলে তারা মানুষের প্রাণও কেড়ে নেয়!

অজ্ঞান পার্টি তো আরও ভয়ংকর! এরা সাধারণ মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদেরও এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। ঈদযাত্রা নিরাপদ হোক। সবাই সাবধানে বাড়ি ফিরুক।

অনিক বনিক