বাঁধ ভেঙে পানিতে ডুবল হালির হাওর : কৃষকের মাথায় হাত

ভাঙ্গন ঠেকাতে সবরকম চেষ্টা বিফলে গিয়েও জামালগঞ্জ উপজেলায় ফসল রক্ষা বাঁধ ভেঙে হালির হাওরের ধান তলিয়ে গেছে।

গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকার হেরাকান্দি গ্রামে নদীর পানির চাপে ঝুকিতে থাকা বাঁধটি ভেঙে হালির হাওরে পানি প্রবেশ করছে বলে জানান বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত শামন্ত সরকার।

এ সময় তিনি ফেসবুক লাইভে এসে জানান, আমাদের হালির হাওর রক্ষা করা সম্ভব হল না, আমাদের সকল চেষ্টা বিফলে গিয়ে গিয়েছে হেরাকান্দি গ্রামের বাধ ভেঙ্গে হালির হাওর পানিতে তলিয়ে গেছে।

লাইভে তিনি আশপাশে যারা আছেন তাদের সবাইকে দ্রুত বাঁধটি রক্ষার জন্য আসার জন্য অনুরোধ করেন।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবসহ অন্যান্য কর্মকর্তাগণ রাতেই বাঁধ পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

বুধবার, ২৭ এপ্রিল ২০২২ , ১৪ বৈশাখ ১৪২৮ ২৫ রমাদ্বান ১৪৪৩

বাঁধ ভেঙে পানিতে ডুবল হালির হাওর : কৃষকের মাথায় হাত

প্রতিনিধি, সুনামগঞ্জ

image

ভাঙ্গন ঠেকাতে সবরকম চেষ্টা বিফলে গিয়েও জামালগঞ্জ উপজেলায় ফসল রক্ষা বাঁধ ভেঙে হালির হাওরের ধান তলিয়ে গেছে।

গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকার হেরাকান্দি গ্রামে নদীর পানির চাপে ঝুকিতে থাকা বাঁধটি ভেঙে হালির হাওরে পানি প্রবেশ করছে বলে জানান বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত শামন্ত সরকার।

এ সময় তিনি ফেসবুক লাইভে এসে জানান, আমাদের হালির হাওর রক্ষা করা সম্ভব হল না, আমাদের সকল চেষ্টা বিফলে গিয়ে গিয়েছে হেরাকান্দি গ্রামের বাধ ভেঙ্গে হালির হাওর পানিতে তলিয়ে গেছে।

লাইভে তিনি আশপাশে যারা আছেন তাদের সবাইকে দ্রুত বাঁধটি রক্ষার জন্য আসার জন্য অনুরোধ করেন।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবসহ অন্যান্য কর্মকর্তাগণ রাতেই বাঁধ পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।