ঈদ বোনাসের নামে ভাড়া বৃদ্ধি

ঈদ আসলেই শপিংসহ নানা কাজে মানুষকে বিভিন্ন স্থানে যেতে হয়। যাতায়াতের ভরসা রিকশা, সিএনজি, মিনিবাস ও লেগুনাসহ বিভিন্ন যানবাহন। যারা বাড়ি ফিরবেন তাদের ভরসা দূরপাল্লার বাস, ট্রেন কিংবা লঞ্চ। কিন্তু দুঃখজনক বিষয়, প্রতি বছর যাত্রীদের কাছ থেকে ঈদ বোনাসের কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা লক্ষ করা যায়।

নির্ধারিত ভাড়া দেড়গুণ থেকে দ্বিগুণ করা হয়। বাড়তি ভাড়াকে বৈধতা দিতে ‘ঈদ বোনাস’ শব্দটির ব্যবহার করা হয়। শুধু পরিবহন খাতেই নয়, অনেক ক্ষেত্রে কেনাকাটা করতে গেলেও সাধারণ মানুষকে একই ভোগান্তির শিকার হতে হয়। এমনিতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসমালিকদের চাপে ভাড়া বাড়িয়েছে সরকার।

যার ফলে এবার ঈদে বাড়ি যেতে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। এরমধ্যে এই ‘ঈদ বোনাস’ শব্দটি আলাদাভাবে ভোগাতে পারে যাত্রীদের। তাই ঈদ বোনাসের নামে ভাড়া বৃদ্ধির প্রবণতা বন্ধ করতে হবে। কোনভাবেই যাতে এটি মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে না উঠে।

অনিক বণিক

বুধবার, ২৭ এপ্রিল ২০২২ , ১৪ বৈশাখ ১৪২৮ ২৫ রমাদ্বান ১৪৪৩

ঈদ বোনাসের নামে ভাড়া বৃদ্ধি

ঈদ আসলেই শপিংসহ নানা কাজে মানুষকে বিভিন্ন স্থানে যেতে হয়। যাতায়াতের ভরসা রিকশা, সিএনজি, মিনিবাস ও লেগুনাসহ বিভিন্ন যানবাহন। যারা বাড়ি ফিরবেন তাদের ভরসা দূরপাল্লার বাস, ট্রেন কিংবা লঞ্চ। কিন্তু দুঃখজনক বিষয়, প্রতি বছর যাত্রীদের কাছ থেকে ঈদ বোনাসের কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা লক্ষ করা যায়।

নির্ধারিত ভাড়া দেড়গুণ থেকে দ্বিগুণ করা হয়। বাড়তি ভাড়াকে বৈধতা দিতে ‘ঈদ বোনাস’ শব্দটির ব্যবহার করা হয়। শুধু পরিবহন খাতেই নয়, অনেক ক্ষেত্রে কেনাকাটা করতে গেলেও সাধারণ মানুষকে একই ভোগান্তির শিকার হতে হয়। এমনিতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসমালিকদের চাপে ভাড়া বাড়িয়েছে সরকার।

যার ফলে এবার ঈদে বাড়ি যেতে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। এরমধ্যে এই ‘ঈদ বোনাস’ শব্দটি আলাদাভাবে ভোগাতে পারে যাত্রীদের। তাই ঈদ বোনাসের নামে ভাড়া বৃদ্ধির প্রবণতা বন্ধ করতে হবে। কোনভাবেই যাতে এটি মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে না উঠে।

অনিক বণিক