এসএসসি পরীক্ষা ১৯ জুন শুরু

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী এ পরীক্ষা আগামী ১৯ জুন শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৬ জুলাই।

গতকাল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়। আর ইতোমধ্যে এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন।

বোর্ডের সূচি অনুযায়ী, এসএসসির ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।

গত বছরের মতো এবারও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। এবার এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। তবে এইচএসসিতে বাদ যাচ্ছে একটি বিষয়। এসএসসিতে বিভাগ অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ভূগোল ও পরিবেশ এবং কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা হবে।

করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় শ্রেণী কার্যক্রম না হওয়ায় নির্বাচনী পরীক্ষা দিতে হয়নি এসএসসি শিক্ষার্থীদের। এ পরীক্ষার আগে সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচনী পরীক্ষা নেয়া হতো। এতে সব বিষয়ে পরীক্ষায় বসতে হতো শিক্ষার্থীদের।

সাধারণত ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের প্রথম দিকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২০ সালের মার্চ থেকে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়। এর ধারাবাহিকতায় এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের অনেক পরে হচ্ছে।

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ , ১৫ বৈশাখ ১৪২৮ ২৬ রমাদ্বান ১৪৪৩

এসএসসি পরীক্ষা ১৯ জুন শুরু

নিজস্ব বার্তা পরিবেশক

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী এ পরীক্ষা আগামী ১৯ জুন শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৬ জুলাই।

গতকাল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়। আর ইতোমধ্যে এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন।

বোর্ডের সূচি অনুযায়ী, এসএসসির ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।

গত বছরের মতো এবারও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। এবার এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। তবে এইচএসসিতে বাদ যাচ্ছে একটি বিষয়। এসএসসিতে বিভাগ অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ভূগোল ও পরিবেশ এবং কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা হবে।

করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় শ্রেণী কার্যক্রম না হওয়ায় নির্বাচনী পরীক্ষা দিতে হয়নি এসএসসি শিক্ষার্থীদের। এ পরীক্ষার আগে সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচনী পরীক্ষা নেয়া হতো। এতে সব বিষয়ে পরীক্ষায় বসতে হতো শিক্ষার্থীদের।

সাধারণত ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের প্রথম দিকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২০ সালের মার্চ থেকে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়। এর ধারাবাহিকতায় এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের অনেক পরে হচ্ছে।