হারিয়ে যাওয়া গান ফিরে পেয়ে প্রকাশ করলেন রুমানা

জনপ্রিয় সংগীত শিল্পী রুমানা ইসলাম আট বছরেরও বেশি সময় আগে একটি গান গেয়েছিলেন। ‘ছোট এই বুকে’ শিরোনামের গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন ফুয়াদ আল মুক্তাদির। সেই হারিয়ে যাওয়া গানটিই অবশেষে খুঁজে পাওয়ার পর গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন জে কে মজলিস এবং গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। কিছুদিন আগেই গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ হয়। অবশেষে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেলো ২৭এপ্রিল।

গানটি প্রসঙ্গে রুমানা ইসলাম বলেন, ‘বেশ কয়েক বছর ধরে বহুল প্রতীক্ষিত একটি গান ছোট্ট এই বুকে। আমি গানটি হারিয়ে ফেলেছিলাম । উদ্ধার করলাম জে কে মজলিসেরএর সহযোগিতায়। অপূর্ব এক কম্পোজিসন এর জন্য ওর জন্য অফুরন্ত ভালবাসা। ইয়ামিন এলান এবং ওর পুরো টিম কে ধন্যবাদ আমার স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য। আমার বন্ধুদের জন্য এই গান আমার অন্তরের ভালবাসা।’

এদিকে যে গানটি প্রকাশের জন্য রুমানা ইসলাম একটু সময় নিচ্ছেন সেই গানটি হলো ‘যেদিন চলে যেতে চেয়েছিলো তুমি’। গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। দেশ টিভিতে সরাসরি সংগীত পরিবেশন করবেন রুমানা ইসলাম ঈদের পঞ্চম দিন ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে বিকেল ৩টায়। এতে তার সঙ্গে গান গাইবেন ইউসুফ আহমেদ খান।

শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ , ১৬ বৈশাখ ১৪২৮ ২৭ রমাদ্বান ১৪৪৩

হারিয়ে যাওয়া গান ফিরে পেয়ে প্রকাশ করলেন রুমানা

বিনোদন প্রতিবেদক

image

জনপ্রিয় সংগীত শিল্পী রুমানা ইসলাম আট বছরেরও বেশি সময় আগে একটি গান গেয়েছিলেন। ‘ছোট এই বুকে’ শিরোনামের গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন ফুয়াদ আল মুক্তাদির। সেই হারিয়ে যাওয়া গানটিই অবশেষে খুঁজে পাওয়ার পর গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন জে কে মজলিস এবং গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। কিছুদিন আগেই গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ হয়। অবশেষে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেলো ২৭এপ্রিল।

গানটি প্রসঙ্গে রুমানা ইসলাম বলেন, ‘বেশ কয়েক বছর ধরে বহুল প্রতীক্ষিত একটি গান ছোট্ট এই বুকে। আমি গানটি হারিয়ে ফেলেছিলাম । উদ্ধার করলাম জে কে মজলিসেরএর সহযোগিতায়। অপূর্ব এক কম্পোজিসন এর জন্য ওর জন্য অফুরন্ত ভালবাসা। ইয়ামিন এলান এবং ওর পুরো টিম কে ধন্যবাদ আমার স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য। আমার বন্ধুদের জন্য এই গান আমার অন্তরের ভালবাসা।’

এদিকে যে গানটি প্রকাশের জন্য রুমানা ইসলাম একটু সময় নিচ্ছেন সেই গানটি হলো ‘যেদিন চলে যেতে চেয়েছিলো তুমি’। গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। দেশ টিভিতে সরাসরি সংগীত পরিবেশন করবেন রুমানা ইসলাম ঈদের পঞ্চম দিন ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে বিকেল ৩টায়। এতে তার সঙ্গে গান গাইবেন ইউসুফ আহমেদ খান।