দেড় মাস পর সুপ্রিম কোর্ট বারের ফলাফল

* সভাপতি মোমতাজ, সম্পাদক দুলাল * নির্বাচনের ফল প্রত্যাখান বিএনপিপন্থিদের

নির্বাচনের দেড় মাস পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বারে জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির সভাপতি ও অ্যাডভোকেট আবদুন নুর দুলালকে সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এদিকে ভোট গণনা ও ফলাফল ঘোষণার বিষয়টি প্রত্যাখান করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। পাশাপাশি ভোট গণনার বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

গত বুধবার রাত সাড়ে ১০টায় নতুন উপকমিটির আহ্বায়ক মো. অজি উল্লাহ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এদিকে, দুলালকে বিজয়ী ঘোষণার পরদিন গতকাল দুপুরে সুপ্রিম কোর্টের ল’ রিপোর্টার্স ফোরামে সংবাদ সম্মেলনে করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ জে মোহাম্মদ আলী।

সংবাদ সম্মেলনে সমিতির সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী বলেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনকে কেন্দ্র করে ফলাফল ঘোষণার মুহূর্তে নির্বাচন কমিশনের সঙ্গে যে অনভিপ্রেত আচরণ করা হয়েছিল, তারই ধারাবাহিকতায় অত্যন্ত ন্যক্কারজনকভাবে এই কোর্টের দীর্ঘদিনের ঐতিহ্যকে লঙ্ঘন করে নজীরবিহীনভাবে সন্ত্রাসী এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে যে পদক্ষেপ নেয়া হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়।

এর মাধ্যমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৭৫ বছরের ইতিহাসকে ‘কলঙ্কিত’ করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, অবিলম্বে সাংবিধানিকভাবে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রকাশ করে এই অচলাবস্থা নিরসনের দাবি জানাচ্ছি, সঙ্গে আবদুন নূর দুলাল সাহেবের অবৈধ প্রক্রিয়ায় সেক্রেটারি কক্ষ দখলকে প্রত্যাখ্যান করছি। সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ও বিদায়ী সম্পাদক রুহুল কুদ্দুস কাজলও উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার বিকেলে সম্পাদক পদে পুনরায় ভোট গণনা নিয়ে সমিতি ভবনের সম্মেলন কক্ষের সামনে আওয়ামী লীগপন্থি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত নীল প্যানেলের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতি হয়। পরে ফল ঘোষণায় সভাপতির সঙ্গে সম্পাদক পদেও সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এর মধ্যে সভাপতি পদে সাদা প্যানেলের প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত নীল প্যানেলের ব্যারিস্টার মো. বদরুদ্দোজা (বাদল)। মোমতাজ উদ্দিন ফকির পেয়েছেন ৩২৪৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল পেয়েছেন ২৪৭৯ ভোট। আর সম্পাদক পদে মো. আবদুন নূর (দুলাল) পেয়েছেন ২৮৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. রুহুল কুদ্দুস (কাজল) পেয়েছেন ২৮৪৬ ভোট।

শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ , ১৬ বৈশাখ ১৪২৮ ২৭ রমাদ্বান ১৪৪৩

দেড় মাস পর সুপ্রিম কোর্ট বারের ফলাফল

* সভাপতি মোমতাজ, সম্পাদক দুলাল * নির্বাচনের ফল প্রত্যাখান বিএনপিপন্থিদের

আদালত বার্তা পরিবেশক

নির্বাচনের দেড় মাস পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বারে জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির সভাপতি ও অ্যাডভোকেট আবদুন নুর দুলালকে সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এদিকে ভোট গণনা ও ফলাফল ঘোষণার বিষয়টি প্রত্যাখান করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। পাশাপাশি ভোট গণনার বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

গত বুধবার রাত সাড়ে ১০টায় নতুন উপকমিটির আহ্বায়ক মো. অজি উল্লাহ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এদিকে, দুলালকে বিজয়ী ঘোষণার পরদিন গতকাল দুপুরে সুপ্রিম কোর্টের ল’ রিপোর্টার্স ফোরামে সংবাদ সম্মেলনে করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ জে মোহাম্মদ আলী।

সংবাদ সম্মেলনে সমিতির সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী বলেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনকে কেন্দ্র করে ফলাফল ঘোষণার মুহূর্তে নির্বাচন কমিশনের সঙ্গে যে অনভিপ্রেত আচরণ করা হয়েছিল, তারই ধারাবাহিকতায় অত্যন্ত ন্যক্কারজনকভাবে এই কোর্টের দীর্ঘদিনের ঐতিহ্যকে লঙ্ঘন করে নজীরবিহীনভাবে সন্ত্রাসী এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে যে পদক্ষেপ নেয়া হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়।

এর মাধ্যমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৭৫ বছরের ইতিহাসকে ‘কলঙ্কিত’ করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, অবিলম্বে সাংবিধানিকভাবে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রকাশ করে এই অচলাবস্থা নিরসনের দাবি জানাচ্ছি, সঙ্গে আবদুন নূর দুলাল সাহেবের অবৈধ প্রক্রিয়ায় সেক্রেটারি কক্ষ দখলকে প্রত্যাখ্যান করছি। সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ও বিদায়ী সম্পাদক রুহুল কুদ্দুস কাজলও উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার বিকেলে সম্পাদক পদে পুনরায় ভোট গণনা নিয়ে সমিতি ভবনের সম্মেলন কক্ষের সামনে আওয়ামী লীগপন্থি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত নীল প্যানেলের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতি হয়। পরে ফল ঘোষণায় সভাপতির সঙ্গে সম্পাদক পদেও সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এর মধ্যে সভাপতি পদে সাদা প্যানেলের প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত নীল প্যানেলের ব্যারিস্টার মো. বদরুদ্দোজা (বাদল)। মোমতাজ উদ্দিন ফকির পেয়েছেন ৩২৪৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল পেয়েছেন ২৪৭৯ ভোট। আর সম্পাদক পদে মো. আবদুন নূর (দুলাল) পেয়েছেন ২৮৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. রুহুল কুদ্দুস (কাজল) পেয়েছেন ২৮৪৬ ভোট।