আগামী ৫ দিনে কমতে পারে তাপমাত্রা

সপ্তাহ ধরে চলমান দাবদাহ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এপ্রিলের দাবদাহের পরপর সাধারণত কালবৈশাখী, বজ্রপাত ও বৃষ্টি শুরু হয় বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি আগামী ৫ দিন ও রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে তারা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, গতকাল সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইতে পারে। যা অস্থায়ীভাবে দমকায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে।

তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী ৫ দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গতকাল সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া বার্তা থেকে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। এছাড়া রংপুরের সৈয়দপুরে সামান্য বৃষ্টি হলেও দেশের আর কোথাও বৃষ্টি হয়নি।

এদিকে, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৭.৮ ডিগ্রি। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২৩.৪ ডিগ্রি। ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি।

শনিবার, ৩০ এপ্রিল ২০২২ , ১৭ বৈশাখ ১৪২৮ ২৮ রমাদ্বান ১৪৪৩

আবহাওয়া পূর্বাভাস

আগামী ৫ দিনে কমতে পারে তাপমাত্রা

নিজস্ব বার্তা পরিবেশক

সপ্তাহ ধরে চলমান দাবদাহ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এপ্রিলের দাবদাহের পরপর সাধারণত কালবৈশাখী, বজ্রপাত ও বৃষ্টি শুরু হয় বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি আগামী ৫ দিন ও রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে তারা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, গতকাল সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইতে পারে। যা অস্থায়ীভাবে দমকায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে।

তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী ৫ দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গতকাল সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া বার্তা থেকে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। এছাড়া রংপুরের সৈয়দপুরে সামান্য বৃষ্টি হলেও দেশের আর কোথাও বৃষ্টি হয়নি।

এদিকে, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৭.৮ ডিগ্রি। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২৩.৪ ডিগ্রি। ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি।