কাভার্ডভ্যান কেড়ে নিলো দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১ জন

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের উপরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেনÑ বিধান বিশ্বাস (৪২) ও এনতারুজ্জামান (৪৩)। গতকাল ভোর ৫টায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, খিলগাঁও ফ্লাইওভারের উপরে মোটরসাইকেলকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে টহল টিম তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তারা মারা গেছেন।

তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্র দেখে তাদের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। বিধান বিশ্বাসের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়। সে মৃত ওশীনী বিশ্বাসের ছেলে। অন্যদিকে এনতারুজ্জামাননের বাড়ি রাজধানীর ভাটারা থানা এলাকায়। তিনি আবদুস সালামের ছেলে। এসআই আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আমরা ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটকের চেষ্টা করছি।

এদিকে রাজধানীর বনানীতে ক্যান্টনমেন্ট রেল ক্রসিংয়ে ঢাকা থেকে ছেয়ে আসা ময়মনসিংহগামী ট্রেনের ধাক্কায় মো. আবির (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবিরকে নিয়ে আসা পথচারী নাজমুল জানান, ক্যান্টনমেন্ট রেলক্রসিংয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবির গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল্লাহ খান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

শনিবার, ৩০ এপ্রিল ২০২২ , ১৭ বৈশাখ ১৪২৮ ২৮ রমাদ্বান ১৪৪৩

খিলগাঁও ফ্লাইওভারে

কাভার্ডভ্যান কেড়ে নিলো দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১ জন

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের উপরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেনÑ বিধান বিশ্বাস (৪২) ও এনতারুজ্জামান (৪৩)। গতকাল ভোর ৫টায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, খিলগাঁও ফ্লাইওভারের উপরে মোটরসাইকেলকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে টহল টিম তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তারা মারা গেছেন।

তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্র দেখে তাদের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। বিধান বিশ্বাসের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়। সে মৃত ওশীনী বিশ্বাসের ছেলে। অন্যদিকে এনতারুজ্জামাননের বাড়ি রাজধানীর ভাটারা থানা এলাকায়। তিনি আবদুস সালামের ছেলে। এসআই আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আমরা ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটকের চেষ্টা করছি।

এদিকে রাজধানীর বনানীতে ক্যান্টনমেন্ট রেল ক্রসিংয়ে ঢাকা থেকে ছেয়ে আসা ময়মনসিংহগামী ট্রেনের ধাক্কায় মো. আবির (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবিরকে নিয়ে আসা পথচারী নাজমুল জানান, ক্যান্টনমেন্ট রেলক্রসিংয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবির গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল্লাহ খান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।