চামড়া শিল্পনগরীর কঠিন বর্জ্য পাচার বন্ধে নির্দেশনা

সাভারের বিসিক চামড়া শিল্প নগরী থেকে কঠিন বর্জ্য পাচারে জড়িতদের হুঁশিয়ারি দিয়ে মালিকদের ৩ দফা নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান রিজওয়ান সাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোল্ট্রি ফিড তৈরির জন্যে একটি চক্র চামড়া প্রক্রিয়াজাতকরণের কাটিং, ঝিল্লি, ট্রিমিংস, সেভিং ডাস্টের মতো কঠিন বর্জ্য পাচার করছে বলে অভিযোগ উঠেছে। এসব বর্জ্য থেকে পশুখাদ্য তৈরি করতে ক্রোমিয়ামসহ নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। এসব কেমিক্যাল মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসবের কারণে ক্যান্সারসহ মরণঘাতী রোগ হতে পারে।

এসব অভিযোগের ভিত্তিতে চামড়া শিল্পের কঠিন বর্জ্য পাচাররোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কঠোর নির্দেশনা দিয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পনগরী কার্যালয়-১-এর মাধ্যমে ইতোমধ্যে শিল্প মালিকদের কঠিন বর্জ্য পাচাররোধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আদেশে বলা হয়, চামড়া শিল্পের কঠিন বর্জ্য পাচাররোধে শিল্পনগরী কর্তৃপক্ষ ও শিল্পনগরী এলাকার পুলিশ ফাঁড়ি জিরো টলারেন্সে অবস্থান করছে। কঠিন বর্জ্য পাচারে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ আদেশে পাচাররোধে কারখানা মালিকদের জন্য যে ৩টি আদেশ দেয়া হয়েছে সেগুলো হলোÑ শেভিং ডাস্ট ও ক্রোম মিশ্রিত বর্জ্য পরিবহনে আন্তঃজেলা ট্রাক ও পিকআপ ব্যবহার নিষিদ্ধ, শিল্প ইউনিট থেকে মালবাহী যানবাহনের গেট পাস থাকতে হবে। এই পাস না থাকলে কোন মালবাহী গাড়ি পরিবহন করতে দেয়া হবে না। ঘড়ির ফিতা, মানিব্যাগের জন্য কাটা চামড়া রাত ১০টা থেকে সকাল ৮টার মধ্যে পরিবহন করতে দেয়া হবে না।

এছাড়া বিসিক চামড়া শিল্পনগরীর ২ নম্বর গেট সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। অন্য সময়ে গেটটি সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের (বিসিক) নির্দেশনা মানতে শিল্পমালিকদের অনুরোধ জানানো হয়েছে।

শনিবার, ৩০ এপ্রিল ২০২২ , ১৭ বৈশাখ ১৪২৮ ২৮ রমাদ্বান ১৪৪৩

চামড়া শিল্পনগরীর কঠিন বর্জ্য পাচার বন্ধে নির্দেশনা

নিজস্ব বার্তা পরিবেশক

সাভারের বিসিক চামড়া শিল্প নগরী থেকে কঠিন বর্জ্য পাচারে জড়িতদের হুঁশিয়ারি দিয়ে মালিকদের ৩ দফা নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান রিজওয়ান সাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোল্ট্রি ফিড তৈরির জন্যে একটি চক্র চামড়া প্রক্রিয়াজাতকরণের কাটিং, ঝিল্লি, ট্রিমিংস, সেভিং ডাস্টের মতো কঠিন বর্জ্য পাচার করছে বলে অভিযোগ উঠেছে। এসব বর্জ্য থেকে পশুখাদ্য তৈরি করতে ক্রোমিয়ামসহ নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। এসব কেমিক্যাল মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসবের কারণে ক্যান্সারসহ মরণঘাতী রোগ হতে পারে।

এসব অভিযোগের ভিত্তিতে চামড়া শিল্পের কঠিন বর্জ্য পাচাররোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কঠোর নির্দেশনা দিয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পনগরী কার্যালয়-১-এর মাধ্যমে ইতোমধ্যে শিল্প মালিকদের কঠিন বর্জ্য পাচাররোধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আদেশে বলা হয়, চামড়া শিল্পের কঠিন বর্জ্য পাচাররোধে শিল্পনগরী কর্তৃপক্ষ ও শিল্পনগরী এলাকার পুলিশ ফাঁড়ি জিরো টলারেন্সে অবস্থান করছে। কঠিন বর্জ্য পাচারে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ আদেশে পাচাররোধে কারখানা মালিকদের জন্য যে ৩টি আদেশ দেয়া হয়েছে সেগুলো হলোÑ শেভিং ডাস্ট ও ক্রোম মিশ্রিত বর্জ্য পরিবহনে আন্তঃজেলা ট্রাক ও পিকআপ ব্যবহার নিষিদ্ধ, শিল্প ইউনিট থেকে মালবাহী যানবাহনের গেট পাস থাকতে হবে। এই পাস না থাকলে কোন মালবাহী গাড়ি পরিবহন করতে দেয়া হবে না। ঘড়ির ফিতা, মানিব্যাগের জন্য কাটা চামড়া রাত ১০টা থেকে সকাল ৮টার মধ্যে পরিবহন করতে দেয়া হবে না।

এছাড়া বিসিক চামড়া শিল্পনগরীর ২ নম্বর গেট সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। অন্য সময়ে গেটটি সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের (বিসিক) নির্দেশনা মানতে শিল্পমালিকদের অনুরোধ জানানো হয়েছে।