ঈদে সবার মুখে হাসি ফুটুক

‘হাসি’ একটা অমূল্য সম্পদ। একজন মানুষ কতটা সুখ-দুঃখ কিংবা স্বাচ্ছন্দ্যে বসবাস করে তা কেবল তার হাসি দেখলেই অনুমান করা যায়। মাহে রমজান শেষ পর্যায়ে। কেউ হয়তো হাজার হাজার টাকার শপিং করেও প্রশান্তি অনুভব করতে পারছে না। আবার কেউ ছেঁড়া লুঙ্গি, পাঞ্জাবি পড়ে ঈদ কাটিয়ে দিলেও কারো কাছে অভিযোগ করবে না। ঈদ মুসলমানদের জন্য একটা আনন্দের দিন। সেদিন ধনী-গরিব সবাই একসাথে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করে ঘরে ফিরে আসে। কেউ হয়তো মনের আনন্দে হাসে, আবার কেউ কষ্টের আড়ালে হাসে। ঈদের দিন যেন সবাই সুন্দরভাবে হাসি-খুশি মনে ঈদগাহে যেতে পারে। সেজন্য সমাজে অর্থবান লোকদের দায়িত্ব পথশিশু, অসহায়, মিসকিন, বিধবা, ইয়াতিমসহ যারা আর্থিক কষ্টে ভুগছে, চোখের লজ্জায় কাউকে কিছু বলতে পারছে না- তাদের পাশে দাঁড়ানো। এতে করে সমাজে ভেদাভেদ দূর হয়ে যাবে। ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিতে পারবে।

আব্দুল করিম গাজী

শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ

শনিবার, ৩০ এপ্রিল ২০২২ , ১৭ বৈশাখ ১৪২৮ ২৮ রমাদ্বান ১৪৪৩

ঈদে সবার মুখে হাসি ফুটুক

‘হাসি’ একটা অমূল্য সম্পদ। একজন মানুষ কতটা সুখ-দুঃখ কিংবা স্বাচ্ছন্দ্যে বসবাস করে তা কেবল তার হাসি দেখলেই অনুমান করা যায়। মাহে রমজান শেষ পর্যায়ে। কেউ হয়তো হাজার হাজার টাকার শপিং করেও প্রশান্তি অনুভব করতে পারছে না। আবার কেউ ছেঁড়া লুঙ্গি, পাঞ্জাবি পড়ে ঈদ কাটিয়ে দিলেও কারো কাছে অভিযোগ করবে না। ঈদ মুসলমানদের জন্য একটা আনন্দের দিন। সেদিন ধনী-গরিব সবাই একসাথে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করে ঘরে ফিরে আসে। কেউ হয়তো মনের আনন্দে হাসে, আবার কেউ কষ্টের আড়ালে হাসে। ঈদের দিন যেন সবাই সুন্দরভাবে হাসি-খুশি মনে ঈদগাহে যেতে পারে। সেজন্য সমাজে অর্থবান লোকদের দায়িত্ব পথশিশু, অসহায়, মিসকিন, বিধবা, ইয়াতিমসহ যারা আর্থিক কষ্টে ভুগছে, চোখের লজ্জায় কাউকে কিছু বলতে পারছে না- তাদের পাশে দাঁড়ানো। এতে করে সমাজে ভেদাভেদ দূর হয়ে যাবে। ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিতে পারবে।

আব্দুল করিম গাজী

শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ