বাজারে আগে থেকে ছাড়া পণ্যের দাম ঈদের আগে অবৈধভাবে বাড়িয়ে দেয়ার প্রমাণ পাওয়ার পর বাংলাদেশে বাটার শীর্ষ নির্বাহীকে তলবের সিদ্ধান্ত নিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদের পরই এ কাজের ব্যাখ্যা দিতে হবে কোম্পানিটিকে।
চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় বিদ্যমান প্রাইস ট্যাগের ওপর নতুন ট্যাগ লাগিয়ে বেশি দাম নেয়ার প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ জন্য ২৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে একেকটি বিক্রয়কেন্দ্রকে।
রাজধানী ঢাকার বিভিন্ন বিক্রয়কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। জেলায় জেলায় জরিমানার পর রাজধানীতে আবার পুরোনো প্রাইস ট্যাগে যেখানে দাম লেখা থাকে, সেই অংশটা কেটে নতুন দাম উল্লেখের বিষয়টি দেখা গেছে।
এই বিষয়ে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন এলাকায় বাটার শোরুমে অভিযান এবং জরিমানার পর বাটার বাংলাদেশ প্রধান তাকে ফোন করে জরিমানার কারণ জানতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘তিনি বিভিন্ন প্রশ্ন করেছিলেন। আমি বলেছি, বাংলাদেশে কিছু করতে হলে আইন মেনেই করতে হবে। আমি তাকে ঈদের পর তলব করেছি। অন্য যারা করছে তাদেরও তলব করব। যেখানে হাত দিচ্ছি, সেখানেই ম্যানিপুলেট দেখতে পাচ্ছি।’
বাটার বিভিন্ন বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপকরা জানিয়েছেন, কোম্পানির পক্ষ থেকেই আগে থেকে ছাড়া পণ্যের দাম বাড়ানো হয়েছে। তাদের সে নির্দেশ মানতেই হবে।
২০ এপ্রিল এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে বরিশালের চকবাজার এলাকায় শোরুমে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন হবিগঞ্জ শহরের কালীবাড়ী রোডের বাটার শোরুমে অভিযানে পুরোনো ট্যাগের উপর উচ্চমূল্যের নতুন ট্যাগ পাওয়া যায়। এ কারণে শোরুমটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তার আগের দিন বাটার কু?মিল্লা কান্দিরপাড় শোরুমেও আগের প্রাইস ট?্যা?গের জায়গায় নতুন ক?রে প্রাইস ট?্যাগ লা?গি?য়ে বে?শি দামে জুতা বি?ক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৪ এপ্রিল রাজশাহী নগরীর নিউমার্কেট আউটলেটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ২৮ এপ্রিল এক নারী ক্রেতার একই ধরনের অভিযোগের ভিত্তিতে ফরিদপুরের বাটা শোরুমকে ৪০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। এর আগে ১৮ এপ্রিল চট্টগ্রামের সানমার ওশ্যান সিটির বাটার শোরুম সতর্ক করাসহ এক লাখ টাকা জরিমানা করা হয়।
বিভিন্ন জেলায় জরিমানায় পড়েও কোম্পানিটি ঢাকার আউটলেটেও বেশি দামে পণ্য বিক্রি করছে। বাটার গুলশান, শেওড়াপাড়া, বাড্ডা শোরুম ঘুরে কারসাজির প্রমাণও মিলেছে। তবে দাম বেশি নেয়ার নতুন বুদ্ধি হিসেবে শুধু প্রাইস ট্যাগ নতুন না লাগিয়ে যে কাগজের উপর দাম লেখা হয় সে কাগজ কেটে ফেলে দিয়ে নতুন করে দাম পরিবর্তন করছে কোম্পানিটি। এতে আগেই শোরুমে তোলা জুতায় ক্ষেত্র বিশেষে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি নেয়া হচ্ছে।
রবিবার, ০১ মে ২০২২ , ১৮ বৈশাখ ১৪২৮ ২৯ রমাদ্বান ১৪৪৩
অর্থনৈতিক বার্তা পরিবেশক
বাজারে আগে থেকে ছাড়া পণ্যের দাম ঈদের আগে অবৈধভাবে বাড়িয়ে দেয়ার প্রমাণ পাওয়ার পর বাংলাদেশে বাটার শীর্ষ নির্বাহীকে তলবের সিদ্ধান্ত নিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদের পরই এ কাজের ব্যাখ্যা দিতে হবে কোম্পানিটিকে।
চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় বিদ্যমান প্রাইস ট্যাগের ওপর নতুন ট্যাগ লাগিয়ে বেশি দাম নেয়ার প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ জন্য ২৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে একেকটি বিক্রয়কেন্দ্রকে।
রাজধানী ঢাকার বিভিন্ন বিক্রয়কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। জেলায় জেলায় জরিমানার পর রাজধানীতে আবার পুরোনো প্রাইস ট্যাগে যেখানে দাম লেখা থাকে, সেই অংশটা কেটে নতুন দাম উল্লেখের বিষয়টি দেখা গেছে।
এই বিষয়ে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন এলাকায় বাটার শোরুমে অভিযান এবং জরিমানার পর বাটার বাংলাদেশ প্রধান তাকে ফোন করে জরিমানার কারণ জানতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘তিনি বিভিন্ন প্রশ্ন করেছিলেন। আমি বলেছি, বাংলাদেশে কিছু করতে হলে আইন মেনেই করতে হবে। আমি তাকে ঈদের পর তলব করেছি। অন্য যারা করছে তাদেরও তলব করব। যেখানে হাত দিচ্ছি, সেখানেই ম্যানিপুলেট দেখতে পাচ্ছি।’
বাটার বিভিন্ন বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপকরা জানিয়েছেন, কোম্পানির পক্ষ থেকেই আগে থেকে ছাড়া পণ্যের দাম বাড়ানো হয়েছে। তাদের সে নির্দেশ মানতেই হবে।
২০ এপ্রিল এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে বরিশালের চকবাজার এলাকায় শোরুমে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন হবিগঞ্জ শহরের কালীবাড়ী রোডের বাটার শোরুমে অভিযানে পুরোনো ট্যাগের উপর উচ্চমূল্যের নতুন ট্যাগ পাওয়া যায়। এ কারণে শোরুমটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তার আগের দিন বাটার কু?মিল্লা কান্দিরপাড় শোরুমেও আগের প্রাইস ট?্যা?গের জায়গায় নতুন ক?রে প্রাইস ট?্যাগ লা?গি?য়ে বে?শি দামে জুতা বি?ক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৪ এপ্রিল রাজশাহী নগরীর নিউমার্কেট আউটলেটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ২৮ এপ্রিল এক নারী ক্রেতার একই ধরনের অভিযোগের ভিত্তিতে ফরিদপুরের বাটা শোরুমকে ৪০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। এর আগে ১৮ এপ্রিল চট্টগ্রামের সানমার ওশ্যান সিটির বাটার শোরুম সতর্ক করাসহ এক লাখ টাকা জরিমানা করা হয়।
বিভিন্ন জেলায় জরিমানায় পড়েও কোম্পানিটি ঢাকার আউটলেটেও বেশি দামে পণ্য বিক্রি করছে। বাটার গুলশান, শেওড়াপাড়া, বাড্ডা শোরুম ঘুরে কারসাজির প্রমাণও মিলেছে। তবে দাম বেশি নেয়ার নতুন বুদ্ধি হিসেবে শুধু প্রাইস ট্যাগ নতুন না লাগিয়ে যে কাগজের উপর দাম লেখা হয় সে কাগজ কেটে ফেলে দিয়ে নতুন করে দাম পরিবর্তন করছে কোম্পানিটি। এতে আগেই শোরুমে তোলা জুতায় ক্ষেত্র বিশেষে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি নেয়া হচ্ছে।