বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের খুব দুর্দিন চলছে, তার ওপর চলচ্চিত্র শিল্পী সমিতির কর্মকা- চলচ্চিত্র শিল্পকে আরও ডুবিয়েছে। তবে এই প্রতিকূলতার মধ্যেও ঈদ সামানে রেখে সিনেমা মুক্তি দিতে তৎপর হয়ে উঠেছেন পরিচালক, প্রযোজক ও সিনেমা হল মালিকরা। কারণ সারা বছর সিনেমা দিয়ে ব্যবসা না হলেও ইদের ছবির ওপর ভরসা থাকে সবার। কিন্তু গত দুই বছর করোনার প্রভাবে তা থেকেও বঞ্চিত হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাই এবার ঈদে সিনেমা মুক্তি দিয়ে তারা ব্যবসায়িক ভাবে লাভবান হতে চাচ্ছেন তারা। ঈদে চারটি ছবি মুক্তি পাচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির দফতর কর্মকর্তা বাবু সৌমেন রায়। ছবি চারটি হলো- ‘গলুই’, ‘বিদ্রোহী’, ‘শান’ ও ‘বড্ড ভালোবাসি’। বড় বাজেটের রয়েছে তিনটি ছবি। কোন সিনেমা কয়টা হল নিতে পারে তাই নিয়ে চলছে প্রতিযোগিতা। বড় বাজেটের মধ্যে রয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত দুটি ছবি ‘গলুই’ ও ‘বিদ্রোহী’। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। এসএ হক অলিকের পরিচালনায় এখানে শাকিবের সঙ্গে দেখা যাবে পূজা চেরিকে। ছবিটির সংগীত পরিচালনায় ছিলেন হাবিব রহমান। ‘বিদ্রোহী’ সিনেমায় শাকিবের সঙ্গে আছেন আছেন বুবলী। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটির পরিচালনায় আছেন শাহীন সুমন, এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। বড় বাজেটের আরেক সিনেমা ‘শান’। অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। জাজ মাল্টিমাডিয়া পরিবেশিত সিনেমাটির প্রযোজনা করেছে কুইক মাল্টিমিডিয়া। এম রহিম পরিচালিত এই মারকুটে সিনেমার রচয়িতা আজাদ খান। ছবিটির চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে ছিলেন নাজিম উদ দৌলা। অপরদিকে ২৯ এপ্রিল বিকাল ৪টায় ব্লকবাস্টার সিনেমাসের উৎসব হলে এস রোজ ফিল্ম এর ঈদের ‘বড্ড ভালোবাসি’ ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সুলতানা রোজ নিপা প্রযোজিত ও জুয়েল ফারসি পরিচালিত ‘বড্ড ভালবাসি’ ছবিটি মূলত রোমান্টিক ধাঁচের সিনেমা। ঈদুল ফিতর হতে মুভিটি ব্লকবাস্টার সিনেমাসসহ সারাদেশে মুক্তি পাবে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়িকা সুলতানা রোজ, চিত্রনায়ক হাসিব খান শান্ত এবং কলকাতার চিত্রনায়ক অমিতাভ ভাট্টাচার্য, সুব্রত, প্রিয় চক্রবর্তী, নানা শাহ প্রমুখ।
বেশ কয়েক দশক ধরে একমাত্র শাকিব খানের ছবি চালালেই সিনেমা হলে দর্শক আসে এবং সিনেমা হল মালিকরা ব্যবসায়িকভাবে লাভবান হন। এই ঈদে যেহেতু শাকিব খানের দুটি ছবি মুক্তি পাচ্ছে তাই সিনেমা হল মালিকরাও আশার আলো দেখছেন। তাই সিনেমা হল কর্মচারী ও বুকিং এজেন্টদের তৎপরতায় অনেক মালিক শেষ পর্যন্ত বন্ধ সিনেমা হল খুলতে রাজি হচ্ছেন। এর ফলে বর্তমানে চালু থাকা প্রায় ৬০টির মতো সিনেমা হলের সঙ্গে যুক্ত হতে পারে কমপক্ষে আরও ৬০টি সিনেমা হল। তবে শেষ পর্যন্ত কত হলে ঈদের সিনেমা মুক্তি পাবে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। সব মিলিয়ে ১৫০ এর বেশি সিনেমা হলে ঈদের ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনাও আছে।
তবে শুধু ঈদের সিনেমা দিয়ে চলচ্চিত্র ব্যবসা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম বলে ধারণা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের মতে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে একের পর এক ভালো সিনেমা লাগবে, সিনেমা হলের অবস্থার পরিবর্তন করতে হবে যাতে মানুষ সিনেমা হলে গিয়ে স্বস্তি বোধ করে। তবে এবার আশার খবর হচ্ছে পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরে চার স্ক্রিন ও ৮০০ সিটের মাল্টিপ্লেক্স চালু হবে।
রবিবার, ০১ মে ২০২২ , ১৮ বৈশাখ ১৪২৮ ২৯ রমাদ্বান ১৪৪৩
নিথর মাহবুব
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের খুব দুর্দিন চলছে, তার ওপর চলচ্চিত্র শিল্পী সমিতির কর্মকা- চলচ্চিত্র শিল্পকে আরও ডুবিয়েছে। তবে এই প্রতিকূলতার মধ্যেও ঈদ সামানে রেখে সিনেমা মুক্তি দিতে তৎপর হয়ে উঠেছেন পরিচালক, প্রযোজক ও সিনেমা হল মালিকরা। কারণ সারা বছর সিনেমা দিয়ে ব্যবসা না হলেও ইদের ছবির ওপর ভরসা থাকে সবার। কিন্তু গত দুই বছর করোনার প্রভাবে তা থেকেও বঞ্চিত হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাই এবার ঈদে সিনেমা মুক্তি দিয়ে তারা ব্যবসায়িক ভাবে লাভবান হতে চাচ্ছেন তারা। ঈদে চারটি ছবি মুক্তি পাচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির দফতর কর্মকর্তা বাবু সৌমেন রায়। ছবি চারটি হলো- ‘গলুই’, ‘বিদ্রোহী’, ‘শান’ ও ‘বড্ড ভালোবাসি’। বড় বাজেটের রয়েছে তিনটি ছবি। কোন সিনেমা কয়টা হল নিতে পারে তাই নিয়ে চলছে প্রতিযোগিতা। বড় বাজেটের মধ্যে রয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত দুটি ছবি ‘গলুই’ ও ‘বিদ্রোহী’। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। এসএ হক অলিকের পরিচালনায় এখানে শাকিবের সঙ্গে দেখা যাবে পূজা চেরিকে। ছবিটির সংগীত পরিচালনায় ছিলেন হাবিব রহমান। ‘বিদ্রোহী’ সিনেমায় শাকিবের সঙ্গে আছেন আছেন বুবলী। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটির পরিচালনায় আছেন শাহীন সুমন, এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। বড় বাজেটের আরেক সিনেমা ‘শান’। অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। জাজ মাল্টিমাডিয়া পরিবেশিত সিনেমাটির প্রযোজনা করেছে কুইক মাল্টিমিডিয়া। এম রহিম পরিচালিত এই মারকুটে সিনেমার রচয়িতা আজাদ খান। ছবিটির চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে ছিলেন নাজিম উদ দৌলা। অপরদিকে ২৯ এপ্রিল বিকাল ৪টায় ব্লকবাস্টার সিনেমাসের উৎসব হলে এস রোজ ফিল্ম এর ঈদের ‘বড্ড ভালোবাসি’ ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সুলতানা রোজ নিপা প্রযোজিত ও জুয়েল ফারসি পরিচালিত ‘বড্ড ভালবাসি’ ছবিটি মূলত রোমান্টিক ধাঁচের সিনেমা। ঈদুল ফিতর হতে মুভিটি ব্লকবাস্টার সিনেমাসসহ সারাদেশে মুক্তি পাবে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়িকা সুলতানা রোজ, চিত্রনায়ক হাসিব খান শান্ত এবং কলকাতার চিত্রনায়ক অমিতাভ ভাট্টাচার্য, সুব্রত, প্রিয় চক্রবর্তী, নানা শাহ প্রমুখ।
বেশ কয়েক দশক ধরে একমাত্র শাকিব খানের ছবি চালালেই সিনেমা হলে দর্শক আসে এবং সিনেমা হল মালিকরা ব্যবসায়িকভাবে লাভবান হন। এই ঈদে যেহেতু শাকিব খানের দুটি ছবি মুক্তি পাচ্ছে তাই সিনেমা হল মালিকরাও আশার আলো দেখছেন। তাই সিনেমা হল কর্মচারী ও বুকিং এজেন্টদের তৎপরতায় অনেক মালিক শেষ পর্যন্ত বন্ধ সিনেমা হল খুলতে রাজি হচ্ছেন। এর ফলে বর্তমানে চালু থাকা প্রায় ৬০টির মতো সিনেমা হলের সঙ্গে যুক্ত হতে পারে কমপক্ষে আরও ৬০টি সিনেমা হল। তবে শেষ পর্যন্ত কত হলে ঈদের সিনেমা মুক্তি পাবে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। সব মিলিয়ে ১৫০ এর বেশি সিনেমা হলে ঈদের ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনাও আছে।
তবে শুধু ঈদের সিনেমা দিয়ে চলচ্চিত্র ব্যবসা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম বলে ধারণা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের মতে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে একের পর এক ভালো সিনেমা লাগবে, সিনেমা হলের অবস্থার পরিবর্তন করতে হবে যাতে মানুষ সিনেমা হলে গিয়ে স্বস্তি বোধ করে। তবে এবার আশার খবর হচ্ছে পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরে চার স্ক্রিন ও ৮০০ সিটের মাল্টিপ্লেক্স চালু হবে।