নাট্যাঙ্গনের প্রিয় মুখ আনিকা কবির শখ সংসার জীবন এবং সন্তানের মা হওয়ার পর বলা যায় দুই বছরেরও বেশি সময় বিরতির পর ঈদ উপলক্ষে অভিনয়ে ফিরেছেন। ঈদের তিনটি নাটকে অভিনয় করেছেন ও তিনটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আবার একটি ম্যাগাজিন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। ঈদে চ্যানেল নাইনে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে শখ’কে দেখা যাবে একাই তিনটি নাচ পারফর্ম করতে। আবার এটিএন বাংলা ও বিটিভিতেও তিনি পারফর্ম করবেন। এদিকে এবারের ঈদে তিনটি নাটকে দেখা যাবে শখকে। নাটকগুলো হচ্ছে জাকিউল ইসলাম রিপনের ‘ফাটাফাটি প্রেম’ (বিপরীতে জাহের আলভী)। মূলত এই নাটকে অভিনয়ের মধ্য দিয়েই বিরতির পর শখের অভিনয়ে ফেরা। এছাড়াও বিশ^জিৎ দত্তের পরিচালনায় ‘বাঘ ও বাঘিনী’ এবং প্রীত দত্তের পরিচালনায় ‘দাতা হাতেম তাই’ নাটকে অভিনয় করেছেন। আবার আগামী ঈদে এটিএন বাংলায় প্রচারের জন্য আনজাম মাসুদের গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানে দেখা যাবে শখকে। অভিনয়ে ফেরা এবং ঈদ প্রসঙ্গে শখ বলেন, ‘অনেকটা পরিকল্পনা ছাড়াই আসলে এবারের ঈদের কাজ করা। সবমিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বেশ কয়েক দিন পর ঈদ উৎসবে আমি আছি বেশ ভালোভাবেই। তাছাড়া এবারের ঈদ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এবারই প্রথম আমি আমার মেয়ের সঙ্গে প্রথম ঈদ উদযাপন করতে যাচ্ছি।’
রবিবার, ০১ মে ২০২২ , ১৮ বৈশাখ ১৪২৮ ২৯ রমাদ্বান ১৪৪৩
বিনোদন প্রতিবেদক
নাট্যাঙ্গনের প্রিয় মুখ আনিকা কবির শখ সংসার জীবন এবং সন্তানের মা হওয়ার পর বলা যায় দুই বছরেরও বেশি সময় বিরতির পর ঈদ উপলক্ষে অভিনয়ে ফিরেছেন। ঈদের তিনটি নাটকে অভিনয় করেছেন ও তিনটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আবার একটি ম্যাগাজিন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। ঈদে চ্যানেল নাইনে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে শখ’কে দেখা যাবে একাই তিনটি নাচ পারফর্ম করতে। আবার এটিএন বাংলা ও বিটিভিতেও তিনি পারফর্ম করবেন। এদিকে এবারের ঈদে তিনটি নাটকে দেখা যাবে শখকে। নাটকগুলো হচ্ছে জাকিউল ইসলাম রিপনের ‘ফাটাফাটি প্রেম’ (বিপরীতে জাহের আলভী)। মূলত এই নাটকে অভিনয়ের মধ্য দিয়েই বিরতির পর শখের অভিনয়ে ফেরা। এছাড়াও বিশ^জিৎ দত্তের পরিচালনায় ‘বাঘ ও বাঘিনী’ এবং প্রীত দত্তের পরিচালনায় ‘দাতা হাতেম তাই’ নাটকে অভিনয় করেছেন। আবার আগামী ঈদে এটিএন বাংলায় প্রচারের জন্য আনজাম মাসুদের গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানে দেখা যাবে শখকে। অভিনয়ে ফেরা এবং ঈদ প্রসঙ্গে শখ বলেন, ‘অনেকটা পরিকল্পনা ছাড়াই আসলে এবারের ঈদের কাজ করা। সবমিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বেশ কয়েক দিন পর ঈদ উৎসবে আমি আছি বেশ ভালোভাবেই। তাছাড়া এবারের ঈদ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এবারই প্রথম আমি আমার মেয়ের সঙ্গে প্রথম ঈদ উদযাপন করতে যাচ্ছি।’