চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, এবার সাংবাদিকের বাড়িতে সশস্ত্র হামলা

চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক খুনের রেশ কাটতে না কাটতেই এবার কিশোর গ্যাং তা-ব চালিয়েছে এক সাংবাদিকের বাড়িতে। জেলার সীতাকু-ের বাডবকু- ইউনিয়নের ভায়েরখিল এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে হামলা ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার রাতে হামলার শিকার হওয়া সাংবাদিক সবুজ শর্মার মেজ ভাই শ্যামল কান্তি শর্মা বাদী হয়ে সীতাকু- মডেল থানায় এ মামলা দায়ের করেন। এতে হামলায় নেতৃত্ব দেয়া কিশোর গ্যাং-এর মূল হোতা মো. হাসেম প্রকাশ আবুল হাসেম ও আকবরসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকু- থানার ওসি মো. আবুল কালাম আজাদ। সাংবাদিক সবুজ শর্মা শাকিল সীতাকু- প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার সীতাকু- প্রতিনিধি।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার বাড়বকু- ইউনিয়নের ভায়েরখীলে ওই সাংবাদিকের বাড়িতে ১৫/২২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। কিশোর গ্যাং চক্র তার বৌদি মঞ্জু শর্মা ও বোন শিখা শর্মার ওপর হামলা চালায়। এ সময় তারা ঘরের ভেতর ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা লুট করে পালিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসী আকবর সবুজের ভাই শ্যামল শর্মাকে প্রকাশ্য পেট্টল ঢেলে পুঁড়িয়ে মারার হুমকি প্রদানের পাশাপাশি স্থানীয় ইউপি সদস্যের নির্দেশে এ হামলার ঘটনা ঘটিয়েছেন জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মা শাকিল জানান, দিনের বেলায় আমার বাড়িঘরে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় এখন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি ভিডিও ফুটেজ দেখে দেখে ঘটনায় জড়িতদের শনাক্তের পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আবদুল মান্নান রবিন বলেন, সন্ত্রাসীরা কেন তার নাম ভাঙিয়ে হামলা করেছে তা তার জানা নেই। তিনি এ হামলার সঙ্গে কোনভাবে সম্পৃক্ত নন।

সীতাকু- থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাতে ভুক্তভোগী শ্যামল শর্মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাতে সীতাকু- থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল করিম ও পরিদর্শক (তদন্ত) সুমন বণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রবিবার, ০১ মে ২০২২ , ১৮ বৈশাখ ১৪২৮ ২৯ রমাদ্বান ১৪৪৩

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, এবার সাংবাদিকের বাড়িতে সশস্ত্র হামলা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক খুনের রেশ কাটতে না কাটতেই এবার কিশোর গ্যাং তা-ব চালিয়েছে এক সাংবাদিকের বাড়িতে। জেলার সীতাকু-ের বাডবকু- ইউনিয়নের ভায়েরখিল এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে হামলা ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার রাতে হামলার শিকার হওয়া সাংবাদিক সবুজ শর্মার মেজ ভাই শ্যামল কান্তি শর্মা বাদী হয়ে সীতাকু- মডেল থানায় এ মামলা দায়ের করেন। এতে হামলায় নেতৃত্ব দেয়া কিশোর গ্যাং-এর মূল হোতা মো. হাসেম প্রকাশ আবুল হাসেম ও আকবরসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকু- থানার ওসি মো. আবুল কালাম আজাদ। সাংবাদিক সবুজ শর্মা শাকিল সীতাকু- প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার সীতাকু- প্রতিনিধি।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার বাড়বকু- ইউনিয়নের ভায়েরখীলে ওই সাংবাদিকের বাড়িতে ১৫/২২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। কিশোর গ্যাং চক্র তার বৌদি মঞ্জু শর্মা ও বোন শিখা শর্মার ওপর হামলা চালায়। এ সময় তারা ঘরের ভেতর ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা লুট করে পালিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসী আকবর সবুজের ভাই শ্যামল শর্মাকে প্রকাশ্য পেট্টল ঢেলে পুঁড়িয়ে মারার হুমকি প্রদানের পাশাপাশি স্থানীয় ইউপি সদস্যের নির্দেশে এ হামলার ঘটনা ঘটিয়েছেন জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মা শাকিল জানান, দিনের বেলায় আমার বাড়িঘরে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় এখন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি ভিডিও ফুটেজ দেখে দেখে ঘটনায় জড়িতদের শনাক্তের পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আবদুল মান্নান রবিন বলেন, সন্ত্রাসীরা কেন তার নাম ভাঙিয়ে হামলা করেছে তা তার জানা নেই। তিনি এ হামলার সঙ্গে কোনভাবে সম্পৃক্ত নন।

সীতাকু- থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাতে ভুক্তভোগী শ্যামল শর্মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাতে সীতাকু- থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল করিম ও পরিদর্শক (তদন্ত) সুমন বণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।