সড়ক দুর্ঘটনায় তিন জেলায় শিশুসহ নিহত ৩

সংবাদ ডেস্ক : পৃথক সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক চাপায় পোশাককর্মী, মাদারীপুরে ইজিবাইক চাপায় শিশু ও ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। জেলা বার্তা পরিবেশক ও প্রতিনিধির পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারিজের সামনে গতকাল বিকেলে দ্রুতগতির ট্রাক চাপায় শহিদুল ইসলাম (৫০) নামের এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভোজপারাদিয়া ইউনিয়নের চন্দ্রখালী গ্রামের মৃত শেখ জিন্নত আলীর ছেলে। তিনি গাজীপুরের এমএনডব্লিউ ফ্যাশন লিমিটেডে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শহিদুল ইসলাম ঈদের ছুটি পেয়ে গাজীপুর থেকে নিজ মোটরসাইকেল (নং ফরিদপুর হ-১২৩২৮৬) চালিয়ে বাগেরহাট জেলার রামপালের ঈদ করতে যাচ্ছিলেন। গতকাল বিকেল ৪টার দিকে তিনি গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারিজের সামনে এলে পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক (নং ঢাকা মেট্টো ট-২২-৫৬৭৯) তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এছাড়া মৃতদেহটি উদ্ধার করে পরবর্তী আইনগত পদক্ষেপগ্রহণ করা হয়েছে।

মাদারীপুর

মাদারীপুরে সড়কে ইজিবাইচের চাপায় পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা।

নিহত শিশু সুরাইয়া আক্তার সদর উপজেলার চন্ডিবর্দী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানতে পারা যায়নি।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, সদর উপজেলার দুধখালি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সুরাইয়া আক্তার নামের মেয়েটি বাড়ি থেকে গোসল করার জন্য রাস্তা অন্য পাড়ে যাচ্ছিল। এমন সময় একটি ইজিবাইক এসে চাপা দিলে ঘটনাস্থলেই মেয়েটি গুরতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেপরোয়া গতির যাত্রীবাহি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়ায় আরমান মিয়া (৩২) নামের আরোহী নিহত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আরমান মিয়া নরসিংদী জেলার বেলাব উপজেলার আলফাজ উদ্দিনের ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলীগামী দিগন্ত পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবক বাসের চাপায় নিহত হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে।

রবিবার, ০১ মে ২০২২ , ১৮ বৈশাখ ১৪২৮ ২৯ রমাদ্বান ১৪৪৩

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় শিশুসহ নিহত ৩

গোয়ালন্দ (রাজবাড়ী)

সংবাদ ডেস্ক : পৃথক সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক চাপায় পোশাককর্মী, মাদারীপুরে ইজিবাইক চাপায় শিশু ও ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। জেলা বার্তা পরিবেশক ও প্রতিনিধির পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারিজের সামনে গতকাল বিকেলে দ্রুতগতির ট্রাক চাপায় শহিদুল ইসলাম (৫০) নামের এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভোজপারাদিয়া ইউনিয়নের চন্দ্রখালী গ্রামের মৃত শেখ জিন্নত আলীর ছেলে। তিনি গাজীপুরের এমএনডব্লিউ ফ্যাশন লিমিটেডে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শহিদুল ইসলাম ঈদের ছুটি পেয়ে গাজীপুর থেকে নিজ মোটরসাইকেল (নং ফরিদপুর হ-১২৩২৮৬) চালিয়ে বাগেরহাট জেলার রামপালের ঈদ করতে যাচ্ছিলেন। গতকাল বিকেল ৪টার দিকে তিনি গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারিজের সামনে এলে পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক (নং ঢাকা মেট্টো ট-২২-৫৬৭৯) তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এছাড়া মৃতদেহটি উদ্ধার করে পরবর্তী আইনগত পদক্ষেপগ্রহণ করা হয়েছে।

মাদারীপুর

মাদারীপুরে সড়কে ইজিবাইচের চাপায় পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা।

নিহত শিশু সুরাইয়া আক্তার সদর উপজেলার চন্ডিবর্দী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানতে পারা যায়নি।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, সদর উপজেলার দুধখালি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সুরাইয়া আক্তার নামের মেয়েটি বাড়ি থেকে গোসল করার জন্য রাস্তা অন্য পাড়ে যাচ্ছিল। এমন সময় একটি ইজিবাইক এসে চাপা দিলে ঘটনাস্থলেই মেয়েটি গুরতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেপরোয়া গতির যাত্রীবাহি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়ায় আরমান মিয়া (৩২) নামের আরোহী নিহত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আরমান মিয়া নরসিংদী জেলার বেলাব উপজেলার আলফাজ উদ্দিনের ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলীগামী দিগন্ত পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবক বাসের চাপায় নিহত হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে।