গুম করে, ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় আ’লীগ : ফখরুল

আওয়ামী লীগ গুম করে, ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর বনানীতে বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ইলিয়াস আলী শুধু আমাদের দলের নেতা ছিলেন না, তিনি সিলেট এবং সমগ্র দেশের মানুষের কাছে অত্যন্ত সাহসী, প্রতিবাদী ও বিজ্ঞ রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আমাদের দলের সাংগঠনিক সম্পাদক এবং সংসদ সদস্য ইলিয়াস আলী যখন গুম হয়, তারপরে সারাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। এজন্য যে, বাংলাদেশের মানুষ অতীতে গুম শব্দের সঙ্গে পরিচিত ছিল না। প্রথমে চৌধুরী আলম নিখোঁজ হলেন, এর পরেই দুজন ছাত্রনেতা; ঠিক সেভাবে বোঝা যায়নি। কিন্তু ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরেই সারাদেশে ও আন্তর্জাতিকভাবে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে গুমের কালচারটা কখনো ছিল না। যারা জবর-দখলকারী ক্ষমতায় থাকেন, কর্তৃত্ববাদী সরকাররাও অতীতে এই ঘটনা ঘটাননি। ইতোমধ্যে অধিকার প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করেছে, সেখানে আমাদেরই ৬ শতাধিক নেতাকে গুম করা হয়েছে। শুধু বাংলাদেশে না, এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। গুমের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রতিষ্ঠান র‌্যাব এবং ৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ফখরুল বলেন, আজ ইলিয়াস আলী একটি প্রতীকে পরিণত হয়েছে। একদিকে তার প্রতিবাদের প্রতীক, অন্যদিকে অত্যাচার-নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে তার প্রতীক। সেজন্য আমরা সব সময় আসি ইলিয়াস আলীর পরিবারের কাছে। তার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল, তারা অনেক বিপদে আছেন। মেয়ের ভর্তির ব্যাপারে অনেক সমস্যায় পড়তে হয়েছে। পরবর্তীতে অনেক চেষ্টা করে ভর্তি করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, গুম ব্যক্তিদের খুঁজে বের করতে সরকারের কোন উদ্যোগ দেখা যায়নি। খুব পরিষ্কার এটা এই সরকারের মাধ্যমেই হয়েছে। গুম ব্যক্তিদের খুঁজে বের করতে কোন উদ্যোগ নেয় না এবং পরিবারগুলো সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কতটা দেউলিয়া হয়ে গেছে যে, তারা জাতীয় সমস্যা সমাধানে ভারতকে অনুরোধ করতে চায়। তারা এটা নিয়ে দেশের মানুষের কাছে দাঁড়াতে পারছে না। এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তাদের যেহেতু জবাবদিহিতা জনগণের কাছে নেই, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও জবাবদিহিতার প্রয়োজন তারা মনে করে না।

রবিবার, ০১ মে ২০২২ , ১৮ বৈশাখ ১৪২৮ ২৯ রমাদ্বান ১৪৪৩

গুম করে, ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় আ’লীগ : ফখরুল

নিজস্ব বার্তা পরিবেশক

আওয়ামী লীগ গুম করে, ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর বনানীতে বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ইলিয়াস আলী শুধু আমাদের দলের নেতা ছিলেন না, তিনি সিলেট এবং সমগ্র দেশের মানুষের কাছে অত্যন্ত সাহসী, প্রতিবাদী ও বিজ্ঞ রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আমাদের দলের সাংগঠনিক সম্পাদক এবং সংসদ সদস্য ইলিয়াস আলী যখন গুম হয়, তারপরে সারাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। এজন্য যে, বাংলাদেশের মানুষ অতীতে গুম শব্দের সঙ্গে পরিচিত ছিল না। প্রথমে চৌধুরী আলম নিখোঁজ হলেন, এর পরেই দুজন ছাত্রনেতা; ঠিক সেভাবে বোঝা যায়নি। কিন্তু ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরেই সারাদেশে ও আন্তর্জাতিকভাবে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে গুমের কালচারটা কখনো ছিল না। যারা জবর-দখলকারী ক্ষমতায় থাকেন, কর্তৃত্ববাদী সরকাররাও অতীতে এই ঘটনা ঘটাননি। ইতোমধ্যে অধিকার প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করেছে, সেখানে আমাদেরই ৬ শতাধিক নেতাকে গুম করা হয়েছে। শুধু বাংলাদেশে না, এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। গুমের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রতিষ্ঠান র‌্যাব এবং ৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ফখরুল বলেন, আজ ইলিয়াস আলী একটি প্রতীকে পরিণত হয়েছে। একদিকে তার প্রতিবাদের প্রতীক, অন্যদিকে অত্যাচার-নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে তার প্রতীক। সেজন্য আমরা সব সময় আসি ইলিয়াস আলীর পরিবারের কাছে। তার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল, তারা অনেক বিপদে আছেন। মেয়ের ভর্তির ব্যাপারে অনেক সমস্যায় পড়তে হয়েছে। পরবর্তীতে অনেক চেষ্টা করে ভর্তি করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, গুম ব্যক্তিদের খুঁজে বের করতে সরকারের কোন উদ্যোগ দেখা যায়নি। খুব পরিষ্কার এটা এই সরকারের মাধ্যমেই হয়েছে। গুম ব্যক্তিদের খুঁজে বের করতে কোন উদ্যোগ নেয় না এবং পরিবারগুলো সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কতটা দেউলিয়া হয়ে গেছে যে, তারা জাতীয় সমস্যা সমাধানে ভারতকে অনুরোধ করতে চায়। তারা এটা নিয়ে দেশের মানুষের কাছে দাঁড়াতে পারছে না। এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তাদের যেহেতু জবাবদিহিতা জনগণের কাছে নেই, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও জবাবদিহিতার প্রয়োজন তারা মনে করে না।