জাকাত মানে শাড়ি-লুঙ্গি কিংবা ঈদ বোনাস নয়

আমাদের দেশে প্রতি বছর ঈদুল ফিতরের সময়ে শাড়ি-লুঙ্গি প্রদানের মাধ্যমে জাকাত আদায় করতে দেখা যায়। জাকাত প্রদানকারী ব্যক্তি লাখ লাখ টাকা ব্যয় করে এলাকার মানুষকে এ শাড়ি-লুঙ্গি প্রদান করেন। অধিক মানুষ জাকাতের শাড়ি-লুঙ্গি পেলেও তাদের কারোরই এতে প্রয়োজন মেটে না। এরূপে জাকাত প্রদান করা মানে দারিদ্র্য ব্যক্তিকে দারিদ্র্যাবস্থায় রাখা। এর মাধ্যমে জাকাতের উদ্দেশ্য পূরণ হয় না। এই অবস্থায় জাকাত গ্রহীতাদের শাড়ি-লুঙ্গি কিংবা যৎ সামান্য অর্থ না দিয়ে নিজেদের উদ্যোগে কিংবা ইসলামী ফাউন্ডেশনের মধ্যস্থতা কিংবা জাকাত ব্যবস্থাপনায় কমিটি গঠন করে অসহায় সম্বলহীন দরিদ্র মানুষদের জন্য জায়গা, গৃহ ও ব্যাবসার জন্য নগদ অর্থ প্রদান করে তাদের ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব। প্রতি বছর জাকাতের অর্থায়নে যদি দেশব্যাপী এক হাজার পরিবারকেও সাবলম্বী করা যায়। এতে দেশ থেকে দারিদ্র্যতা দূর করা সম্ভব হবে। আমাদের উচিত উদার মন-মানসিকতার অধিকারী হওয়া। এই সমাজে লোক দেখানোর জন্য কিংবা নিজেকে মহান প্রমাণের জন্য মানুষ জাকাত প্রদান করে থাকে। অধিক লোকের মাঝে নামমাত্র অর্থ-কাপড় প্রদান না করে একজন মানুষকেও সাবলম্বী করতে পারলে সেটিই হবে জাকাত আদায়ের সর্বোৎকৃষ্ট উদাহরণ। তাহলেই দারিদ্র্যতামুক্ত হবে প্রিয় বাংলাদেশ।

জুবায়ের আহমেদ

রবিবার, ০১ মে ২০২২ , ১৮ বৈশাখ ১৪২৮ ২৯ রমাদ্বান ১৪৪৩

জাকাত মানে শাড়ি-লুঙ্গি কিংবা ঈদ বোনাস নয়

আমাদের দেশে প্রতি বছর ঈদুল ফিতরের সময়ে শাড়ি-লুঙ্গি প্রদানের মাধ্যমে জাকাত আদায় করতে দেখা যায়। জাকাত প্রদানকারী ব্যক্তি লাখ লাখ টাকা ব্যয় করে এলাকার মানুষকে এ শাড়ি-লুঙ্গি প্রদান করেন। অধিক মানুষ জাকাতের শাড়ি-লুঙ্গি পেলেও তাদের কারোরই এতে প্রয়োজন মেটে না। এরূপে জাকাত প্রদান করা মানে দারিদ্র্য ব্যক্তিকে দারিদ্র্যাবস্থায় রাখা। এর মাধ্যমে জাকাতের উদ্দেশ্য পূরণ হয় না। এই অবস্থায় জাকাত গ্রহীতাদের শাড়ি-লুঙ্গি কিংবা যৎ সামান্য অর্থ না দিয়ে নিজেদের উদ্যোগে কিংবা ইসলামী ফাউন্ডেশনের মধ্যস্থতা কিংবা জাকাত ব্যবস্থাপনায় কমিটি গঠন করে অসহায় সম্বলহীন দরিদ্র মানুষদের জন্য জায়গা, গৃহ ও ব্যাবসার জন্য নগদ অর্থ প্রদান করে তাদের ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব। প্রতি বছর জাকাতের অর্থায়নে যদি দেশব্যাপী এক হাজার পরিবারকেও সাবলম্বী করা যায়। এতে দেশ থেকে দারিদ্র্যতা দূর করা সম্ভব হবে। আমাদের উচিত উদার মন-মানসিকতার অধিকারী হওয়া। এই সমাজে লোক দেখানোর জন্য কিংবা নিজেকে মহান প্রমাণের জন্য মানুষ জাকাত প্রদান করে থাকে। অধিক লোকের মাঝে নামমাত্র অর্থ-কাপড় প্রদান না করে একজন মানুষকেও সাবলম্বী করতে পারলে সেটিই হবে জাকাত আদায়ের সর্বোৎকৃষ্ট উদাহরণ। তাহলেই দারিদ্র্যতামুক্ত হবে প্রিয় বাংলাদেশ।

জুবায়ের আহমেদ