‘গলুই’ দেখতে ভিড় প্রশংসায় ভাসছেন অলিক

নন্দিত পরিচালক এসএ হক অলিক অনেক সফল সিনেমার নির্মাতা। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক নায়ক শাকিব খান ও পূজা চেরিকে নিয়ে সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ নির্মাণ করেছেন তিনি। সিনেমাটি মুক্তি পেয়েছে এবারের ঈদে। মাত্র ২৮টি হলে সিনেমাটি মুক্তি পেলেও ছবিটি দেখতে দর্শকদের ব্যপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ঈদের দিন থেকে সিনেমা হলগুলোতে প্রতিটি শো হাউজফুল যাচ্ছে বলে জানা যাচ্ছে। হল মালিকরা বলছেন, ‘দর্শকদের প্রশংসায় ভাসছেন পরিচালক এসএ হক অলিক। শাকিব-পূজা জুটিও সবার মন ছুঁয়েছে। সবগুলো হলে ‘গলুই’ নারী দর্শকের উপস্থিতিও চোখে পড়ার মতো। শাকিব দেশে না থাকায় দর্শকরা মিস করছে তাকে।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ‘গলুই’ এর প্রশংসা। সরকারি অনুদানে ‘গলুই’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরি। এতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ ও কতা।

‘গলুই’ টিম প্রতিদিনই কোন না কোন হলে শো’র সময় দর্শকদের মাঝে হাজির হচ্ছেন। পরিচালকসূত্রে জানা যায় শুক্রবার জামালপুরের হলগুলোতে বিভিন্ন প্রদর্শনীর সময় নায়িকা পূজাসহ গলুই টিম হাজির ছিলেন। এ সিনেমার শুটিং হয়েছে জামালপুরের বিভিন্ন লোকেশনে। জামালপুরে খুব উৎসাহ নিয়ে দর্শক সিনেমা দেখতে আসছেন বলে জানিয়েছেন গলুই টিম। জামালপুর ছাড়াও রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও এর অন্য শাখাগুলোতেও দর্শকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রামের সিলভার স্ক্রিনেও খুব ভালো যাচ্ছে ‘গলুই। কিশোরগঞ্জের কুলিয়ারচরের আনন্দ হলেও ‘গলুই’ দেখতে ঈদের দিন থেকেই দর্শকের ভিড় আছে। পাশাপাশি ছবিটি ভালো দর্শক টেনেছে জিঞ্জিরার ‘লায়ন সিনেপ্লেক্সেও’।

পরিচালক অলিক বলেন, ‘গলুইয়ের প্রতি দর্শকদের ভালবাসা দেখে খুব ভালো লাগছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। সবাইকে সিনেমাটি দেখার অনুরোধ রিইল। মোট ২৮টি সিনেমা হলে দেখা যাচ্ছে গলুই। তবে আগামী সপ্তাহে নতুন কিছু হলে সিনেমাটি চলবে।’

শনিবার, ০৭ মে ২০২২ , ২৩ বৈশাখ ১৪২৮ ০৪ শাওয়াল ১৪৪৩

‘গলুই’ দেখতে ভিড় প্রশংসায় ভাসছেন অলিক

বিনোদন প্রতিবেদক

image

নন্দিত পরিচালক এসএ হক অলিক অনেক সফল সিনেমার নির্মাতা। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক নায়ক শাকিব খান ও পূজা চেরিকে নিয়ে সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ নির্মাণ করেছেন তিনি। সিনেমাটি মুক্তি পেয়েছে এবারের ঈদে। মাত্র ২৮টি হলে সিনেমাটি মুক্তি পেলেও ছবিটি দেখতে দর্শকদের ব্যপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ঈদের দিন থেকে সিনেমা হলগুলোতে প্রতিটি শো হাউজফুল যাচ্ছে বলে জানা যাচ্ছে। হল মালিকরা বলছেন, ‘দর্শকদের প্রশংসায় ভাসছেন পরিচালক এসএ হক অলিক। শাকিব-পূজা জুটিও সবার মন ছুঁয়েছে। সবগুলো হলে ‘গলুই’ নারী দর্শকের উপস্থিতিও চোখে পড়ার মতো। শাকিব দেশে না থাকায় দর্শকরা মিস করছে তাকে।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ‘গলুই’ এর প্রশংসা। সরকারি অনুদানে ‘গলুই’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরি। এতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ ও কতা।

‘গলুই’ টিম প্রতিদিনই কোন না কোন হলে শো’র সময় দর্শকদের মাঝে হাজির হচ্ছেন। পরিচালকসূত্রে জানা যায় শুক্রবার জামালপুরের হলগুলোতে বিভিন্ন প্রদর্শনীর সময় নায়িকা পূজাসহ গলুই টিম হাজির ছিলেন। এ সিনেমার শুটিং হয়েছে জামালপুরের বিভিন্ন লোকেশনে। জামালপুরে খুব উৎসাহ নিয়ে দর্শক সিনেমা দেখতে আসছেন বলে জানিয়েছেন গলুই টিম। জামালপুর ছাড়াও রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও এর অন্য শাখাগুলোতেও দর্শকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রামের সিলভার স্ক্রিনেও খুব ভালো যাচ্ছে ‘গলুই। কিশোরগঞ্জের কুলিয়ারচরের আনন্দ হলেও ‘গলুই’ দেখতে ঈদের দিন থেকেই দর্শকের ভিড় আছে। পাশাপাশি ছবিটি ভালো দর্শক টেনেছে জিঞ্জিরার ‘লায়ন সিনেপ্লেক্সেও’।

পরিচালক অলিক বলেন, ‘গলুইয়ের প্রতি দর্শকদের ভালবাসা দেখে খুব ভালো লাগছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। সবাইকে সিনেমাটি দেখার অনুরোধ রিইল। মোট ২৮টি সিনেমা হলে দেখা যাচ্ছে গলুই। তবে আগামী সপ্তাহে নতুন কিছু হলে সিনেমাটি চলবে।’