নারীর নিরাপত্তা চাই

গণপরিবহন থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন, সর্বত্র নারীর নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। রেল পরিবহনকে সেবামূলক খাত বলা হলেও নানাবিধ সমস্যার কারণে এখন তা পরিণত হয়েছে গণভোগান্তি হিসেবে, বিশেষ করে নারীদের জন্য। যার ভয়াবহ ও বিভৎস চিত্র মিলে সম্প্রতি চবির সাড়ে ৫টার শাটলে। নিজ ক্যাম্পাসেই এখন শিক্ষার্থীরা অনিরাপত্তার লাইসেন্স নিয়ে ঘুরছে। ক্যাম্পাসের সর্বত্র বহিরাগতদের উৎপাত ও চবির প্রশাসনের সিদ্ধান্তহীনতা শিক্ষার্থীদের এমন ভোগান্তি ও লাঞ্ছনার প্রধান কারণ।

যৌন হয়রানি প্রতিরোধে বিধিমালা আছে কিন্তু সুষ্ঠু প্রয়োগ নেই বললেই চলে। ফলে একদিকে যেমন আইন ও বিচার তাদের দখলে, অন্যদিকে নিপীড়নের শিকার নারীরা বিচারহীনতায় ভুগছে। ক্যাম্পাসে নারীর যৌন হয়রানির ঘটনা যেন আর কোনো লেখকের লেখনির উপজীব্য না হয় সেজন্য ক্যাম্পাসে স্থানীয়দের প্রভাব দূর করতে হবে। বহিরাগতদের প্রবশে নিষিদ্ধ করতে হবে। এ ব্যপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মিজবাহুল জান্নাত তারিন

শনিবার, ০৭ মে ২০২২ , ২৩ বৈশাখ ১৪২৮ ০৪ শাওয়াল ১৪৪৩

নারীর নিরাপত্তা চাই

গণপরিবহন থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন, সর্বত্র নারীর নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। রেল পরিবহনকে সেবামূলক খাত বলা হলেও নানাবিধ সমস্যার কারণে এখন তা পরিণত হয়েছে গণভোগান্তি হিসেবে, বিশেষ করে নারীদের জন্য। যার ভয়াবহ ও বিভৎস চিত্র মিলে সম্প্রতি চবির সাড়ে ৫টার শাটলে। নিজ ক্যাম্পাসেই এখন শিক্ষার্থীরা অনিরাপত্তার লাইসেন্স নিয়ে ঘুরছে। ক্যাম্পাসের সর্বত্র বহিরাগতদের উৎপাত ও চবির প্রশাসনের সিদ্ধান্তহীনতা শিক্ষার্থীদের এমন ভোগান্তি ও লাঞ্ছনার প্রধান কারণ।

যৌন হয়রানি প্রতিরোধে বিধিমালা আছে কিন্তু সুষ্ঠু প্রয়োগ নেই বললেই চলে। ফলে একদিকে যেমন আইন ও বিচার তাদের দখলে, অন্যদিকে নিপীড়নের শিকার নারীরা বিচারহীনতায় ভুগছে। ক্যাম্পাসে নারীর যৌন হয়রানির ঘটনা যেন আর কোনো লেখকের লেখনির উপজীব্য না হয় সেজন্য ক্যাম্পাসে স্থানীয়দের প্রভাব দূর করতে হবে। বহিরাগতদের প্রবশে নিষিদ্ধ করতে হবে। এ ব্যপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মিজবাহুল জান্নাত তারিন