শেয়ারবাজারে সামান্য উত্থান : সূচক, দর ও লেনদেন বেড়েছে

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী প্রথম কার্যদিবস পতন হলেও দ্বিতীয় কার্যদিবস গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেশিরভাগ সিকিউরিটিজের দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.২৫ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৯.৪১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৭৮ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৪৭.৪১ পয়েন্টে। অন্য সূচক ডিএসই-৩০ সূচক ৪.৩১ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪৪৯.২৫ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৫০৩ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসইতে গতকাল ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৬টির বা ৫৬.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১১২টির বা ২৯.৪৭ শতাংশের এবং ৫২টির বা ১৩.৬৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৫.০৪ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৪.৮২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭২টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। গতকাল সিএসইতে ৩১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫২ লাখ ৬৪ হাজার ৮২০টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ২৮ কোটি ৫৪ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। স্যালভো কেমিক্যাল ২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, আইপিডিসি, জেএমআ হসপিটাল, ম্যারিকো, মার্কেন্টাইল ব্যাংক, এম.এল ডাইং, এনসিসি ব্যাংক, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টি, ওরিয়ন ফার্মা, দ্য পেনিনসুলা, ফনিক্স ফাইন্যান্স, প্যারামিউন্ট টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সি পার্ল বিচ, সিলকো ফার্মা, সোনালী পেপার, এসপিসিএল, স্কয়ার টেক্সটাইল, ইউনিক হোটেল, ভিএফএস থ্রেড ডাইং ও জাহিন স্পিনিং লিমিটেড।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৬টির বা ৫৬.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস শাইনপুকুর সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে শাইনপুকুর সিরামিক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পেনিনসুলার ৯.৯৪ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ৯.৯১ শতাংশ, একটিভ ফাইনের ৯.৬১ শতাংশ, শাশা ডেনিমসের ৯.১২ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৯.০৭ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮.৯৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৮.৮৬ শতাংশ, জিবিবি পাওয়ারের ৮.২৬ শতাংশ এবং ইফাদ অটোসের শেয়ার দর ৭.৯৫ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১২টির বা ২৯.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস সিটি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ১৩.৮৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে সিটি ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইমাম বাটনের ৪.৮৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.৯৮ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৩.৪১ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.২৭ শতাংশ, ইউনিক হোটেলের ৩.০৫ শতাংশ, জেমিনি সি ফুডের ৩.০২ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২.৭৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২.৭৩ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ২.৭০ শতাংশ কমেছে।

সোমবার, ০৯ মে ২০২২ , ২৬ বৈশাখ ১৪২৮ ০৬ শাওয়াল ১৪৪৩

শেয়ারবাজারে সামান্য উত্থান : সূচক, দর ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী প্রথম কার্যদিবস পতন হলেও দ্বিতীয় কার্যদিবস গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেশিরভাগ সিকিউরিটিজের দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.২৫ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৯.৪১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৭৮ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৪৭.৪১ পয়েন্টে। অন্য সূচক ডিএসই-৩০ সূচক ৪.৩১ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪৪৯.২৫ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৫০৩ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসইতে গতকাল ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৬টির বা ৫৬.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১১২টির বা ২৯.৪৭ শতাংশের এবং ৫২টির বা ১৩.৬৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৫.০৪ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৪.৮২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭২টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। গতকাল সিএসইতে ৩১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫২ লাখ ৬৪ হাজার ৮২০টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ২৮ কোটি ৫৪ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। স্যালভো কেমিক্যাল ২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, আইপিডিসি, জেএমআ হসপিটাল, ম্যারিকো, মার্কেন্টাইল ব্যাংক, এম.এল ডাইং, এনসিসি ব্যাংক, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টি, ওরিয়ন ফার্মা, দ্য পেনিনসুলা, ফনিক্স ফাইন্যান্স, প্যারামিউন্ট টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সি পার্ল বিচ, সিলকো ফার্মা, সোনালী পেপার, এসপিসিএল, স্কয়ার টেক্সটাইল, ইউনিক হোটেল, ভিএফএস থ্রেড ডাইং ও জাহিন স্পিনিং লিমিটেড।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৬টির বা ৫৬.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস শাইনপুকুর সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে শাইনপুকুর সিরামিক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পেনিনসুলার ৯.৯৪ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ৯.৯১ শতাংশ, একটিভ ফাইনের ৯.৬১ শতাংশ, শাশা ডেনিমসের ৯.১২ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৯.০৭ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮.৯৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৮.৮৬ শতাংশ, জিবিবি পাওয়ারের ৮.২৬ শতাংশ এবং ইফাদ অটোসের শেয়ার দর ৭.৯৫ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১২টির বা ২৯.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস সিটি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ১৩.৮৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে সিটি ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইমাম বাটনের ৪.৮৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.৯৮ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৩.৪১ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.২৭ শতাংশ, ইউনিক হোটেলের ৩.০৫ শতাংশ, জেমিনি সি ফুডের ৩.০২ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২.৭৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২.৭৩ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ২.৭০ শতাংশ কমেছে।