সাংবাদিক রাজার স্মরণে নাগরিক শোকসভা

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিপিবি’র জেলা সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা কমরেড আখতার হোসেন রাজা এর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে এ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মো. রাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মরহুমের জীবন দর্শন নিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুহা. সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. আবু মো: খায়রুল কবির, প্রফেসর মনতোষ কুমার দে, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান খান চৌধুরী, প্রয়াত আখতার হোসেন রাজার সহধর্মিনী লুৎফুন্নেসা লিলি, অবসারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দীন, সিপিবির জেলা সভাপতি ইয়াকুব আলী এবং সঞ্চালনায় ছিলেন অমল কুমার টিক্কু।

সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

গত ১৩ মার্চ রোববার সকালে রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক আখতার হোসেন রাজা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৭১ সালে কর্নেল কাজী নুরুজ্জামানের নেতৃত্বে ৭ নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নেন তিনি। ১৯৬৭ সালে সাংবাদিকতা পেশায় নাম লেখান। তিনি দৈনিক সংবাদ, দৈনিক উত্তরা, দ্য ইনডিপেন্ডেন্ট, রেডিও টুডে এবং বাংলাদেশ টেলিভিশনে সাংবাদিকতা করেন।

সোমবার, ০৯ মে ২০২২ , ২৬ বৈশাখ ১৪২৮ ০৬ শাওয়াল ১৪৪৩

সাংবাদিক রাজার স্মরণে নাগরিক শোকসভা

প্রতিনিধি, ঠাকুরগাঁও

image

ঠাকুরগাঁও : মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাংবাদিক ও কমরেড আখতার হোসেন রাজা নাগরিক স্মরণসভায় অভ্যাগতরা -সংবাদ

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিপিবি’র জেলা সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা কমরেড আখতার হোসেন রাজা এর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে এ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মো. রাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মরহুমের জীবন দর্শন নিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুহা. সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. আবু মো: খায়রুল কবির, প্রফেসর মনতোষ কুমার দে, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান খান চৌধুরী, প্রয়াত আখতার হোসেন রাজার সহধর্মিনী লুৎফুন্নেসা লিলি, অবসারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দীন, সিপিবির জেলা সভাপতি ইয়াকুব আলী এবং সঞ্চালনায় ছিলেন অমল কুমার টিক্কু।

সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

গত ১৩ মার্চ রোববার সকালে রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক আখতার হোসেন রাজা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৭১ সালে কর্নেল কাজী নুরুজ্জামানের নেতৃত্বে ৭ নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নেন তিনি। ১৯৬৭ সালে সাংবাদিকতা পেশায় নাম লেখান। তিনি দৈনিক সংবাদ, দৈনিক উত্তরা, দ্য ইনডিপেন্ডেন্ট, রেডিও টুডে এবং বাংলাদেশ টেলিভিশনে সাংবাদিকতা করেন।