রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

গান, কবিতা ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সারাদেশে স্মরন করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। গতকাল ছিল কবির ১৬১তম জন্মবার্ষিকী।

ছায়ানট : ঢাকায় ছায়ানট দু’দিনের বরীন্দ্র উৎসবের আয়োজন করেছে। ছায়ানট মিলনায়তনে আয়োজিত গতকাল প্রথম দিনের অনুষ্টানে বিপুল সংখ্যক শ্রোতার উপস্থিতিতে ছায়ানটের শিল্পীররা গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

শিলাইদহে রবীন্দ্র জন্মোৎসব : কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে সংস্কৃৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, স্মারক বক্তৃতা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর সনৎ কুমার সাহা, স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, ধন্যবাদ জ্ঞাপন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রতিবছর রবীন্দ্র জন্মবার্ষিকী নতুনের বার্তা নিয়ে আসে, যা কালের আবর্তে কখনো মলিন হয় না। প্রাণে নিয়ে আসে উচ্ছ্বাস-উদ্দীপনা।’

স্পিকার বলেন, ‘রবীন্দ্রনাথ বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন, রচনা করেছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে আমাদের জাতীয় সংগীত হিসেবে নির্বাচন করেছেন।’

পতিসরে রবীন্দ্র জন্মোৎসব : বাঙালি জীবনের নানা অনুষঙ্গে রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক। তার গান, কবিতা, নাটক ও প্রবন্ধ প্রেরণার উৎস হয়ে আছে। কবিগুরুর স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনায় এভাবেই বক্তারা বিশ্বকবিকে স্মরণ করেন।

কবিতা, গান, নাটক ও আলোচনা সভার আয়োজন ছাড়াও কবিগুরুর স্মৃতিধন্য পতিসরে সকাল থেকে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলায় শিশু-কিশোররাসহ বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে।

সকাল ১০টায় পতিসর রবীন্দ্র কাচারিবাড়ি প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে কবিগুরুর ১৬১তম জন্মোৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানের প্রথম পর্বে কাচারিবাড়ি চত্বরে রাজশাহী চারুকলা বিভাগের শিক্ষার্থী ও নওগাঁ শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে ‘রঙ তুলিতে রবীন্দ্রনাথ’ চিত্র প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন, নওগাঁ পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।

‘মানবতার সংকট ও রবীন্দ্রনাথ’ শীর্ষক স্মারক আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশেষজ্ঞ রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মো. আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. পিএম শফিকুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক আলী রেজা আবদুল মজিদ ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

নারায়ণগঞ্জ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে গান-কবিতা পরিবেশন করেন সংস্কৃতিকর্মীরা।

কোরাস গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তবলা, বাঁশির সুরের সঙ্গে গান, কবিতা পরিবেশনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় কবিগুরুকে। বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, প্রগতি লেখক সংঘ, হাওয়াইয়ান গিটার, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।

সোমবার, ০৯ মে ২০২২ , ২৬ বৈশাখ ১৪২৮ ০৬ শাওয়াল ১৪৪৩

রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

image

রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে সংগীত পরিবেশ করে ‘ছায়ানট’ শিল্পীরা -সংবাদ

গান, কবিতা ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সারাদেশে স্মরন করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। গতকাল ছিল কবির ১৬১তম জন্মবার্ষিকী।

ছায়ানট : ঢাকায় ছায়ানট দু’দিনের বরীন্দ্র উৎসবের আয়োজন করেছে। ছায়ানট মিলনায়তনে আয়োজিত গতকাল প্রথম দিনের অনুষ্টানে বিপুল সংখ্যক শ্রোতার উপস্থিতিতে ছায়ানটের শিল্পীররা গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

শিলাইদহে রবীন্দ্র জন্মোৎসব : কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে সংস্কৃৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, স্মারক বক্তৃতা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর সনৎ কুমার সাহা, স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, ধন্যবাদ জ্ঞাপন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রতিবছর রবীন্দ্র জন্মবার্ষিকী নতুনের বার্তা নিয়ে আসে, যা কালের আবর্তে কখনো মলিন হয় না। প্রাণে নিয়ে আসে উচ্ছ্বাস-উদ্দীপনা।’

স্পিকার বলেন, ‘রবীন্দ্রনাথ বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন, রচনা করেছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে আমাদের জাতীয় সংগীত হিসেবে নির্বাচন করেছেন।’

পতিসরে রবীন্দ্র জন্মোৎসব : বাঙালি জীবনের নানা অনুষঙ্গে রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক। তার গান, কবিতা, নাটক ও প্রবন্ধ প্রেরণার উৎস হয়ে আছে। কবিগুরুর স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনায় এভাবেই বক্তারা বিশ্বকবিকে স্মরণ করেন।

কবিতা, গান, নাটক ও আলোচনা সভার আয়োজন ছাড়াও কবিগুরুর স্মৃতিধন্য পতিসরে সকাল থেকে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলায় শিশু-কিশোররাসহ বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে।

সকাল ১০টায় পতিসর রবীন্দ্র কাচারিবাড়ি প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে কবিগুরুর ১৬১তম জন্মোৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানের প্রথম পর্বে কাচারিবাড়ি চত্বরে রাজশাহী চারুকলা বিভাগের শিক্ষার্থী ও নওগাঁ শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে ‘রঙ তুলিতে রবীন্দ্রনাথ’ চিত্র প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন, নওগাঁ পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।

‘মানবতার সংকট ও রবীন্দ্রনাথ’ শীর্ষক স্মারক আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশেষজ্ঞ রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মো. আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. পিএম শফিকুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক আলী রেজা আবদুল মজিদ ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

নারায়ণগঞ্জ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে গান-কবিতা পরিবেশন করেন সংস্কৃতিকর্মীরা।

কোরাস গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তবলা, বাঁশির সুরের সঙ্গে গান, কবিতা পরিবেশনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় কবিগুরুকে। বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, প্রগতি লেখক সংঘ, হাওয়াইয়ান গিটার, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।