সাইবার বুলিং

সাইবার বুলিং একজন মানুষকে নিজের প্রতি বিশ্বাস কমিয়ে দেয় মানসিকভাবে শক্তিশালী না হলে একজন সুস্থ মানুষকে অসুস্থ করার জন্য কিছু কুরুচিপূর্ণ নোংরা কমেন্টই যথেষ্ট। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কেমন আচরণ করতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিকভাবে সে শিক্ষাটাও দেয়া দরকার। ইন্টারনেটে আমরা যাই করি তার ফলাফল কিন্তু সমষ্টিগত।

বুলিংয়ের শিকার ব্যক্তির ওপর দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক প্রভাব পড়ে। একদল সুযোগসন্ধানী ভার্চুয়াল প্ল্যাটফর্মকে অপরাধ সংঘটিত করার আদর্শ জগৎ বানিয়ে ফেলেছে। ইন্টারনেট হয়ে দাঁড়িয়েছে নারীর জন্য শাঁখের করাত। কোন অপরাধ করলে যেমন রাতারাতি আইনের কাঠগড়ায় দাঁড় করানো হয়- বুলিংয়ের ক্ষেত্রেও সেই দৃষ্টান্ত প্রয়োগ করতে হবে। বুলিংয়ের বিরুদ্ধে আওয়াজ তোলা এখন সময়ের দাবি। তাহলেই ভার্চুয়াল জগৎ এবং বাস্তব জীবনে শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে।

মিজবাহুল জান্নাত তারিন

বুধবার, ১১ মে ২০২২ , ২৮ বৈশাখ ১৪২৮ ০৮ শাওয়াল ১৪৪৩

সাইবার বুলিং

সাইবার বুলিং একজন মানুষকে নিজের প্রতি বিশ্বাস কমিয়ে দেয় মানসিকভাবে শক্তিশালী না হলে একজন সুস্থ মানুষকে অসুস্থ করার জন্য কিছু কুরুচিপূর্ণ নোংরা কমেন্টই যথেষ্ট। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কেমন আচরণ করতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিকভাবে সে শিক্ষাটাও দেয়া দরকার। ইন্টারনেটে আমরা যাই করি তার ফলাফল কিন্তু সমষ্টিগত।

বুলিংয়ের শিকার ব্যক্তির ওপর দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক প্রভাব পড়ে। একদল সুযোগসন্ধানী ভার্চুয়াল প্ল্যাটফর্মকে অপরাধ সংঘটিত করার আদর্শ জগৎ বানিয়ে ফেলেছে। ইন্টারনেট হয়ে দাঁড়িয়েছে নারীর জন্য শাঁখের করাত। কোন অপরাধ করলে যেমন রাতারাতি আইনের কাঠগড়ায় দাঁড় করানো হয়- বুলিংয়ের ক্ষেত্রেও সেই দৃষ্টান্ত প্রয়োগ করতে হবে। বুলিংয়ের বিরুদ্ধে আওয়াজ তোলা এখন সময়ের দাবি। তাহলেই ভার্চুয়াল জগৎ এবং বাস্তব জীবনে শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে।

মিজবাহুল জান্নাত তারিন