২০ মে দেশে ও বিদেশে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

আসামি ২০ মে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘পাপ পুণ্য’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’র শুটিংকালিন পেছনের দৃশ্য নিয়ে প্রায় ২৫ মিনিটের একটি ভিডিও কন্টেন্ট চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে ইমপ্রেস টেলিফিল্ম। শুটিং সময়ের আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, চুমকি, সিয়াম ও নবাগতা সুমিসহ ছবির অন্যান্য কলাকুশলীদের মজার অভিজ্ঞতার কথা বলা এবং সেই দৃশ্যপট দেখানোও হয়েছে এই ভিডিওতে। ২০ মে ‘পাপ পুণ্য’ মুক্তি শুধু দেশে নয়, উ. আমেরিকার শতাধিক মাল্টিপ্লেক্সেও প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। শিগগির আসবে ‘পাপ পুণ্য’র ট্রেলার। সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি ও চঞ্চল চৌধুরী ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ। এটি গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ ছবি। এই পরিচালক বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি দরকার যা ‘পাপ পুণ্য’র মতো। আগের ছবিগুলোর চেয়ে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো হয়েছে। উত্তর আমেরিকার ১১২টি হলে একযোগে ছবিটি মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। সজীব বলেন, ‘পাপ পুণ্য’ মুক্তি পাচ্ছে একযোগে কানাডার ৫টি প্রভিন্সের ৮টি শহর এবং আমেরিকার ২৫টি স্টেটের ১০০ এর বেশি শহরে। এতে করে সিনেমাটি আমেরিকা ও কানাডার মোটামুটি ১ মিলিয়ন এর বেশি (বাংলাদেশের সিনেমার) দর্শকের দেখার সুযোগ হচ্ছে। এটিই বাংলাদেশের সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের (অলমোস্ট) টোটাল মার্কেট সাইজ। এখন, এ সংখ্যার কতজন আমাদের সিনেমা দেখতে পাপ পুণ্য।

বৃহস্পতিবার, ১২ মে ২০২২ , ২৯ বৈশাখ ১৪২৮ ০৯ শাওয়াল ১৪৪৩

২০ মে দেশে ও বিদেশে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

বিনোদন প্রতিবেদক

image

আসামি ২০ মে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘পাপ পুণ্য’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’র শুটিংকালিন পেছনের দৃশ্য নিয়ে প্রায় ২৫ মিনিটের একটি ভিডিও কন্টেন্ট চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে ইমপ্রেস টেলিফিল্ম। শুটিং সময়ের আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, চুমকি, সিয়াম ও নবাগতা সুমিসহ ছবির অন্যান্য কলাকুশলীদের মজার অভিজ্ঞতার কথা বলা এবং সেই দৃশ্যপট দেখানোও হয়েছে এই ভিডিওতে। ২০ মে ‘পাপ পুণ্য’ মুক্তি শুধু দেশে নয়, উ. আমেরিকার শতাধিক মাল্টিপ্লেক্সেও প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। শিগগির আসবে ‘পাপ পুণ্য’র ট্রেলার। সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি ও চঞ্চল চৌধুরী ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ। এটি গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ ছবি। এই পরিচালক বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি দরকার যা ‘পাপ পুণ্য’র মতো। আগের ছবিগুলোর চেয়ে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো হয়েছে। উত্তর আমেরিকার ১১২টি হলে একযোগে ছবিটি মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। সজীব বলেন, ‘পাপ পুণ্য’ মুক্তি পাচ্ছে একযোগে কানাডার ৫টি প্রভিন্সের ৮টি শহর এবং আমেরিকার ২৫টি স্টেটের ১০০ এর বেশি শহরে। এতে করে সিনেমাটি আমেরিকা ও কানাডার মোটামুটি ১ মিলিয়ন এর বেশি (বাংলাদেশের সিনেমার) দর্শকের দেখার সুযোগ হচ্ছে। এটিই বাংলাদেশের সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের (অলমোস্ট) টোটাল মার্কেট সাইজ। এখন, এ সংখ্যার কতজন আমাদের সিনেমা দেখতে পাপ পুণ্য।