জামালপুরে আবার চলবে ‘গলুই’

এস এ হল অলিক পরিচালিত ‘গলুই’ জামালপুরের তিনটি মিলনায়তনে বিকল্প প্রদর্শনী চলচ্ছিলো। শাকিব খান ও পূজা চেরী অভিনীত ছবিটি ১৯১৮ সালের আইন দেখিয়ে বন্ধ করে দেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

এ নিয়ে দেশের চলচ্চিত্র জগতে তীব্র প্রতিক্রিয়া হয়। অবশেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের হস্তক্ষেপে বিষয়টির সুরাহা হয়েছে। বুধবার (১০ মে) থেকে ছবিটি আবার জামালপুরের মিলনায়তনগুলোতে চলতে পারবে। এ ব্যাপারে কোন সময় বা অন্য কোন শর্ত বেঁধে দেয়া হয়নি।

ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা এ ব্যাপারে তথ্যমন্ত্রীর সঙ্গে গতকাল দেখা করেছিলাম। আমাদেরকে আজকে (মঙ্গলবার) বিকেলের দিকে তার দফতর থেকে জানানো হয়েছে, আমরা জামালপুরে ছবিটি যতদিন খুশি ততদিন চালাতে পারবো। আমাদেরকে তারা কোন শর্ত বেঁধে দেননি। আমরা বুধবার থেকে আগের তিনটি অডিটোরিয়ামে ছবি চালাব।’ বুধবার থেকে জামালপুরের মির্জা আজম অডিটোরিয়াম, মাদারগঞ্জ নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম এবং ইসলামপুর ফরিদুল হক খান অডিটোরিয়ামে ‘গলুই’ দেখতে পাবেন দর্শকরা।

বৃহস্পতিবার, ১২ মে ২০২২ , ২৯ বৈশাখ ১৪২৮ ০৯ শাওয়াল ১৪৪৩

জামালপুরে আবার চলবে ‘গলুই’

বিনোদন প্রতিবেদক

image

এস এ হল অলিক পরিচালিত ‘গলুই’ জামালপুরের তিনটি মিলনায়তনে বিকল্প প্রদর্শনী চলচ্ছিলো। শাকিব খান ও পূজা চেরী অভিনীত ছবিটি ১৯১৮ সালের আইন দেখিয়ে বন্ধ করে দেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

এ নিয়ে দেশের চলচ্চিত্র জগতে তীব্র প্রতিক্রিয়া হয়। অবশেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের হস্তক্ষেপে বিষয়টির সুরাহা হয়েছে। বুধবার (১০ মে) থেকে ছবিটি আবার জামালপুরের মিলনায়তনগুলোতে চলতে পারবে। এ ব্যাপারে কোন সময় বা অন্য কোন শর্ত বেঁধে দেয়া হয়নি।

ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা এ ব্যাপারে তথ্যমন্ত্রীর সঙ্গে গতকাল দেখা করেছিলাম। আমাদেরকে আজকে (মঙ্গলবার) বিকেলের দিকে তার দফতর থেকে জানানো হয়েছে, আমরা জামালপুরে ছবিটি যতদিন খুশি ততদিন চালাতে পারবো। আমাদেরকে তারা কোন শর্ত বেঁধে দেননি। আমরা বুধবার থেকে আগের তিনটি অডিটোরিয়ামে ছবি চালাব।’ বুধবার থেকে জামালপুরের মির্জা আজম অডিটোরিয়াম, মাদারগঞ্জ নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম এবং ইসলামপুর ফরিদুল হক খান অডিটোরিয়ামে ‘গলুই’ দেখতে পাবেন দর্শকরা।