সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড থামান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড থামাতে শ্রীলঙ্কার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। দেশজুড়ে অব্যাহত সহিংসতার ঘটনায় গত মঙ্গলবার এমন আহ্বান জানিয়েছেন তিনি।

বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলারও অঙ্গীকার করেছেন গোটাবায়া। টুইটারে দেয়া পোস্টে তিনি বলেছেন, সাংবিধানিক ম্যান্ডেটের মধ্যে থেকে অর্থনৈতিক সংকট উত্তরণে ঐকমত্যের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের যাবতীয় উদ্যোগ নেওয়া হবে। চলমান সহিংসতা নিয়ে সতর্ক করেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা। টুইটারে দেয়া পোস্টে তিনি বলেছেন, ‘সামরিক শাসনের পথ প্রশস্ত করার জন্য সহিংসতা উসকে দিতে নাশকতাকারীদের ব্যবহার করা হতে পারে।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট আরও সহিংসতা প্রতিরোধে শ্রীলঙ্কার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বর্তমান অবস্থা থেকে উত্তরণে সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার, ১২ মে ২০২২ , ২৯ বৈশাখ ১৪২৮ ০৯ শাওয়াল ১৪৪৩

সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড থামান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড থামাতে শ্রীলঙ্কার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। দেশজুড়ে অব্যাহত সহিংসতার ঘটনায় গত মঙ্গলবার এমন আহ্বান জানিয়েছেন তিনি।

বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলারও অঙ্গীকার করেছেন গোটাবায়া। টুইটারে দেয়া পোস্টে তিনি বলেছেন, সাংবিধানিক ম্যান্ডেটের মধ্যে থেকে অর্থনৈতিক সংকট উত্তরণে ঐকমত্যের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের যাবতীয় উদ্যোগ নেওয়া হবে। চলমান সহিংসতা নিয়ে সতর্ক করেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা। টুইটারে দেয়া পোস্টে তিনি বলেছেন, ‘সামরিক শাসনের পথ প্রশস্ত করার জন্য সহিংসতা উসকে দিতে নাশকতাকারীদের ব্যবহার করা হতে পারে।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট আরও সহিংসতা প্রতিরোধে শ্রীলঙ্কার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বর্তমান অবস্থা থেকে উত্তরণে সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি।