সে কথা ভুলে যেও না

যুগের বিবর্তনে, মানবসভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে অনেক তত্ত্ব, অনেক প্রথা পরিত্যক্ত অথবা পরিবর্তিত হয়েছে। কিন্তু এমন অনেক তত্ত্ব ও উপদেশ আছে যেগুলি অপরিবর্তনীয় রয়ে গেছে। ভাবতে অবাক লাগে খ্রিস্টপূর্ব ছয়-সাত শতাব্দীর মহামনীষী চৈনিক সন্ন্যাসী লাওৎসের মুখনিঃসৃত কিছু উক্তি আজও কি প্রাসঙ্গিক এবং সূর্য-চন্দ্রের উদয়াস্তের মতোই অপরিবর্তনীয় রয়ে গেছে।

তিনি বলে গেছেন, ‘যে পরমজ্ঞান লাভ করেছে যে নিজেকে পেছনে রাখতে চাইলেও সামনে এসে পড়ে’। বলেছেন, ‘বাসস্থানের জন্য চাই উৎকৃষ্ট ভূমি, হৃদয়ের কাছে চাই গভীরতা, বন্ধুর কাছে চাই সহৃদয়তা, কথার মধ্যে চাই সততা, শাসনের মধ্যে চাই সুব্যবস্থা, কাজের মধ্যে চাই কর্মক্ষমতা, শ্রমের মধ্যে চাই সময়ের জ্ঞান।’

প্রশ্নের ছলে আরও বলেছেন, ‘নিঃশ্বাসকে বেঁধে নিজেকে নরম করে শিশুর মতো করতে পারো? মানুষকে ভালোবেসে, দেশ শাসন করেও নিজেকে সবার অজানা রাখতে পারও? আকাশের খোলা আর বন্ধের সময় হতে পারো না- পাখির মতো? উপদেশ দিয়েছেন, ‘এদের বাঁচাও, ওরা গড়ে উঠুক, বাঁচাও, কিন্তু অধিকার করতে যেও না। খেটে চলো, কিন্তু নির্ভর করো না।’ আজ আমাদের ভাবার সময় এসেছে, আমরা সেই মহাজ্ঞানী-মহামানব লাওৎসের উপদেশ কতটা মানতে পেরেছি বা পারছি।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা

বৃহস্পতিবার, ১২ মে ২০২২ , ২৯ বৈশাখ ১৪২৮ ০৯ শাওয়াল ১৪৪৩

সে কথা ভুলে যেও না

যুগের বিবর্তনে, মানবসভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে অনেক তত্ত্ব, অনেক প্রথা পরিত্যক্ত অথবা পরিবর্তিত হয়েছে। কিন্তু এমন অনেক তত্ত্ব ও উপদেশ আছে যেগুলি অপরিবর্তনীয় রয়ে গেছে। ভাবতে অবাক লাগে খ্রিস্টপূর্ব ছয়-সাত শতাব্দীর মহামনীষী চৈনিক সন্ন্যাসী লাওৎসের মুখনিঃসৃত কিছু উক্তি আজও কি প্রাসঙ্গিক এবং সূর্য-চন্দ্রের উদয়াস্তের মতোই অপরিবর্তনীয় রয়ে গেছে।

তিনি বলে গেছেন, ‘যে পরমজ্ঞান লাভ করেছে যে নিজেকে পেছনে রাখতে চাইলেও সামনে এসে পড়ে’। বলেছেন, ‘বাসস্থানের জন্য চাই উৎকৃষ্ট ভূমি, হৃদয়ের কাছে চাই গভীরতা, বন্ধুর কাছে চাই সহৃদয়তা, কথার মধ্যে চাই সততা, শাসনের মধ্যে চাই সুব্যবস্থা, কাজের মধ্যে চাই কর্মক্ষমতা, শ্রমের মধ্যে চাই সময়ের জ্ঞান।’

প্রশ্নের ছলে আরও বলেছেন, ‘নিঃশ্বাসকে বেঁধে নিজেকে নরম করে শিশুর মতো করতে পারো? মানুষকে ভালোবেসে, দেশ শাসন করেও নিজেকে সবার অজানা রাখতে পারও? আকাশের খোলা আর বন্ধের সময় হতে পারো না- পাখির মতো? উপদেশ দিয়েছেন, ‘এদের বাঁচাও, ওরা গড়ে উঠুক, বাঁচাও, কিন্তু অধিকার করতে যেও না। খেটে চলো, কিন্তু নির্ভর করো না।’ আজ আমাদের ভাবার সময় এসেছে, আমরা সেই মহাজ্ঞানী-মহামানব লাওৎসের উপদেশ কতটা মানতে পেরেছি বা পারছি।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা