লালপোল ক্রসিংয়ে ওভারপাস নির্মাণ করা হোক

ফেনী সদর উপজেলার বালিগাঁও, ধলিয়া, কালিদহ, ফরহাদনগর, ফাজিলপুর, ছনুয়াসহ ৬টি ইউনিয়ন, সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ১০ লাখ বাসিন্দার জেলা শহর ফেনী আসার সংযোগ সড়ক হচ্ছে লালপোল। এসব এলাকার বাসিন্দারা নানা কাজে ফেনী শহরে যাতায়াত করে থাকে। কিন্তু লালপোল মহাসড়কের ত্রুটিযুক্ত নকশার কারণে ফেনীর দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র সোনাগাজী সড়কটি এই মহাসড়ক দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায়। ফেনী জেলার বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুবাদে নিয়মিত অনেক শিক্ষার্থী এই রাস্তায় যাতায়াত করে।

লালপোল ক্রসিং পার হয়ে ফেনী শহরে ঢুকতেই হাতের ডান দিকে অবস্থিত ফেনী জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জয়নাল হাজারী কলেজ। এই কলেজের হাজারো ছাত্রছাত্রী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে থাকে। ফুটওভারব্রিজটি একটু দূরে থাকায় কেউ সেটি ব্যবহার করতে চান না। এছাড়াও রোগী নিয়ে স্বজনদের শহরের বিভিন্ন হাসপাতালে আসতেও লালপোলের বিকল্প নেই। কিন্তু প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে এ জনপদের মানুষকে জেলা শহরে আসতে হয়। টাউন সার্ভিস নামে শহরকেন্দ্রিক যে বাস সেবা চালু রেেয়ছ, সে বাসগুলো শহরে ঢুকতে লালপোল ক্রসিং ব্যবহার করে, যেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সিএনজি, ট্রাক, পিকআপ, মোটরবাইক এই ক্রসিং ব্যবহার করে।

লালপোল সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ হওয়ায় নিয়মিত অনেক ভারী যানবাহন ও যাত্রীবাহী বাস যাতায়াত করে। চট্টগ্রামগামী দূরপাল্লার গাড়িগুলো মহিপাল সিক্স লেন ফ্লাইওভার অতিক্রম করার পর দ্রুতগতিতে লালপোল অতিক্রম করে। ফলে এ বিশাল জনপদের মানুষ মহাসড়ক পাড়ি দিতে গিয়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে; অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। তাই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে অনতিবিলম্বে লালপোল ক্রসিংয়ে আন্ডারপাস অথবা ওভারপাস নির্মাণ করা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

অনিক বণিক

শিক্ষার্থী- জয়নাল হাজারী কলেজ, ফেনী

বৃহস্পতিবার, ১২ মে ২০২২ , ২৯ বৈশাখ ১৪২৮ ০৯ শাওয়াল ১৪৪৩

লালপোল ক্রসিংয়ে ওভারপাস নির্মাণ করা হোক

ফেনী সদর উপজেলার বালিগাঁও, ধলিয়া, কালিদহ, ফরহাদনগর, ফাজিলপুর, ছনুয়াসহ ৬টি ইউনিয়ন, সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ১০ লাখ বাসিন্দার জেলা শহর ফেনী আসার সংযোগ সড়ক হচ্ছে লালপোল। এসব এলাকার বাসিন্দারা নানা কাজে ফেনী শহরে যাতায়াত করে থাকে। কিন্তু লালপোল মহাসড়কের ত্রুটিযুক্ত নকশার কারণে ফেনীর দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র সোনাগাজী সড়কটি এই মহাসড়ক দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায়। ফেনী জেলার বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুবাদে নিয়মিত অনেক শিক্ষার্থী এই রাস্তায় যাতায়াত করে।

লালপোল ক্রসিং পার হয়ে ফেনী শহরে ঢুকতেই হাতের ডান দিকে অবস্থিত ফেনী জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জয়নাল হাজারী কলেজ। এই কলেজের হাজারো ছাত্রছাত্রী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে থাকে। ফুটওভারব্রিজটি একটু দূরে থাকায় কেউ সেটি ব্যবহার করতে চান না। এছাড়াও রোগী নিয়ে স্বজনদের শহরের বিভিন্ন হাসপাতালে আসতেও লালপোলের বিকল্প নেই। কিন্তু প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে এ জনপদের মানুষকে জেলা শহরে আসতে হয়। টাউন সার্ভিস নামে শহরকেন্দ্রিক যে বাস সেবা চালু রেেয়ছ, সে বাসগুলো শহরে ঢুকতে লালপোল ক্রসিং ব্যবহার করে, যেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সিএনজি, ট্রাক, পিকআপ, মোটরবাইক এই ক্রসিং ব্যবহার করে।

লালপোল সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ হওয়ায় নিয়মিত অনেক ভারী যানবাহন ও যাত্রীবাহী বাস যাতায়াত করে। চট্টগ্রামগামী দূরপাল্লার গাড়িগুলো মহিপাল সিক্স লেন ফ্লাইওভার অতিক্রম করার পর দ্রুতগতিতে লালপোল অতিক্রম করে। ফলে এ বিশাল জনপদের মানুষ মহাসড়ক পাড়ি দিতে গিয়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে; অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। তাই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে অনতিবিলম্বে লালপোল ক্রসিংয়ে আন্ডারপাস অথবা ওভারপাস নির্মাণ করা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

অনিক বণিক

শিক্ষার্থী- জয়নাল হাজারী কলেজ, ফেনী