দালালদের টাকা না দেয়ায় কুমেকে ছাত্রলীগ নেতাকে মারধর

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে ডাক্তার দেখানোর জন্য দালালদের দাবিকৃত টাকা না দেয়ায় এক ছাত্রলীগ নেতাকে রড ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করেছে সংঘবদ্ধ দালালরা। গত বুধবার ওই হাসপাতালের গেইটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আহত ওই ছাত্রলীগ নেতার ছোট ভাই শরিফুল ইসলাম রোমান বাদী হয়ে মামলা করেছেন। হামলার শিকার ওই ছাত্রলীগ নেতা হচ্ছেন হানিফুল ইসলাম রনি, তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

মামলার অভিযোগ করা হয়, আহত ছাত্রলীগ নেতা হানিফুল ইসলাম ওরফে রনির ছোটভাই শরিফুল ইসলাম রোমান তাদের এক আত্মীয় অসুস্থ রোগীকে নিয়ে বুধবার সকাল ১০টার দিকে কুমেক হাসপাতালে যান। এসময় ওই হাসপাতালের গেটে কয়েকজন দালাল ওই রোগীকে ডাক্তার দেখিয়ে দিবে এবং এজন্য তাদের কিছু টাকা দিতে বললে রোমান টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে দালালরা রোমানকে মারধর করে। এসময় রনি তার ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে দালালরা তার ওপরও হামলা চালায় এবং এলোপাতাড়ি হকিস্টিক ও রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে।

এ সময় তারা রনির মোটরসাইকেলটি ভাংচুর করে। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতার ভাই শরিফুল ইসলাম রোমান বাদী হয়ে দালাল রাকিব, জুয়েল, মাসুক, রাজিবের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, এ ঘটনা হাসপাতালের গেটের সামনে ঘটেছে বলে জেনেছি। এ ঘটনার সঙ্গে হাসপাতালের কেউ জড়িত নেই, সবাই বহিরাগত।

গত বুধবার রাত সাড়ে ৮টায় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শনিবার, ১৪ মে ২০২২ , ৩১ বৈশাখ ১৪২৮ ১২ শাওয়াল ১৪৪৩

দালালদের টাকা না দেয়ায় কুমেকে ছাত্রলীগ নেতাকে মারধর

জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে ডাক্তার দেখানোর জন্য দালালদের দাবিকৃত টাকা না দেয়ায় এক ছাত্রলীগ নেতাকে রড ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করেছে সংঘবদ্ধ দালালরা। গত বুধবার ওই হাসপাতালের গেইটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আহত ওই ছাত্রলীগ নেতার ছোট ভাই শরিফুল ইসলাম রোমান বাদী হয়ে মামলা করেছেন। হামলার শিকার ওই ছাত্রলীগ নেতা হচ্ছেন হানিফুল ইসলাম রনি, তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

মামলার অভিযোগ করা হয়, আহত ছাত্রলীগ নেতা হানিফুল ইসলাম ওরফে রনির ছোটভাই শরিফুল ইসলাম রোমান তাদের এক আত্মীয় অসুস্থ রোগীকে নিয়ে বুধবার সকাল ১০টার দিকে কুমেক হাসপাতালে যান। এসময় ওই হাসপাতালের গেটে কয়েকজন দালাল ওই রোগীকে ডাক্তার দেখিয়ে দিবে এবং এজন্য তাদের কিছু টাকা দিতে বললে রোমান টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে দালালরা রোমানকে মারধর করে। এসময় রনি তার ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে দালালরা তার ওপরও হামলা চালায় এবং এলোপাতাড়ি হকিস্টিক ও রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে।

এ সময় তারা রনির মোটরসাইকেলটি ভাংচুর করে। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতার ভাই শরিফুল ইসলাম রোমান বাদী হয়ে দালাল রাকিব, জুয়েল, মাসুক, রাজিবের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, এ ঘটনা হাসপাতালের গেটের সামনে ঘটেছে বলে জেনেছি। এ ঘটনার সঙ্গে হাসপাতালের কেউ জড়িত নেই, সবাই বহিরাগত।

গত বুধবার রাত সাড়ে ৮টায় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।