ইজিবাইকের লাইসেন্স প্রতারণা চাঁদাবাজদের গ্রেপ্তার দাবি

বরিশালে ইজিবাইকের লাইসেন্স নিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। গত বুধবার সকালে নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইজিবাইকের লাইসেন্স নিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ব্যাটারিচালিত যানবাহনের খসড়া নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগ্রাম পরিষদের উপদেষ্টা বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা সাংগঠক সম্পাদক মানিক হাওলাদার, জেলা সংগঠক গোলাম রসুল, বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং ২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সংগ্রাম পরিষদের ২৫নং ওয়ার্ডের সভাপতি শাহীন শরীফ, ২১নং ওয়ার্ডের সভাপতি ফজলুর, ১নং ওয়ার্ডের সভাপতি মো. মানিক, ২২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন নিষিদ্ধ ঘোষণা করে গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সংগ্রাম পরিষদের নেতৃত্বে দায়ের করা ২টি মামলার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৪ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃতে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ২৫শে এপ্রিল মহাসড়ক ছাড়া সর্বত্র ইজিবাইক চলাচলে অনুমতি প্রদান করে।

সুপ্রিমকোর্টের এই রায় সর্বস্তরের ইজিবাইক শ্রমিকদের জন্য স্বস্তি বয়ে আনলেও একদল কুচক্রী এই রায়কে পুঁজি করে শ্রমিকদের মধ্যে নানা বিভ্রান্তির জন্ম দিচ্ছে। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে বরিশাল জেলা ও মহানগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যাণ সংগঠন নামে একটি সংগঠন বরিশাল সিটি কর্পোরেশন থেকে ইজিবাইকের লাইসেন্স দেবার কথা বলে বিভিন্ন এলাকায় মাইকিং করে শ্রমিকদের বিভ্রান্ত করছে।

শনিবার, ১৪ মে ২০২২ , ৩১ বৈশাখ ১৪২৮ ১২ শাওয়াল ১৪৪৩

ইজিবাইকের লাইসেন্স প্রতারণা চাঁদাবাজদের গ্রেপ্তার দাবি

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বরিশালে ইজিবাইকের লাইসেন্স নিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। গত বুধবার সকালে নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইজিবাইকের লাইসেন্স নিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ব্যাটারিচালিত যানবাহনের খসড়া নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগ্রাম পরিষদের উপদেষ্টা বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা সাংগঠক সম্পাদক মানিক হাওলাদার, জেলা সংগঠক গোলাম রসুল, বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং ২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সংগ্রাম পরিষদের ২৫নং ওয়ার্ডের সভাপতি শাহীন শরীফ, ২১নং ওয়ার্ডের সভাপতি ফজলুর, ১নং ওয়ার্ডের সভাপতি মো. মানিক, ২২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন নিষিদ্ধ ঘোষণা করে গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সংগ্রাম পরিষদের নেতৃত্বে দায়ের করা ২টি মামলার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৪ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃতে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ২৫শে এপ্রিল মহাসড়ক ছাড়া সর্বত্র ইজিবাইক চলাচলে অনুমতি প্রদান করে।

সুপ্রিমকোর্টের এই রায় সর্বস্তরের ইজিবাইক শ্রমিকদের জন্য স্বস্তি বয়ে আনলেও একদল কুচক্রী এই রায়কে পুঁজি করে শ্রমিকদের মধ্যে নানা বিভ্রান্তির জন্ম দিচ্ছে। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে বরিশাল জেলা ও মহানগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যাণ সংগঠন নামে একটি সংগঠন বরিশাল সিটি কর্পোরেশন থেকে ইজিবাইকের লাইসেন্স দেবার কথা বলে বিভিন্ন এলাকায় মাইকিং করে শ্রমিকদের বিভ্রান্ত করছে।