আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকেট চালুর সিদ্ধান্ত রেলওয়ের

আন্তঃনগর ট্রেনে যাত্রীদের চাপবৃদ্ধির কারণে আবারও স্ট্যান্ডিং টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। করোনাভাইরাসের কারণে এতদিন বন্ধ ছিল স্ট্যান্ডিং টিকেট বিক্রি। বর্তমানে কিছু ট্রেনে ২০ শতাংশ স্ট্যান্ডিং টিকেট বিক্রি হয়। আগামী সপ্তাহ থেকে তা আরও বাড়ানো হবে বলে রেলওয়ে সূত্র জানায়।

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন সংবাদকে বলেন, ‘গত বৃহস্পতিবার রেলভবনে এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে কত শতাংশ স্ট্যান্ডিং টিকেট দেয়া হবে তা এখনও ঠিক হয়নি। বর্তমানে কিছু ট্রেনে ২০ শতাংশ স্ট্যান্ডিং টিকেট দেয়া হয়। এর থেকে কিছু বাড়তে পারে বলে জানান তিনি।

রেলওয়ে সূত্র জানায়, করোনাভাইরাস মহামারীর কারণে গত দুই বছর সব আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকেট বিক্রি বন্ধ রয়েছে। টিকেট বিক্রি বন্ধ থাকলেও অনেক যাত্রী দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু তারা ভাড়া দিচ্ছেন না। যাত্রীদের চাপবৃদ্ধির কারণে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অনেক যাত্রী টিকেট ছাড়াই যাতায়াত করে। জরিমানা করতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। তাই গত বৃহস্পতিবার এক বৈঠকে সব আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। কত শতাংশ স্ট্যান্ডিং টিকেট দেয়া হবে, তা আগামী সপ্তাহে নির্ধারণ করা হবে বলে রেলওয়ে কর্মকর্তারা জানান।

সারাদেশে আন্তঃনগর ট্রেন রয়েছে ১০৪টিÑ এর মধ্যে ৫০টি পূর্বাঞ্চলে আর পশ্চিমাঞ্চলে ৫৪টি। তাছাড়া মেইল ১২৭টি, লোকাল ১২০টি। সব মিলিয়ে ১৫৯টি ট্রেন রয়েছে। করোনাভাইরাস মহামারীর প্রথম বছর ‘লকডাউনে’ ৬৭ দিন বন্ধ থাকে ট্রেন চলাচল। ওই বছর ৩১ মে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনে যাত্রীবহন শুরু হয়। সংক্রমণ কমে এলে ওই বছরের সেপ্টেম্বরেই সব আসনে যাত্রীবহন শুরু হয়। কিন্তু দাঁড়িয়ে যাত্রী তোলা বন্ধে স্ট্যান্ডিং টিকেট বিক্রি বন্ধ রাখা হয়।

এখন সবকিছু আবার স্বাভাবিক হয়ে আসায় মানুষের যাতায়াতের প্রয়োজনও বেড়েছে। কিন্তু স্ট্যান্ডিং টিকেট বন্ধ রাখায় জরুরি প্রয়োজনে বৈধভাবে ট্রেনে যাত্রার সুযোগ হচ্ছে না। তাতে বিনা টিকেটের যাত্রী আবার বাড়ছে, আর তাতে ট্রেনের কিছু কর্মীর পকেট ভরছে।

ওই অনিয়ম বন্ধ করতে না পারার ?যুক্তি দেখিয়েই এখন আবার স্ট্যান্ডিং টিকেট ফিরিয়ে আনা হচ্ছে আন্তঃনগর ট্রেনে। তবে ঢাকা থেকে চট্টগ্রামসহ অন্য গন্তব্যে সরাসরি চলাচল করে এমন আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকেট বিক্রি করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

শনিবার, ১৪ মে ২০২২ , ৩১ বৈশাখ ১৪২৮ ১২ শাওয়াল ১৪৪৩

যাত্রীদের চাপ বৃদ্ধি

আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকেট চালুর সিদ্ধান্ত রেলওয়ের

নিজস্ব বার্তা পরিবেশক

আন্তঃনগর ট্রেনে যাত্রীদের চাপবৃদ্ধির কারণে আবারও স্ট্যান্ডিং টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। করোনাভাইরাসের কারণে এতদিন বন্ধ ছিল স্ট্যান্ডিং টিকেট বিক্রি। বর্তমানে কিছু ট্রেনে ২০ শতাংশ স্ট্যান্ডিং টিকেট বিক্রি হয়। আগামী সপ্তাহ থেকে তা আরও বাড়ানো হবে বলে রেলওয়ে সূত্র জানায়।

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন সংবাদকে বলেন, ‘গত বৃহস্পতিবার রেলভবনে এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে কত শতাংশ স্ট্যান্ডিং টিকেট দেয়া হবে তা এখনও ঠিক হয়নি। বর্তমানে কিছু ট্রেনে ২০ শতাংশ স্ট্যান্ডিং টিকেট দেয়া হয়। এর থেকে কিছু বাড়তে পারে বলে জানান তিনি।

রেলওয়ে সূত্র জানায়, করোনাভাইরাস মহামারীর কারণে গত দুই বছর সব আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকেট বিক্রি বন্ধ রয়েছে। টিকেট বিক্রি বন্ধ থাকলেও অনেক যাত্রী দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু তারা ভাড়া দিচ্ছেন না। যাত্রীদের চাপবৃদ্ধির কারণে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অনেক যাত্রী টিকেট ছাড়াই যাতায়াত করে। জরিমানা করতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। তাই গত বৃহস্পতিবার এক বৈঠকে সব আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। কত শতাংশ স্ট্যান্ডিং টিকেট দেয়া হবে, তা আগামী সপ্তাহে নির্ধারণ করা হবে বলে রেলওয়ে কর্মকর্তারা জানান।

সারাদেশে আন্তঃনগর ট্রেন রয়েছে ১০৪টিÑ এর মধ্যে ৫০টি পূর্বাঞ্চলে আর পশ্চিমাঞ্চলে ৫৪টি। তাছাড়া মেইল ১২৭টি, লোকাল ১২০টি। সব মিলিয়ে ১৫৯টি ট্রেন রয়েছে। করোনাভাইরাস মহামারীর প্রথম বছর ‘লকডাউনে’ ৬৭ দিন বন্ধ থাকে ট্রেন চলাচল। ওই বছর ৩১ মে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনে যাত্রীবহন শুরু হয়। সংক্রমণ কমে এলে ওই বছরের সেপ্টেম্বরেই সব আসনে যাত্রীবহন শুরু হয়। কিন্তু দাঁড়িয়ে যাত্রী তোলা বন্ধে স্ট্যান্ডিং টিকেট বিক্রি বন্ধ রাখা হয়।

এখন সবকিছু আবার স্বাভাবিক হয়ে আসায় মানুষের যাতায়াতের প্রয়োজনও বেড়েছে। কিন্তু স্ট্যান্ডিং টিকেট বন্ধ রাখায় জরুরি প্রয়োজনে বৈধভাবে ট্রেনে যাত্রার সুযোগ হচ্ছে না। তাতে বিনা টিকেটের যাত্রী আবার বাড়ছে, আর তাতে ট্রেনের কিছু কর্মীর পকেট ভরছে।

ওই অনিয়ম বন্ধ করতে না পারার ?যুক্তি দেখিয়েই এখন আবার স্ট্যান্ডিং টিকেট ফিরিয়ে আনা হচ্ছে আন্তঃনগর ট্রেনে। তবে ঢাকা থেকে চট্টগ্রামসহ অন্য গন্তব্যে সরাসরি চলাচল করে এমন আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকেট বিক্রি করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।