বাজারে এমএসআইয়ের নতুন ৫টি গেমিং ল্যাপটপ

নতুন ৫টি গেমিং ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে আন্তর্জাতিক কম্পিউটার ব্র্যান্ড এমএসআই। মর্ডান, সামিট ও প্রেস্টিস সিরিজের এই ল্যাপটপগুলোর মডেল হলো এমএসআই মর্ডান ১৪, এমএসআই প্রেস্টিস ১৫, এমএসআই সামিট ই১৫, এমএসআই জিএফ৬৩ থিন এবং এমএসআই গেমিং প্লাস। গত ১৬ মে রাজধানীর একটি রেস্টুরেন্টে ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড এবং হোয়াইট শেল লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত পণ্য পরিচিতি অনুষ্ঠানে নতুন এই ৫টি ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএসআই নোটবুক বাংলাদেশের চ্যানেল ম্যানেজার (বাংলাদেশ) মো. ইসমাইল হোসেন, এমএসআই নোটবুক বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ফারদিন হোসেন, ইউনিক বিজনেস সিস্টেম এমএসআইয়ের প্রোডাক্ট ম্যানেজার শেখ রাজু আহমেদ। অনুষ্ঠানে ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড এবং হোয়াইট শেল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমএসআই নোটবুক বাংলাদেশের চ্যানেল ম্যানেজার (বাংলাদেশ) মো. ইসমাইল হোসেন অনুষ্ঠানে বলেন, এমএসআই শুধুমাত্র ল্যাপটপ ব্র্যান্ডগুলোর পরিচিত নাম নয়, গেমিং জগতেও শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিত। এমএসআই ই-স্পোর্টস এরিয়াতে বেশ পরিচিত নাম এবং তারা তাদের পণ্যগুলোর সঙ্গে প্রচুর গেমিং দলকে স্পন্সর করে। শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণীর পেশাজীবীসহ গেমারদের জন্য রয়েছে এমএসআইয়ের ভিন্ন ভিন্ন মডেলের নোটবুক। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ২০ মে ২০২২ , ০৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৮ শাওয়াল ১৪৪৩

বাজারে এমএসআইয়ের নতুন ৫টি গেমিং ল্যাপটপ

image

নতুন ৫টি গেমিং ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে আন্তর্জাতিক কম্পিউটার ব্র্যান্ড এমএসআই। মর্ডান, সামিট ও প্রেস্টিস সিরিজের এই ল্যাপটপগুলোর মডেল হলো এমএসআই মর্ডান ১৪, এমএসআই প্রেস্টিস ১৫, এমএসআই সামিট ই১৫, এমএসআই জিএফ৬৩ থিন এবং এমএসআই গেমিং প্লাস। গত ১৬ মে রাজধানীর একটি রেস্টুরেন্টে ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড এবং হোয়াইট শেল লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত পণ্য পরিচিতি অনুষ্ঠানে নতুন এই ৫টি ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএসআই নোটবুক বাংলাদেশের চ্যানেল ম্যানেজার (বাংলাদেশ) মো. ইসমাইল হোসেন, এমএসআই নোটবুক বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ফারদিন হোসেন, ইউনিক বিজনেস সিস্টেম এমএসআইয়ের প্রোডাক্ট ম্যানেজার শেখ রাজু আহমেদ। অনুষ্ঠানে ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড এবং হোয়াইট শেল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমএসআই নোটবুক বাংলাদেশের চ্যানেল ম্যানেজার (বাংলাদেশ) মো. ইসমাইল হোসেন অনুষ্ঠানে বলেন, এমএসআই শুধুমাত্র ল্যাপটপ ব্র্যান্ডগুলোর পরিচিত নাম নয়, গেমিং জগতেও শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিত। এমএসআই ই-স্পোর্টস এরিয়াতে বেশ পরিচিত নাম এবং তারা তাদের পণ্যগুলোর সঙ্গে প্রচুর গেমিং দলকে স্পন্সর করে। শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণীর পেশাজীবীসহ গেমারদের জন্য রয়েছে এমএসআইয়ের ভিন্ন ভিন্ন মডেলের নোটবুক। সংবাদ বিজ্ঞপ্তি।