বালিয়ামারী-কালাইয়ের চর বর্ডার হাট বন্ধ ৩ বছর : সংকটে কয়েক হাজার শ্রমিক-ব্যবসায়ী

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের কালাইয়ের চর বর্ডার হাটের বন্ধ দুয়ার খুলে দেয়ার জোর দাবী জানিয়েছেন ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয় জনসাধারণ। করোনা মহামারীর প্রাদুর্ভাবে প্রশাসনিক ভাবে ২০২০ সালের মার্চ মাসে বন্ধ করে দেয়া হয়েছে ভারত-বাংলা যৌথ বাজার। দীর্ঘ তিন বছর যাবৎ কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ, আয়-রোজগারহীন হয়ে দুশ্চিন্তায় দিন পার করছে বর্ডার হাট ব্যবসায়ীরা।

প্রতিবেশী দেশ ভারতের সাথে ভ্রাতৃত্ববন্ধন দৃঢ় করতে ও চোরাচালান বন্ধের জন্য বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলাধীন বালিয়ামারী এবং ভারতের মেঘালয় রাজ্যের কালাইয়ের চর ১০৭২ আন্তর্জাতিক মেইন পিলারের ১৯টি সাব পিলারের নিকটে জিরো পয়েন্টে ২০১১ সালের ২৩ জুলাই স্থাপন করা হয় বর্ডার হাট নামে ভারত-বাংলা যৌথ বাজার। এতে কর্মসংস্থানেরও সুযোগ হয় ২ দেশের ক্রেতা-বিক্রেতাসহ কয়েক হাজার স্থানীয় মানুষের। ভারত-বাংলার যৌথ বাজারের ব্যবসায়ী লুৎফর রহমান, তারা মিয়া , সুরুজ্জামান সহ কয়েক জন জানান “হাট চালু হওয়ায় আমরা ব্যবসা বাণিজ্য করে ভালই চলছিলাম। করোনার কারণে হাট বন্ধ হইছে, কিন্তু খোলার কোন ইঙ্গিত পাচ্ছি না। এখন আয়-রোজগার নাই। খুবই কষ্ট করে দিন যাচ্ছে। কষ্টের কথা কাউকে বলতে পারছি না, সইতেও পারছি না।” ওই হাটের মালামাল বহণকারী স্থানীয় জাবেদ আলী , হামিদ, এরফান, রাশেদসহ কয়েক জন হাট খুলে দেয়ার দাবী জানিয়ে বলেন, “বর্ডার হাট হওয়ায় আমরা হাটের মালামাল বহন করে ৫/৬ শত করে টাকা দিন মজুরি পাইতাম। তাতেই আমাদের সংসার চলতো। এখন বন্ধ থাকায় সেটিও পাই না। রোজগার নাই, চুলাও জ্বলছে না। হাট হওয়ার আগে মাছ ধরে খাইতাম। এখন নদীতে মাছ পাওয়া যায় না। চলার কোন পথ খুজে পাই না, তাই হাটটি খুলে দেয়ার জোর দাবী জানাই।”

যৌথ বাজার খোলার বিষয়ে অত্র এলাকার ইউপি চেয়ারম্যান মিরণ মো. ইুলিয়াস বলেন, ”আমাদের এলাকার লোকজন খুব গরীব, জেলে। তারা মাছ ধরে খায়। বর্ডার হাট বন্ধ করে দেওয়াতে অসহায় লোকজন মালামাল পার করে আয় করতো। এখন বন্ধ হওয়াতে খুব অসহায় দিনযাপন করছে। যদি বর্ডার বাজারটি চালু করে দেয়, তাহলে এলাকার লোকজন আয় উর্পজন করে খেত।” উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানান, “বর্ডার হাট খোলার ব্যাপারে প্রস্তুতি চলছে। স্বাস্থ্য অধিদপ্তরে একটি চিঠি গেছে।

সেখান থেকে অনুমোদন হলে এবং জেলা থেকে নির্দেশ আসলেই খুলে দেয়া হবে। তাছাড়া আগামী ৬ জুন দুদেশের মধ্যে বর্ডার হাট খুলে দেওয়ার ব্যাপােের আলোচনা সভার কথা রয়েছে।

রবিবার, ২৯ মে ২০২২ , ১৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪৩

বালিয়ামারী-কালাইয়ের চর বর্ডার হাট বন্ধ ৩ বছর : সংকটে কয়েক হাজার শ্রমিক-ব্যবসায়ী

প্রতিনিধি, রাজিবপুর (কুড়িগ্রাম)

image

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের কালাইয়ের চর বর্ডার হাটের বন্ধ দুয়ার খুলে দেয়ার জোর দাবী জানিয়েছেন ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয় জনসাধারণ। করোনা মহামারীর প্রাদুর্ভাবে প্রশাসনিক ভাবে ২০২০ সালের মার্চ মাসে বন্ধ করে দেয়া হয়েছে ভারত-বাংলা যৌথ বাজার। দীর্ঘ তিন বছর যাবৎ কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ, আয়-রোজগারহীন হয়ে দুশ্চিন্তায় দিন পার করছে বর্ডার হাট ব্যবসায়ীরা।

প্রতিবেশী দেশ ভারতের সাথে ভ্রাতৃত্ববন্ধন দৃঢ় করতে ও চোরাচালান বন্ধের জন্য বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলাধীন বালিয়ামারী এবং ভারতের মেঘালয় রাজ্যের কালাইয়ের চর ১০৭২ আন্তর্জাতিক মেইন পিলারের ১৯টি সাব পিলারের নিকটে জিরো পয়েন্টে ২০১১ সালের ২৩ জুলাই স্থাপন করা হয় বর্ডার হাট নামে ভারত-বাংলা যৌথ বাজার। এতে কর্মসংস্থানেরও সুযোগ হয় ২ দেশের ক্রেতা-বিক্রেতাসহ কয়েক হাজার স্থানীয় মানুষের। ভারত-বাংলার যৌথ বাজারের ব্যবসায়ী লুৎফর রহমান, তারা মিয়া , সুরুজ্জামান সহ কয়েক জন জানান “হাট চালু হওয়ায় আমরা ব্যবসা বাণিজ্য করে ভালই চলছিলাম। করোনার কারণে হাট বন্ধ হইছে, কিন্তু খোলার কোন ইঙ্গিত পাচ্ছি না। এখন আয়-রোজগার নাই। খুবই কষ্ট করে দিন যাচ্ছে। কষ্টের কথা কাউকে বলতে পারছি না, সইতেও পারছি না।” ওই হাটের মালামাল বহণকারী স্থানীয় জাবেদ আলী , হামিদ, এরফান, রাশেদসহ কয়েক জন হাট খুলে দেয়ার দাবী জানিয়ে বলেন, “বর্ডার হাট হওয়ায় আমরা হাটের মালামাল বহন করে ৫/৬ শত করে টাকা দিন মজুরি পাইতাম। তাতেই আমাদের সংসার চলতো। এখন বন্ধ থাকায় সেটিও পাই না। রোজগার নাই, চুলাও জ্বলছে না। হাট হওয়ার আগে মাছ ধরে খাইতাম। এখন নদীতে মাছ পাওয়া যায় না। চলার কোন পথ খুজে পাই না, তাই হাটটি খুলে দেয়ার জোর দাবী জানাই।”

যৌথ বাজার খোলার বিষয়ে অত্র এলাকার ইউপি চেয়ারম্যান মিরণ মো. ইুলিয়াস বলেন, ”আমাদের এলাকার লোকজন খুব গরীব, জেলে। তারা মাছ ধরে খায়। বর্ডার হাট বন্ধ করে দেওয়াতে অসহায় লোকজন মালামাল পার করে আয় করতো। এখন বন্ধ হওয়াতে খুব অসহায় দিনযাপন করছে। যদি বর্ডার বাজারটি চালু করে দেয়, তাহলে এলাকার লোকজন আয় উর্পজন করে খেত।” উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানান, “বর্ডার হাট খোলার ব্যাপারে প্রস্তুতি চলছে। স্বাস্থ্য অধিদপ্তরে একটি চিঠি গেছে।

সেখান থেকে অনুমোদন হলে এবং জেলা থেকে নির্দেশ আসলেই খুলে দেয়া হবে। তাছাড়া আগামী ৬ জুন দুদেশের মধ্যে বর্ডার হাট খুলে দেওয়ার ব্যাপােের আলোচনা সভার কথা রয়েছে।