বিজ্ঞাপনেও অনবদ্য আহসানুল হক মিনু

আহসানুল হক মিনু, একাধারে একজন মুক্তিযোদ্ধা, অভিনেতা এবং সংগঠক। টিভি নাটকে ও সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করা নিয়ে ব্যস্ত থাকেন। সেই ধারাবাহিকতায় তিনি একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের মসলার বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। বিজ্ঞাপনটিতে তিনি একজন বেপারীর চরিত্রে মডেল হিসেবে কাজ করেছেন বলে জানান।

বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে আহসানুল হক মিনু বলেন, ‘বিজ্ঞাপনে দীর্ঘদিন পর কাজ করে ভালোলেগেছে। একজন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুমন বেশ দক্ষ। তার নির্দেশনায় কাজ করে বেশ ভালোলেগেছে। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।’ মিনু জানান, তিনি প্রথম বিজ্ঞাপনে মডেল হন ‘কোকোলা’র বিজ্ঞাপনে। পরবর্তীতে তারিক আনাম খান, অমিতাভ রেজা চৌধুরী, তৌহিদ মিতুলসহ বেশ কয়েকজনের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হয়েছেন। মিনু অভিনীত প্রথম মঞ্চ নাটক ‘টিপু সুলতান’। এটি নির্দেশনা দিয়েছিলেন মাহফুজুল বারী। দর্শনীর বিনিময়ে তিনি প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন ‘বিনি পয়সার ভোজ’। এটি নির্দেশনা দিয়েছিলেন অধ্যাপক মৃনাল কান্তি সাহা। দীলিপ সোম পরিচালিত ১৯৭৮ সালে ‘শহর থেকে দূরে’ সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন। তার পর একে একে কাজ করেছেন অনেক সিনেমাতে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘পাপ পুণ্য’। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে শাহীন সুমনের ‘গ্যাংস্টার’, চন্দন চৌধুরীর ‘২৪.৩-এর রাত’, পঙ্কজ পালিত’র ‘একটি না বলা গল্প’, জেড এইচ মিন্টু’র ‘ক্ষমা নেই’। বর্তমানে মিনু কায়সার আহমেদ’র ‘বকুলপুর রিটার্নস’ ও ফরিদুল হাসানের ‘গুটিবাজি’ ধারাবাহিকে অভিনয় করছেন। সম্প্রতি তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের একটি খ- নাটকে অভিনয় করেছেন। মিনু ‘জাগ্রত সাংস্কৃতিক জোট’র সভাপতি। ‘জাগ্রত ব্যবসায়ী জনতা ফাউন্ডেশনের উপদেষ্টা ও ব্যান্ড অ্যাম্বাসেডর।

রবিবার, ২৯ মে ২০২২ , ১৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪৩

বিজ্ঞাপনেও অনবদ্য আহসানুল হক মিনু

বিনোদন প্রতিবেদক

image

আহসানুল হক মিনু, একাধারে একজন মুক্তিযোদ্ধা, অভিনেতা এবং সংগঠক। টিভি নাটকে ও সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করা নিয়ে ব্যস্ত থাকেন। সেই ধারাবাহিকতায় তিনি একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের মসলার বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। বিজ্ঞাপনটিতে তিনি একজন বেপারীর চরিত্রে মডেল হিসেবে কাজ করেছেন বলে জানান।

বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে আহসানুল হক মিনু বলেন, ‘বিজ্ঞাপনে দীর্ঘদিন পর কাজ করে ভালোলেগেছে। একজন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুমন বেশ দক্ষ। তার নির্দেশনায় কাজ করে বেশ ভালোলেগেছে। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।’ মিনু জানান, তিনি প্রথম বিজ্ঞাপনে মডেল হন ‘কোকোলা’র বিজ্ঞাপনে। পরবর্তীতে তারিক আনাম খান, অমিতাভ রেজা চৌধুরী, তৌহিদ মিতুলসহ বেশ কয়েকজনের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হয়েছেন। মিনু অভিনীত প্রথম মঞ্চ নাটক ‘টিপু সুলতান’। এটি নির্দেশনা দিয়েছিলেন মাহফুজুল বারী। দর্শনীর বিনিময়ে তিনি প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন ‘বিনি পয়সার ভোজ’। এটি নির্দেশনা দিয়েছিলেন অধ্যাপক মৃনাল কান্তি সাহা। দীলিপ সোম পরিচালিত ১৯৭৮ সালে ‘শহর থেকে দূরে’ সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন। তার পর একে একে কাজ করেছেন অনেক সিনেমাতে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘পাপ পুণ্য’। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে শাহীন সুমনের ‘গ্যাংস্টার’, চন্দন চৌধুরীর ‘২৪.৩-এর রাত’, পঙ্কজ পালিত’র ‘একটি না বলা গল্প’, জেড এইচ মিন্টু’র ‘ক্ষমা নেই’। বর্তমানে মিনু কায়সার আহমেদ’র ‘বকুলপুর রিটার্নস’ ও ফরিদুল হাসানের ‘গুটিবাজি’ ধারাবাহিকে অভিনয় করছেন। সম্প্রতি তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের একটি খ- নাটকে অভিনয় করেছেন। মিনু ‘জাগ্রত সাংস্কৃতিক জোট’র সভাপতি। ‘জাগ্রত ব্যবসায়ী জনতা ফাউন্ডেশনের উপদেষ্টা ও ব্যান্ড অ্যাম্বাসেডর।