বটতলার নতুন নাটক

‘রাইজ অ্যান্ড শাইন’

বটতলা মঞ্চে আনছে নতুন নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। আগামী ১ জুন এর উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে। নাটক গার্মেন্টস শ্রমিকরা বিনামূল্যে দেখতে পাবে যে কোন দিন, তাদের অফিসিয়াল আইডি কার্ড দেখানো সাপেক্ষে। ১ ও ২ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (প্রতিদিন ১টি প্রদর্শনী), ৩ ও ৪ জুন বিকাল ৫টায় ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (প্রতিদিন ২টি প্রদর্শনী)।

ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো এবং ফ্র্যাঙ্কা রামের লেখা নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম আর নির্দেশনা দিয়েছেন বটতলার তরুণ তুর্কী ম. সাঈদ। তিনি নাটক প্রসঙ্গে বলেন, ‘জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটক এক নারীর গল্প, রাইজ অ্যান্ড শাইন - আমাদের সবার গল্প। প্রায় সকল নারীর, সকল মায়ের, সকল কর্মজীবী নারীর গল্প। মঞ্চে হয়তো শুধুই একজন একক অভিনেত্রী কাজী রোকসানা রুমাকে দেখা যাবে, কিন্তু আপনি আপনার চেনা যেকোনো নারীর সঙ্গে মিলিয়ে নিতে পারবেন তার জীবন। প্রতিদিন সকালে রাস্তায় দলে দলে যে নারীদের আমরা রাস্তা পার হতে বা ফুটওভার ব্রিজে উঠতে ও নামতে দেখি, তেমনই এক নারীর সকাল থেকে শুরু হওয়া জীবনাচার, তার রোজনামচা, চুপচাপ সয়ে যাওয়া এবং তারপর হঠাৎ একদিন তেড়েফুড়ে ওঠা নিয়েই এই নাটক। মঞ্চে অভিনয় করবেন কাজী রোকসানা রুমা, তৌফিক হাসান ভুইয়া. হাফিজা আক্তার ঝুমা, শাহনেওয়াজ ইফতি।

রবিবার, ২৯ মে ২০২২ , ১৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪৩

বটতলার নতুন নাটক

‘রাইজ অ্যান্ড শাইন’

বিনোদন প্রতিবেদক

image

বটতলা মঞ্চে আনছে নতুন নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। আগামী ১ জুন এর উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে। নাটক গার্মেন্টস শ্রমিকরা বিনামূল্যে দেখতে পাবে যে কোন দিন, তাদের অফিসিয়াল আইডি কার্ড দেখানো সাপেক্ষে। ১ ও ২ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (প্রতিদিন ১টি প্রদর্শনী), ৩ ও ৪ জুন বিকাল ৫টায় ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (প্রতিদিন ২টি প্রদর্শনী)।

ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো এবং ফ্র্যাঙ্কা রামের লেখা নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম আর নির্দেশনা দিয়েছেন বটতলার তরুণ তুর্কী ম. সাঈদ। তিনি নাটক প্রসঙ্গে বলেন, ‘জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটক এক নারীর গল্প, রাইজ অ্যান্ড শাইন - আমাদের সবার গল্প। প্রায় সকল নারীর, সকল মায়ের, সকল কর্মজীবী নারীর গল্প। মঞ্চে হয়তো শুধুই একজন একক অভিনেত্রী কাজী রোকসানা রুমাকে দেখা যাবে, কিন্তু আপনি আপনার চেনা যেকোনো নারীর সঙ্গে মিলিয়ে নিতে পারবেন তার জীবন। প্রতিদিন সকালে রাস্তায় দলে দলে যে নারীদের আমরা রাস্তা পার হতে বা ফুটওভার ব্রিজে উঠতে ও নামতে দেখি, তেমনই এক নারীর সকাল থেকে শুরু হওয়া জীবনাচার, তার রোজনামচা, চুপচাপ সয়ে যাওয়া এবং তারপর হঠাৎ একদিন তেড়েফুড়ে ওঠা নিয়েই এই নাটক। মঞ্চে অভিনয় করবেন কাজী রোকসানা রুমা, তৌফিক হাসান ভুইয়া. হাফিজা আক্তার ঝুমা, শাহনেওয়াজ ইফতি।