‘নীলাখ্যান’-এর ৬০তম মঞ্চায়ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে মহাকাল নাট্য সম্প্রদায় নিবেদন করবে ’নীলাখ্যান’ এর ৬০তম মঞ্চায়ন। আজ ২৯ মে সন্ধ্যা ৭টায় শিল্পকলার পরিক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি।

মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম এর ‘সাপুড়ে’ আশ্রয়ে আনন জামান রচিত এবং ইউসুফ হাসান অর্ক নির্দেশিত মানব প্রেমের অমর উপাখ্যান ‘নীলাখ্যান’।

মঞ্চের নেপথ্য শিল্পীরা হলেন মঞ্চ পরিকল্পনা, সুর, সংগীত ও আবহসংগীত পরিকল্পনায় ড. ইউসুফ হাসান অর্ক, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় ড. সোমা মুমতাজ, কোরিওগ্রাফী জেরিন তাসনিম এশা, প্রপস পরিকল্পনা ও নির্মাণ হাসনাত রিপন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, পোষ্টার ও স্মরণিকা ডিজাইন পংকজ নিনাদ, মঞ্চ ব্যবস্থাপক জাহিদ কামাল চৌধুরী এবং প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।

অভিনয় শিল্পীরা হলেনÑ পলি বিশ^াস, সুরেলা, স¤্রাট, রিপন রনি, কোনাল আলী সাথী, শাহিনুর প্রিতী, নূর আক্তার মায়া, কানিজ ফাতেমা লিসা, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, স্বপ্নিল, রাকীব হাসান, তারক দাস, মো: আহাদ, রাসেল আহমেদ, ইকবাল চৌধুরী, মনিরুল আলম কাজল, মো. শাহনেওয়াজ এবং মীর জাহিদ হাসান।

রবিবার, ২৯ মে ২০২২ , ১৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪৩

‘নীলাখ্যান’-এর ৬০তম মঞ্চায়ন

বিনোদন প্রতিবেদক

image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে মহাকাল নাট্য সম্প্রদায় নিবেদন করবে ’নীলাখ্যান’ এর ৬০তম মঞ্চায়ন। আজ ২৯ মে সন্ধ্যা ৭টায় শিল্পকলার পরিক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি।

মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম এর ‘সাপুড়ে’ আশ্রয়ে আনন জামান রচিত এবং ইউসুফ হাসান অর্ক নির্দেশিত মানব প্রেমের অমর উপাখ্যান ‘নীলাখ্যান’।

মঞ্চের নেপথ্য শিল্পীরা হলেন মঞ্চ পরিকল্পনা, সুর, সংগীত ও আবহসংগীত পরিকল্পনায় ড. ইউসুফ হাসান অর্ক, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় ড. সোমা মুমতাজ, কোরিওগ্রাফী জেরিন তাসনিম এশা, প্রপস পরিকল্পনা ও নির্মাণ হাসনাত রিপন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, পোষ্টার ও স্মরণিকা ডিজাইন পংকজ নিনাদ, মঞ্চ ব্যবস্থাপক জাহিদ কামাল চৌধুরী এবং প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।

অভিনয় শিল্পীরা হলেনÑ পলি বিশ^াস, সুরেলা, স¤্রাট, রিপন রনি, কোনাল আলী সাথী, শাহিনুর প্রিতী, নূর আক্তার মায়া, কানিজ ফাতেমা লিসা, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, স্বপ্নিল, রাকীব হাসান, তারক দাস, মো: আহাদ, রাসেল আহমেদ, ইকবাল চৌধুরী, মনিরুল আলম কাজল, মো. শাহনেওয়াজ এবং মীর জাহিদ হাসান।