উপস্থাপনায় প্রথম সম্মাননা পেলেন দিঠি

সংগীতশিল্পী, উপস্থাপিকা দিঠি আনোয়ার প্রথমবারের উপস্থাপিকা হিসেবে সম্মাননায় ভূষিত হলেন। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে স্টারপ্লাস কমিউনিকেশন আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে দিঠি আনোয়ারের হাতে সম্মাননা তুলে দেন তারই বাবা গাজী মাজহারুল আনোয়ার। এর আগে দিঠি একজন সংগীতশিল্পী হিসেবে দেশের প্রতিথযশা বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন। কিন্তু এবারই প্রথম তিনি একজন উপস্থাপিকা হিসেবে সম্মাননায় ভূষিত হলেন। বিষয়টি নিয়ে ভীষণ আবেগাপ্লুত এবং উচ্ছসিত দিঠি আনোয়ার। দিঠি আনোয়ার বলেন, ‘বাবার মেয়ে হিসেবে আমি ছোটবেলা থেকেই গানের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছি, গায়িকা হয়েছি। কিন্তু আমার মা একসময় এই দেশের একজন জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন। মায়ের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা জানাতেই মা’র ছেড়ে দেয়া কাজটি আমি নিজের ভেতর লালন করে একসময় উপস্থাপনা শুরু করি। আর আজ সেই উপস্থাপনার জন্য স্বীকৃতি পেয়ে ভীষণ ভালোলাগছে। তাই মা’কেই এই সম্মাননা উৎসর্গ করছি।’ দিঠি জানান, ইচ্ছে গানের দুপুরে তিনি টানা পাঁচ বছর উপস্থাপনা করেছেন। এরপর একই সময়ে আরটিভি’র ট্রিবিউট শো’গুলোর উপস্থাপনা তিনিই করতেন। বর্তমানে দিঠি কিং শাহরিয়ারের প্রযোজনায় আরটিভির ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানেরই উপস্থাপনা করছেন।

রবিবার, ২৯ মে ২০২২ , ১৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪৩

উপস্থাপনায় প্রথম সম্মাননা পেলেন দিঠি

বিনোদন প্রতিবেদক

image

সংগীতশিল্পী, উপস্থাপিকা দিঠি আনোয়ার প্রথমবারের উপস্থাপিকা হিসেবে সম্মাননায় ভূষিত হলেন। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে স্টারপ্লাস কমিউনিকেশন আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে দিঠি আনোয়ারের হাতে সম্মাননা তুলে দেন তারই বাবা গাজী মাজহারুল আনোয়ার। এর আগে দিঠি একজন সংগীতশিল্পী হিসেবে দেশের প্রতিথযশা বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন। কিন্তু এবারই প্রথম তিনি একজন উপস্থাপিকা হিসেবে সম্মাননায় ভূষিত হলেন। বিষয়টি নিয়ে ভীষণ আবেগাপ্লুত এবং উচ্ছসিত দিঠি আনোয়ার। দিঠি আনোয়ার বলেন, ‘বাবার মেয়ে হিসেবে আমি ছোটবেলা থেকেই গানের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছি, গায়িকা হয়েছি। কিন্তু আমার মা একসময় এই দেশের একজন জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন। মায়ের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা জানাতেই মা’র ছেড়ে দেয়া কাজটি আমি নিজের ভেতর লালন করে একসময় উপস্থাপনা শুরু করি। আর আজ সেই উপস্থাপনার জন্য স্বীকৃতি পেয়ে ভীষণ ভালোলাগছে। তাই মা’কেই এই সম্মাননা উৎসর্গ করছি।’ দিঠি জানান, ইচ্ছে গানের দুপুরে তিনি টানা পাঁচ বছর উপস্থাপনা করেছেন। এরপর একই সময়ে আরটিভি’র ট্রিবিউট শো’গুলোর উপস্থাপনা তিনিই করতেন। বর্তমানে দিঠি কিং শাহরিয়ারের প্রযোজনায় আরটিভির ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানেরই উপস্থাপনা করছেন।