বাংলাদেশ-ভারত ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ

ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালী ট্রেন চলবে বুধবার থেকে

দীর্ঘ দুই বছর দুই মাস বন্ধের পর আজ থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন সার্ভিস। আজ সকাল সোয়া ৮টায় ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেস কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। ওইদিন সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসবে বন্ধন এক্সপ্রেস। এছাড়া আগামী ১ জুন ভারতের নিউজলপাইগুড়ি স্টেশনে বাংলাদেশ-ভারতের নতুন ট্রেন সার্ভিস মিতালী এক্সপ্রেসে যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দুই দেশের রেলমন্ত্রী।

এ বিষয়ে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী সংবাদকে বলেন, ‘সব প্রস্তুতি শেষে বোরবার থেকে বাংলাদেশ-ভাতরের মধ্যে যাত্রীবাহী ট্রেন সার্ভিস শুরু হচ্ছে। প্রথমদিন মৈত্রী ট্রেন ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়া একইদিন বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসবে। ১ জুন ভারতের নিউজলপাইগুড়ি স্টেশন থেকে মিতলী এক্সপ্রেস যাত্রা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।’

রেলওয়ে সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে ২৬ মাস বন্ধ ছিল বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন সার্ভিস। গত ২৮ এপ্রিল ঢাকা সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, শীঘ্রই দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রেনের যাত্রীদের জন্য প্রয়োজনীয় ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয়। পরে গত সপ্তাহে রেলভবনে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠকে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন চলাচলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ২৫ মে থেকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে মৈত্রী ও মিতালী এক্সপ্রেসের টিকেট বিক্রয় শুরু করা শুরু করা হয়। এছাড়া খুলনা ও যশোর স্টেশন থেকে বন্ধন এক্সপ্রেসের টিকেট বিক্রয় করা হয়। ২৯ দিন আগেই যাত্রার টিকেট বিক্রয় করা হয় বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন সার্ভিসের।

ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করে ২০০৮ সালর ১৪ এপ্রিল থেকে। বন্ধ হওয়ার আগে বৃহস্পতিবার বাদে সপ্তাহের সব দিনই এই ট্রেন চলাচল করত। বন্ধন এক্সপ্রেস চালু হয় ২০১৭ সালে। বাংলাদেশ থেকে বৃহস্পতি ও রোববার দুদিন এই ট্রেন চলাচল করবে। এছাড়া ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন-ভারতের নিউজলাপাইগুড়ি স্টেশনে সপ্তাহে দুইদিন চলবে মিত্রালী এক্সপ্রেস। ঢাকা থেকে সোম ও বৃহস্পতিবার ছেড়ে যাবে। নিউজলপাইগুড়ি স্টেশন থেকে রোববার ও বুধবার ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ২০২১ সালের ২৭ মার্চ মিতালী ট্রেনের উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। তবে করোনা পরিস্থিতির কারণে এ পথে এতদিন ট্রেন চলাচল শুরু হয়নি করা যায়রি বলে রেলওয়ে কর্মকর্তারা জানান।

ভাড়া পরিমাণ

মিতালী এক্সপ্রেসে ঢাকা থেকে নিউজলপাইগুড়ি পর্যন্ত এসি বার্থের ভাড়া হবে ৪ হাজার ৯০৫ টাকা। এসি সিটের ভাড়া ৩ হাজার ৮০৫ টাকা। আর এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৭০৫ টাকা। বন্ধন : শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে কেবিনে সিট ভাড়া দেড় হাজার ও চেয়ার কোচ ভাড়া এক হাজার টাকা। সঙ্গে যোগ হয় ৫০০ টাকার ভ্রমণ কর। মৈত্রী এক্সপ্রেস : ঢাকা-কলকাতার দূরত্ব ৩৭৫ কিলোমিটার। এ রুটের যাত্রীপ্রতি ট্রেন ভাড়া ট্রাভেল ট্যাক্সসহ (৫০০ টাকা) এসি সিট তিন হাজার ৫০৫ টাকা (৩০ ডলার) ও এসি চেয়ার দুই হাজার ৫০৫ টাকা।

রবিবার, ২৯ মে ২০২২ , ১৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪৩

বাংলাদেশ-ভারত ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ

ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালী ট্রেন চলবে বুধবার থেকে

নিজস্ব বার্তা পরিবেশক

দীর্ঘ দুই বছর দুই মাস বন্ধের পর আজ থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন সার্ভিস। আজ সকাল সোয়া ৮টায় ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেস কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। ওইদিন সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসবে বন্ধন এক্সপ্রেস। এছাড়া আগামী ১ জুন ভারতের নিউজলপাইগুড়ি স্টেশনে বাংলাদেশ-ভারতের নতুন ট্রেন সার্ভিস মিতালী এক্সপ্রেসে যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দুই দেশের রেলমন্ত্রী।

এ বিষয়ে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী সংবাদকে বলেন, ‘সব প্রস্তুতি শেষে বোরবার থেকে বাংলাদেশ-ভাতরের মধ্যে যাত্রীবাহী ট্রেন সার্ভিস শুরু হচ্ছে। প্রথমদিন মৈত্রী ট্রেন ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়া একইদিন বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসবে। ১ জুন ভারতের নিউজলপাইগুড়ি স্টেশন থেকে মিতলী এক্সপ্রেস যাত্রা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।’

রেলওয়ে সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে ২৬ মাস বন্ধ ছিল বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন সার্ভিস। গত ২৮ এপ্রিল ঢাকা সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, শীঘ্রই দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রেনের যাত্রীদের জন্য প্রয়োজনীয় ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয়। পরে গত সপ্তাহে রেলভবনে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠকে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন চলাচলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ২৫ মে থেকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে মৈত্রী ও মিতালী এক্সপ্রেসের টিকেট বিক্রয় শুরু করা শুরু করা হয়। এছাড়া খুলনা ও যশোর স্টেশন থেকে বন্ধন এক্সপ্রেসের টিকেট বিক্রয় করা হয়। ২৯ দিন আগেই যাত্রার টিকেট বিক্রয় করা হয় বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন সার্ভিসের।

ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করে ২০০৮ সালর ১৪ এপ্রিল থেকে। বন্ধ হওয়ার আগে বৃহস্পতিবার বাদে সপ্তাহের সব দিনই এই ট্রেন চলাচল করত। বন্ধন এক্সপ্রেস চালু হয় ২০১৭ সালে। বাংলাদেশ থেকে বৃহস্পতি ও রোববার দুদিন এই ট্রেন চলাচল করবে। এছাড়া ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন-ভারতের নিউজলাপাইগুড়ি স্টেশনে সপ্তাহে দুইদিন চলবে মিত্রালী এক্সপ্রেস। ঢাকা থেকে সোম ও বৃহস্পতিবার ছেড়ে যাবে। নিউজলপাইগুড়ি স্টেশন থেকে রোববার ও বুধবার ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ২০২১ সালের ২৭ মার্চ মিতালী ট্রেনের উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। তবে করোনা পরিস্থিতির কারণে এ পথে এতদিন ট্রেন চলাচল শুরু হয়নি করা যায়রি বলে রেলওয়ে কর্মকর্তারা জানান।

ভাড়া পরিমাণ

মিতালী এক্সপ্রেসে ঢাকা থেকে নিউজলপাইগুড়ি পর্যন্ত এসি বার্থের ভাড়া হবে ৪ হাজার ৯০৫ টাকা। এসি সিটের ভাড়া ৩ হাজার ৮০৫ টাকা। আর এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৭০৫ টাকা। বন্ধন : শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে কেবিনে সিট ভাড়া দেড় হাজার ও চেয়ার কোচ ভাড়া এক হাজার টাকা। সঙ্গে যোগ হয় ৫০০ টাকার ভ্রমণ কর। মৈত্রী এক্সপ্রেস : ঢাকা-কলকাতার দূরত্ব ৩৭৫ কিলোমিটার। এ রুটের যাত্রীপ্রতি ট্রেন ভাড়া ট্রাভেল ট্যাক্সসহ (৫০০ টাকা) এসি সিট তিন হাজার ৫০৫ টাকা (৩০ ডলার) ও এসি চেয়ার দুই হাজার ৫০৫ টাকা।