সাহসী নারীর কণ্ঠস্বর উদযাপনে সড়কে ‘হিম্মতি মাঈ’

দেশে নারী আন্দোলনে যারা সক্রিয়ভাবে কাজ করছেন তাদের শক্তিশালী ও সাহসী কণ্ঠস্বর উদযাপনে সব প্রজন্মের নারীবাদী কর্মী এবং সংগঠকদের অংশগ্রহণে ‘হিম্মতি মাঈ’ শিরোনামে একটি আর্ট পারফর্মেন্স পরিবেশিত হয়েছে। শনিবার (২৮ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং দুর্নীতি দমন কমিশনের মধ্যবর্তী সড়কে এই আয়োজন করা হয়।

প্রতিবাদ, বিবৃতি ও সমন্বিত অবস্থানের শিল্পীত অভিব্যক্তি এই পারফর্মেন্স উল্লেখ করে ‘হিম্মতি মাঈ’র শিল্পী ও আহ্বায়ক ঋতু সাত্তার বলেন, এই পরিবেশনাটির অনুপ্রেরণা নোয়াখালীতে সহিংসতার শিকার এক নারীর মানসিক শক্তি। রায় না হওয়া পর্যন্ত তার দৃঢ়তা প্রতিবন্ধকতার মুখে নারীর শক্তি কিভাবে রুখে দাঁড়াতে পারে তা প্রতীয়মান হয়। আজ আমরা সব প্রজন্ম, পেশা এবং সামাজিক শ্রেণী ছাড়িয়ে একে অপরের কাছ থেকে শক্তি নেয়ার জন্যই এই পারফর্মেন্সে একত্রিত হয়েছি।

বাংলাদেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠী, যারা সব সময় সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, কিন্তু একই সঙ্গে সামাজিক কাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন, তারাই এই পারফর্মেন্সের পেছনে মূল শক্তি বলে জানান ঋতু সাত্তার। তিনি বলেন, পারফর্মেন্সটি সর্বসাধারণের চলাচলের রাস্তায় করা হয়েছে যাতে নারী এবং অন্য প্রান্তিক সদস্যরা সম্মিলিতভাবে জানান দিতে পারেন বাংলাদেশের পুরুষ প্রধান সড়ক শুধু পুরুষের নয়, নারীরও। দেশের পুরুষ প্রধান সড়ক শুধু পুরুষের নয়, নারীরও।

রবিবার, ২৯ মে ২০২২ , ১৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪৩

সাহসী নারীর কণ্ঠস্বর উদযাপনে সড়কে ‘হিম্মতি মাঈ’

নিজস্ব বার্তা পরিবেশক

image

গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের সড়কে নারীবাদী কর্মী ও সংগঠকদের আর্ট পারফর্মেন্স -সংবাদ

দেশে নারী আন্দোলনে যারা সক্রিয়ভাবে কাজ করছেন তাদের শক্তিশালী ও সাহসী কণ্ঠস্বর উদযাপনে সব প্রজন্মের নারীবাদী কর্মী এবং সংগঠকদের অংশগ্রহণে ‘হিম্মতি মাঈ’ শিরোনামে একটি আর্ট পারফর্মেন্স পরিবেশিত হয়েছে। শনিবার (২৮ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং দুর্নীতি দমন কমিশনের মধ্যবর্তী সড়কে এই আয়োজন করা হয়।

প্রতিবাদ, বিবৃতি ও সমন্বিত অবস্থানের শিল্পীত অভিব্যক্তি এই পারফর্মেন্স উল্লেখ করে ‘হিম্মতি মাঈ’র শিল্পী ও আহ্বায়ক ঋতু সাত্তার বলেন, এই পরিবেশনাটির অনুপ্রেরণা নোয়াখালীতে সহিংসতার শিকার এক নারীর মানসিক শক্তি। রায় না হওয়া পর্যন্ত তার দৃঢ়তা প্রতিবন্ধকতার মুখে নারীর শক্তি কিভাবে রুখে দাঁড়াতে পারে তা প্রতীয়মান হয়। আজ আমরা সব প্রজন্ম, পেশা এবং সামাজিক শ্রেণী ছাড়িয়ে একে অপরের কাছ থেকে শক্তি নেয়ার জন্যই এই পারফর্মেন্সে একত্রিত হয়েছি।

বাংলাদেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠী, যারা সব সময় সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, কিন্তু একই সঙ্গে সামাজিক কাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন, তারাই এই পারফর্মেন্সের পেছনে মূল শক্তি বলে জানান ঋতু সাত্তার। তিনি বলেন, পারফর্মেন্সটি সর্বসাধারণের চলাচলের রাস্তায় করা হয়েছে যাতে নারী এবং অন্য প্রান্তিক সদস্যরা সম্মিলিতভাবে জানান দিতে পারেন বাংলাদেশের পুরুষ প্রধান সড়ক শুধু পুরুষের নয়, নারীরও। দেশের পুরুষ প্রধান সড়ক শুধু পুরুষের নয়, নারীরও।