শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি

ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোন সিদ্ধান্ত নেয়নি শিক্ষা প্রশাসন। এ সংক্রান্ত কোন প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তিও প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ভুয়া ‘বিজ্ঞপ্তি’ প্রচার হচ্ছে। এ ধরনের ‘গুজব’ সর্ম্পকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শিক্ষা প্রশাসন।

গত কয়েকদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে।

যাতে বলা হয়, ‘অতদ্বারা সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত মাঙ্কিপক্স সংক্রামক ভাইরাসের জন্য শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকিবে। আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, এপি।’

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল আহমেদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোন সিদ্ধান্ত হয়নি। এ সংক্রান্ত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ থেকে দেয়া হয়। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মাউশির কাছে আসে।

মানুষকে বিভ্রান্ত করতে এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তি তৈরি করে ছড়িয়ে দেয়া হয়েছে উল্লেখ করে মাউশি পরিচালক জানান, যে ফর্মেটে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেটি দেখে তারা নিশ্চিত এটি ভুয়া বিজ্ঞপ্তি। তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রীর নামের বানানে ভুল ও পদ ‘এমপি’র পরিবর্তে ‘এপি’ লেখা রয়েছে। বিভিন্ন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিজ্ঞপ্তিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এ ধরনের বিজ্ঞপ্তি সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া হয় না। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বা সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিজ্ঞাপন দেয়া হয়।

ওইসব বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব বা মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিবের সই ছিল। এছাড়া প্রতিটি বিজ্ঞপ্তিতে স্মারক নম্বর উল্লেখ ছিল। কিন্তু ফেইসবুকে ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তিতে উপ-সচিব বা মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিবের সই নেই।

আরও খবর
দেশে দেশে শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেন ১৬১ বাংলাদেশি
সব নির্বাচনকে সমান গুরুত্ব দিচ্ছে ইসি
শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় একুশের গানের কবিকে
পদ্মা সেতু, দুর্নীতির অভিযোগ তোলার পর বিশ্বব্যাংক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাপ দেয় : দাবি মসিউরের
বিশ্বের ৪০ শতাংশ দুগ্ধ উৎপাদন হয় এশিয়ায়
বর্ষার আগে ডেঙ্গু রোগী বাড়ছে, ২৪ ঘণ্টায় শিশুসহ ১৫ জন হাসপাতালে ভর্তি
সরকার ছাত্রদের ধ্বংস করছে ফখরুল
কীর্তনখোলা নদীর ভাঙন ঠেকাতে ৩৬০ কোটি টাকার প্রকল্প, কাজ শেষ পর্যায়ে
খোমেনি স্টাইলে বিপ্লব করার স্বপ্ন দেখছে বিএনপি : কাদের
ক্ষমতার পরিবর্তন ২০২৩ সালের আগেই : নূর
সিলেটের ফেঞ্চুগঞ্জের সুমন মিয়া হত্যার রহস্য উদ্ঘাটন, ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট শীঘ্রই

রবিবার, ২৯ মে ২০২২ , ১৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪৩

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি

ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ

নিজস্ব বার্তা পরিবেশক

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোন সিদ্ধান্ত নেয়নি শিক্ষা প্রশাসন। এ সংক্রান্ত কোন প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তিও প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ভুয়া ‘বিজ্ঞপ্তি’ প্রচার হচ্ছে। এ ধরনের ‘গুজব’ সর্ম্পকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শিক্ষা প্রশাসন।

গত কয়েকদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে।

যাতে বলা হয়, ‘অতদ্বারা সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত মাঙ্কিপক্স সংক্রামক ভাইরাসের জন্য শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকিবে। আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, এপি।’

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল আহমেদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোন সিদ্ধান্ত হয়নি। এ সংক্রান্ত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ থেকে দেয়া হয়। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মাউশির কাছে আসে।

মানুষকে বিভ্রান্ত করতে এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তি তৈরি করে ছড়িয়ে দেয়া হয়েছে উল্লেখ করে মাউশি পরিচালক জানান, যে ফর্মেটে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেটি দেখে তারা নিশ্চিত এটি ভুয়া বিজ্ঞপ্তি। তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রীর নামের বানানে ভুল ও পদ ‘এমপি’র পরিবর্তে ‘এপি’ লেখা রয়েছে। বিভিন্ন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিজ্ঞপ্তিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এ ধরনের বিজ্ঞপ্তি সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া হয় না। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বা সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিজ্ঞাপন দেয়া হয়।

ওইসব বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব বা মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিবের সই ছিল। এছাড়া প্রতিটি বিজ্ঞপ্তিতে স্মারক নম্বর উল্লেখ ছিল। কিন্তু ফেইসবুকে ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তিতে উপ-সচিব বা মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিবের সই নেই।