পণ্য মজুদদারিদের নজরদারিতে রাখা হোক

দেশে কিংবা বিশ্বে কোন সমস্যা দেখা দিলে আমাদের দেশে বেড়ে যায় খাদ্যপণ্যের দাম। প্রকৃত কারণ খুঁজতে গেলে জানা যায় ভিন্নতা। সরকারের পক্ষ থেকে অভিযান পরিচালনা করলে বেরিয়ে আসে আসল তথ্য। ব্যবসায়ীরা সেই পণ্যগুলো করে রাখে মজুদ। অধিক মুনাফার আশায় বিভিন্ন গোডাউনে চাহিদার তুলনায় বেশি পণ্য মজুদ করে রেখে দেন কারখানা মালিক ও আড়তদাররা। বাড়িয়ে দেন ওই পণ্যের স্বাভাবিক মূল্য। এতে বেশিরভাগ দুর্ভোগ সহ্য করতে হয় সাধারণ মানুষের। জীবন বাঁচাতে গিয়ে তাদের বেশি দামেই ক্রয় করতে হয় নির্দিষ্ট পণ্য।

বাংলাদেশে গত বছর ছিল পেঁয়াজ ইস্যু, তারপর চলতি বছরে সয়াবিন তেলের সংকট ও দাম বৃদ্ধি নিয়ে সরকার আর উৎপাদন কারখানার মালিকদের মধ্যে এখনো চলছে তালবাহানা। অথচ অভিযানে উদ্ধার হলো হাজার হাজার লিটার তেল। এখন আবার আরেকটি সমস্যা চালের দাম বাড়তির দিকে। নিয়ন্ত্রক সংস্থা এরইমধ্যে চালের মজুদদারদের গুদামে অভিযান চালানো শুরু করেছে। এতে বেড়িয়ে আসছে হাজার হাজার বস্তা চাল। খুচরা ব্যবসায়ীদের চাহিদার বাহিরেও মজুদ রাখা হয়েছে অতিরিক্ত চাল। এর কারণে বাজারে বাড়িয়ে দিতে শুরু করেছে চালের খুচরা বিক্রয় মূল্য।

জনস্বার্থে এমন অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে সঠিক আইন ব্যবহার করে কঠোর শাস্তির আওতায় আনা উচিত। এতে যদি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়। সরকারের ভাবমূর্তি থাকবে অক্ষুণœ। একই সঙ্গে রমজানসহ বিভিন্ন উৎসব কিংবা মহামারীকে কেন্দ্র করে যাতে কোনও অশুভ চক্র পণ্যের সরবরাহে বাধা সৃষ্টি বা কোনও ধরনের অবৈধ মজুদ গড়তে না পারে সে ব্যাপারে গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো প্রয়োজন।

মাসুদ হোসেন

চাঁদপুর সদর

রবিবার, ১২ জুন ২০২২ , ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮ ১১ জিলকদ ১৪৪৩

পণ্য মজুদদারিদের নজরদারিতে রাখা হোক

দেশে কিংবা বিশ্বে কোন সমস্যা দেখা দিলে আমাদের দেশে বেড়ে যায় খাদ্যপণ্যের দাম। প্রকৃত কারণ খুঁজতে গেলে জানা যায় ভিন্নতা। সরকারের পক্ষ থেকে অভিযান পরিচালনা করলে বেরিয়ে আসে আসল তথ্য। ব্যবসায়ীরা সেই পণ্যগুলো করে রাখে মজুদ। অধিক মুনাফার আশায় বিভিন্ন গোডাউনে চাহিদার তুলনায় বেশি পণ্য মজুদ করে রেখে দেন কারখানা মালিক ও আড়তদাররা। বাড়িয়ে দেন ওই পণ্যের স্বাভাবিক মূল্য। এতে বেশিরভাগ দুর্ভোগ সহ্য করতে হয় সাধারণ মানুষের। জীবন বাঁচাতে গিয়ে তাদের বেশি দামেই ক্রয় করতে হয় নির্দিষ্ট পণ্য।

বাংলাদেশে গত বছর ছিল পেঁয়াজ ইস্যু, তারপর চলতি বছরে সয়াবিন তেলের সংকট ও দাম বৃদ্ধি নিয়ে সরকার আর উৎপাদন কারখানার মালিকদের মধ্যে এখনো চলছে তালবাহানা। অথচ অভিযানে উদ্ধার হলো হাজার হাজার লিটার তেল। এখন আবার আরেকটি সমস্যা চালের দাম বাড়তির দিকে। নিয়ন্ত্রক সংস্থা এরইমধ্যে চালের মজুদদারদের গুদামে অভিযান চালানো শুরু করেছে। এতে বেড়িয়ে আসছে হাজার হাজার বস্তা চাল। খুচরা ব্যবসায়ীদের চাহিদার বাহিরেও মজুদ রাখা হয়েছে অতিরিক্ত চাল। এর কারণে বাজারে বাড়িয়ে দিতে শুরু করেছে চালের খুচরা বিক্রয় মূল্য।

জনস্বার্থে এমন অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে সঠিক আইন ব্যবহার করে কঠোর শাস্তির আওতায় আনা উচিত। এতে যদি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়। সরকারের ভাবমূর্তি থাকবে অক্ষুণœ। একই সঙ্গে রমজানসহ বিভিন্ন উৎসব কিংবা মহামারীকে কেন্দ্র করে যাতে কোনও অশুভ চক্র পণ্যের সরবরাহে বাধা সৃষ্টি বা কোনও ধরনের অবৈধ মজুদ গড়তে না পারে সে ব্যাপারে গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো প্রয়োজন।

মাসুদ হোসেন

চাঁদপুর সদর