নিবিড় পর্যবেক্ষণে খালেদা

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার ৩টি ব্লক ধরা পড়েছিল। এর মধ্যে একটি ছিল জটিল। সেখানে রিং স্থাপন করা হয়েছে। বাকি দুটি ব্লকের আচরণ কেমন হবে তা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি টিম পর্যবেক্ষণে রেখেছেন। খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির দায়িত্বশীল নেতাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত শুক্রবার রাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। পরে তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়লে সফল এনজিওগ্রাম করা হয়। গত শনিবার বেলা ২টা থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সর্বশেষ অবস্থা সম্পর্কে খালেদা জিয়ার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ সময় শেষ হওয়ার পর আজ শারীরিক অবস্থা কেমন, তা বলা যাবে।

তিনি আরও বলেন, ম্যাডামের ৩টি ব্লক ধরা পড়েছিল। এর মধ্যে একটি ছিল ক্রিটিক্যাল। সেখানে রিং স্থাপন করা হয়েছে। বাকি দুটি ব্লকের আচরণ কেমন হবে তা এখন বলা মুশকিল।

৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে ২০২১ সালে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। এছাড়া তার অনেক দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। ওই বছর এপ্রিলে করোনা আক্রান্ত হলে এ নিয়ে তাকে পাঁচ দফা এভারকেয়ারে ভর্তি করা হলো।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দিয়ে কারাগারে পাঠান আদালত। পরবর্তীতে সেই সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাতেও তাকে কারাদ- দেন বিচারিক আদালত। পরে করোনা মহামারীর সময় সরকার শর্ত সাপেক্ষে দ- স্থগিত করে তাকে ছয় মাসের জন্য সাময়িকভাবে মুক্তি দেয়। পরে কয়েক দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

সোমবার, ১৩ জুন ২০২২ , ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ ১২ জিলকদ ১৪৪৩

নিবিড় পর্যবেক্ষণে খালেদা

নিজস্ব বার্তা পরিবেশক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার ৩টি ব্লক ধরা পড়েছিল। এর মধ্যে একটি ছিল জটিল। সেখানে রিং স্থাপন করা হয়েছে। বাকি দুটি ব্লকের আচরণ কেমন হবে তা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি টিম পর্যবেক্ষণে রেখেছেন। খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির দায়িত্বশীল নেতাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত শুক্রবার রাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। পরে তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়লে সফল এনজিওগ্রাম করা হয়। গত শনিবার বেলা ২টা থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সর্বশেষ অবস্থা সম্পর্কে খালেদা জিয়ার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ সময় শেষ হওয়ার পর আজ শারীরিক অবস্থা কেমন, তা বলা যাবে।

তিনি আরও বলেন, ম্যাডামের ৩টি ব্লক ধরা পড়েছিল। এর মধ্যে একটি ছিল ক্রিটিক্যাল। সেখানে রিং স্থাপন করা হয়েছে। বাকি দুটি ব্লকের আচরণ কেমন হবে তা এখন বলা মুশকিল।

৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে ২০২১ সালে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। এছাড়া তার অনেক দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। ওই বছর এপ্রিলে করোনা আক্রান্ত হলে এ নিয়ে তাকে পাঁচ দফা এভারকেয়ারে ভর্তি করা হলো।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দিয়ে কারাগারে পাঠান আদালত। পরবর্তীতে সেই সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাতেও তাকে কারাদ- দেন বিচারিক আদালত। পরে করোনা মহামারীর সময় সরকার শর্ত সাপেক্ষে দ- স্থগিত করে তাকে ছয় মাসের জন্য সাময়িকভাবে মুক্তি দেয়। পরে কয়েক দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।